Thursday, June 17, 2021

Post # 1047 Bengali Amarchitra Katha 220

                                                                       ডাউনলোড করুন

 

 কুম্ভকর্ণের নাম কে না শুনেছেন ... যার ঘুম বেশি তাকেই আমরা কুম্ভকর্ণ বলে সম্ভধন করে থাকি ...। আদি কবি বাল্মীকি রচিত সংস্কৃত ভাষায় মহাকাব্য রামায়ণ । এই  মহাকাব্য অবলম্ভনে ভারতীয় প্রায় সমন্ত ভাষাতেই রচিত হয়েছে রামায়ণ । প্রায় ৫০০ বছর আগে কবি কৃত্তিবাস বাংলায় রচনা করেন রামায়ণ ,তিনি ছিলেন সাধারণ মানুষের কবি , খুব সহজ ভাষায় সকলের উপযোগী করে তিনি অনুবাদ করেন এই মহা কাব্যের । কুম্ভকর্ণের এই কাহিনী টি কৃত্তিবাসের রামায়ণ থেকে নেওয়া হয়েছে । 

 

আমি ইচ্ছা করলে ব্লগ এখনি 'প্রাইভেট ' করে দিতে পারি এবং  'অ্যাক্সেস' করতে 'ইয়ারলি' টাকা চাইতে পারি ...বা ''গুগল অ্যাড সেন্স'' এ করে দিতে পারি... আমার বাবা বলতেন এখনো ৯০% মানুষ সৎ , তাই এই রকম মাত্র ৫ %  বরাহ নন্দনের জন্য করা টা ঠিক হবে কি ? এই Word Press এর সাইট এ আমার ব্লগের  ইন্দ্রজাল গুলি 'মীরর' করা হয়েছে , ঐ যে গতকাল লিখেছিলাম যে নাম গোপন মানে জন্ম বৃত্তান্ত গোপন । 
















 

Wednesday, June 16, 2021

Post # 1046 Bengali Amarchitra Katha 219

                                                                       ডাউনলোড করুন

 

লোক মান্য তিলক সারাজীবন ব্রিটিশ অপশাসনের হাত থেকে স্বদেশের মুক্তি খুঁজেছেন । সেজন্য নানা অপমান ও লাঞ্ছনা সহ্য করেছেন । কিন্তু নিজের অটল সংকল্প থেকে এক পা ও নড়েননি, দ্বিখণ্ডিত ভারতবর্ষ তাঁর মতো মানুষের অভাব এখনও অনুভব করে ।

 ইন্দ্রজাল কমিকস্‌ ০০১-০৫০ এর মধ্যে ৪ বই পি ডি এফ করতে বাকি রইল... গতকাল  ৪৫ নং ইন্দ্রজাল সাগরদেব পোস্ট করা হয়েছে ।

এই ব্লগের বই গুলি আমার অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে , সম্প্রতি টেলিগ্রামে এক চারপেয়ে তস্কর এই বই গুলি পর পর দিয়ে যাচ্ছে ...পরিচয় গোপন, মানে এর  জন্ম বৃত্তান্ত গোপন...... 😁😁😁