কুম্ভকর্ণের নাম কে না শুনেছেন ... যার ঘুম বেশি তাকেই আমরা কুম্ভকর্ণ বলে সম্ভধন করে থাকি ...। আদি কবি বাল্মীকি রচিত সংস্কৃত ভাষায় মহাকাব্য রামায়ণ । এই মহাকাব্য অবলম্ভনে ভারতীয় প্রায় সমন্ত ভাষাতেই রচিত হয়েছে রামায়ণ । প্রায় ৫০০ বছর আগে কবি কৃত্তিবাস বাংলায় রচনা করেন রামায়ণ ,তিনি ছিলেন সাধারণ মানুষের কবি , খুব সহজ ভাষায় সকলের উপযোগী করে তিনি অনুবাদ করেন এই মহা কাব্যের । কুম্ভকর্ণের এই কাহিনী টি কৃত্তিবাসের রামায়ণ থেকে নেওয়া হয়েছে ।
আমি ইচ্ছা করলে ব্লগ এখনি 'প্রাইভেট ' করে দিতে পারি এবং 'অ্যাক্সেস' করতে 'ইয়ারলি' টাকা চাইতে পারি ...বা ''গুগল অ্যাড সেন্স'' এ করে দিতে পারি... আমার বাবা বলতেন এখনো ৯০% মানুষ সৎ , তাই এই রকম মাত্র ৫ % বরাহ নন্দনের জন্য করা টা ঠিক হবে কি ? এই Word Press এর সাইট এ আমার ব্লগের ইন্দ্রজাল গুলি 'মীরর' করা হয়েছে , ঐ যে গতকাল লিখেছিলাম যে নাম গোপন মানে জন্ম বৃত্তান্ত গোপন ।
asankhyo dhanyabaad aamar anurodh raksha korbar jonye, khub preeto holam dada
ReplyDeleteWelcome..
DeleteIndrada ei sab asat lokeder amra boykot korbo.Tumi cirokal samohimay thakbe.
ReplyDeleteসুকান্ত ভালো থেকো।
DeleteSobai Oi blog e dhuke ”report abuse" click korun. Onek complain hole blog account block hoe jabe.
ReplyDeleteThanxs a lot indra Da.
ReplyDeleteদেখুন ইন্দ্রবাবু, মন খারাপ করে লাভ নেই। এই চতুস্পদ ডাকাতদের অস্তিত্ব সর্বত্র। এরা হচ্ছে আগাছা। উপড়ে ফেললে আবার গজাবে। আর আপনার এই ব্লগটিতে মণি-মুক্তো বিদ্যমান। চুরি হবেই চতুষ্পদদের দ্বারা। "Mirror" করা হলেও জলছবিটি তো চকচক করছে। তো মন খারাপ করবেন না। জলছবিটি দ্বারা আপনি স্বীকৃতি পাচ্ছেন। আমাদের আরো ঝকঝকে ইন্দ্রজাল দিয়ে মুগ্ধ করুন। নতুন আপলোড-এর অপেক্ষায় রইলাম।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKubhokorner post e Duhshason sombondhe jante parlam :) je onyer jinis niye tanatani kore :D
ReplyDeleteইন্দ্রবাবু কোথায় গেলেন ?
ReplyDeleteKoi gele da
ReplyDeleteদাদা, আপনার কাছ থেকে অনেকদিন অমর চিত্র কথা সিরিজ পাচ্ছি না। আমার অনেকদিন ধরেই ইচ্ছা মুঘল সম্রাটদের জীবনীর অমর চিত্র কথার মাধ্যমে জানবো।
ReplyDelete