কুম্ভকর্ণের নাম কে না শুনেছেন ... যার ঘুম বেশি তাকেই আমরা কুম্ভকর্ণ বলে সম্ভধন করে থাকি ...। আদি কবি বাল্মীকি রচিত সংস্কৃত ভাষায় মহাকাব্য রামায়ণ । এই মহাকাব্য অবলম্ভনে ভারতীয় প্রায় সমন্ত ভাষাতেই রচিত হয়েছে রামায়ণ । প্রায় ৫০০ বছর আগে কবি কৃত্তিবাস বাংলায় রচনা করেন রামায়ণ ,তিনি ছিলেন সাধারণ মানুষের কবি , খুব সহজ ভাষায় সকলের উপযোগী করে তিনি অনুবাদ করেন এই মহা কাব্যের । কুম্ভকর্ণের এই কাহিনী টি কৃত্তিবাসের রামায়ণ থেকে নেওয়া হয়েছে ।
আমি ইচ্ছা করলে ব্লগ এখনি 'প্রাইভেট ' করে দিতে পারি এবং 'অ্যাক্সেস' করতে 'ইয়ারলি' টাকা চাইতে পারি ...বা ''গুগল অ্যাড সেন্স'' এ করে দিতে পারি... আমার বাবা বলতেন এখনো ৯০% মানুষ সৎ , তাই এই রকম মাত্র ৫ % বরাহ নন্দনের জন্য করা টা ঠিক হবে কি ? এই Word Press এর সাইট এ আমার ব্লগের ইন্দ্রজাল গুলি 'মীরর' করা হয়েছে , ঐ যে গতকাল লিখেছিলাম যে নাম গোপন মানে জন্ম বৃত্তান্ত গোপন ।