ডাউনলোড করুন
বহু বন্ধুর দাবি ছিল ... আজ তাঁদের জন্য থাকল ।
দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে -তিষ্ঠ ক্ষণকাল
তাঁর জন্য কিছুক্ষণ দাঁড়ান যেতেই পারে --- এখানে...।
বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী বলেছিলেন – “আজ পর্যন্ত পিসিয়েলের ( প্রফুল্লচন্দ্র লাহিড়ী ) মতো বিশ্বমনস্কতার পরিচয় এই দেশে কেউ দিতে পারেনি । তাঁর আঁকা কার্টুন আন্তর্জাতিক মান ছুঁয়েছিল ।“ সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে ষাটের দশকের প্রথম ভাগে তিনি মার্কিন দেশ সফর করেন ও সেখানকার সেরা ওয়াল্ট ডিজনির সঙ্গে তাঁর সাক্ষাৎকার ঘটে ও ডিজনি তাঁর তৈরি ‘কাফী স্কোপ’ দেখে মুগ্ধ হয়ে যান । মার্কিনদেশ সফর কালে সে দেশের সেরা কাগজগুলি তাঁর কার্টুন ছেপেছে এবং সেখানে কাজে যোগ দেবার আমন্ত্রণ ও জানায় । কোলকাতার প্রতি আনুগত্য ও মমত্ববোধ বজায় রেখে সে – অনুরোধ ফিরিয়ে দিয়ে দেশে ফিরে আসেন । এই বইটি ১৯৭২ এ প্রথম প্রিন্ট হয় ।
কাফি খাঁর আসল নাম প্রফুল্লচন্দ্র লাহিড়ি। ঢাকায় ১৯০০ সালে জন্ম তাঁর। ছোটো থেকেই ছবি আঁকায় পারদর্শী ছিলেন। ১৯৩০-১৯৩১ শনিবারের চিঠিতে তাঁর প্রথম কার্টুন প্রকাশিত হয়। ১৯৩৩-এ অমৃতবাজারে PCL নামে ও ১৯৩৭-এ যুগান্তরে কাফি খাঁ নামে শেয়াল পণ্ডিত ও খুড়ো চরিত্রর সৃষ্টি করেন। এরপরই বিশ্বে তাঁর কার্টুনের খ্যাতি ছড়িয়ে পড়ে। শোনা যায়, প্রফুল্ল চন্দ্র লাহিড়ি, কাফি খাঁর ছদ্মনামে কাফি খাঁ এন্টারপ্রাইজ বলে কাফিস্কোপ বের করতেন। তাঁর বইগুলোর মধ্যে রয়েছে, "লং অ্যান্ড শর্ট", "জাম্বো বয়", "ফিশ স্টোরি", "মিল্ক সাকার", "অ্যা সোর্ড ম্যান", ও "এ ডগ ফাইট", এ ছাড়াও ‘ছবির কথা’, ‘দধীচির অস্থি’, In search of the truth’ , ছোটোদের জন্য তাঁর সৃষ্ট সচিত্র বই (গ্রাফিক নভের) ।
ইন্দ্রজাল পরশুদিন থেকে পাবেন ।
বহু বন্ধুর দাবি ছিল ... আজ তাঁদের জন্য থাকল ।
দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে -তিষ্ঠ ক্ষণকাল
তাঁর জন্য কিছুক্ষণ দাঁড়ান যেতেই পারে --- এখানে...।
বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী বলেছিলেন – “আজ পর্যন্ত পিসিয়েলের ( প্রফুল্লচন্দ্র লাহিড়ী ) মতো বিশ্বমনস্কতার পরিচয় এই দেশে কেউ দিতে পারেনি । তাঁর আঁকা কার্টুন আন্তর্জাতিক মান ছুঁয়েছিল ।“ সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে ষাটের দশকের প্রথম ভাগে তিনি মার্কিন দেশ সফর করেন ও সেখানকার সেরা ওয়াল্ট ডিজনির সঙ্গে তাঁর সাক্ষাৎকার ঘটে ও ডিজনি তাঁর তৈরি ‘কাফী স্কোপ’ দেখে মুগ্ধ হয়ে যান । মার্কিনদেশ সফর কালে সে দেশের সেরা কাগজগুলি তাঁর কার্টুন ছেপেছে এবং সেখানে কাজে যোগ দেবার আমন্ত্রণ ও জানায় । কোলকাতার প্রতি আনুগত্য ও মমত্ববোধ বজায় রেখে সে – অনুরোধ ফিরিয়ে দিয়ে দেশে ফিরে আসেন । এই বইটি ১৯৭২ এ প্রথম প্রিন্ট হয় ।
কাফি খাঁর আসল নাম প্রফুল্লচন্দ্র লাহিড়ি। ঢাকায় ১৯০০ সালে জন্ম তাঁর। ছোটো থেকেই ছবি আঁকায় পারদর্শী ছিলেন। ১৯৩০-১৯৩১ শনিবারের চিঠিতে তাঁর প্রথম কার্টুন প্রকাশিত হয়। ১৯৩৩-এ অমৃতবাজারে PCL নামে ও ১৯৩৭-এ যুগান্তরে কাফি খাঁ নামে শেয়াল পণ্ডিত ও খুড়ো চরিত্রর সৃষ্টি করেন। এরপরই বিশ্বে তাঁর কার্টুনের খ্যাতি ছড়িয়ে পড়ে। শোনা যায়, প্রফুল্ল চন্দ্র লাহিড়ি, কাফি খাঁর ছদ্মনামে কাফি খাঁ এন্টারপ্রাইজ বলে কাফিস্কোপ বের করতেন। তাঁর বইগুলোর মধ্যে রয়েছে, "লং অ্যান্ড শর্ট", "জাম্বো বয়", "ফিশ স্টোরি", "মিল্ক সাকার", "অ্যা সোর্ড ম্যান", ও "এ ডগ ফাইট", এ ছাড়াও ‘ছবির কথা’, ‘দধীচির অস্থি’, In search of the truth’ , ছোটোদের জন্য তাঁর সৃষ্ট সচিত্র বই (গ্রাফিক নভের) ।
ইন্দ্রজাল পরশুদিন থেকে পাবেন ।
khub valo laglo
ReplyDeleteধন্যবাদ ।
Deletepost er date hisebe tumi 3 months pichiye acho @indrada.
ReplyDeleteজানি, কারণটা লেখে দিয়েছি কয়েকটা পোস্ট আগে ।
DeleteThanxs Indra Da
ReplyDeleteOnobodyo
ReplyDeleteSuper Indra Da
ReplyDelete