Tuesday, April 28, 2020

Post # 911 Notun Champion


                                                                     ডাউনলোড করুন



 ১৩৯৩ অর্থাৎ ১৯৮৬ সালের পূজা বার্ষিকী আনন্দমেলায়  দুটি কমিকস্‌ ছিল, আজ প্রথম কমিকস্‌ টি থাকছে ... এই কমিকস্‌ টি ছোটবেলায় প্রথম বার পড়েছিলাম... অসাধারন গল্প... তেমন অলংকরণ।
১৩৯৩ এর  দ্বিতীয় কমিকস্‌ এর জন্য আগামি কাল অবধি অপেক্ষা করতে হবে।






 নমুনা পৃষ্ঠা ।


10 comments:

  1. চমৎকার শিক্ষামূলক গল্প,আমার মনে হয় আনন্দমেলাতে এরকম শিক্ষামূলক কমিক্স আর একটাও বের হয়নি।

    ReplyDelete
  2. সবগুলি গোগ্রাসে গিলছি ইন্দ্রদা। আসলে আমি পুজোবার্ষিকী আনন্দমেলা কিনতাম ১৯৮৬ থেকে ; তার আগে অব্দি গ্রাম থেকে আগরতলায় আসতাম। সেখানে দাদা দিদিদের কাছ থেকে ১৯৮০ থেকে বেরুনোগুলি পড়তাম। তাই গত ক’দিনে দাদা ভাই, মধুমালা ইত্যাদি কমিক্সগুলি দেখছি আর নিজের শৈশবকে মনে পড়ে যাচ্ছে। আপনি ভবিষ্যত প্রজন্মের জন্য যা করে যাচ্ছেন সেটা অমূল্য। ভালো থাকবেন প্রিয় ইন্দ্রদা। সবথেকে কাজের হচ্ছে লকডাউনের আগেও স্কুলের লাইব্রেরী পিরিয়ডে আমার ল্যাপটপ খুলে আপনার ব্লগের কমিক্সগুলি স্কুলের বাচ্চাদের পড়িয়েছি। তারা তো এসব দেখে হতবাক। অনেকেই নিজের নিজের অ্যান্ড্রয়েড বা ডেস্কটপে পড়ে থাকে, জানিয়েছে আমায়।

    ReplyDelete
    Replies
    1. অসাধারণ উদ্যোগ। ❤❤

      Delete
  3. Bhishon bhalo laglo, er akkebare onnorokom shwad! :)

    ReplyDelete