Monday, July 23, 2018

Post # 724 Bengali Indrajal Comics Vol.23 No.20

 

                                                           ডাউনলোড করুন
                                                      স্ক্যান ও এডিট - পিব্যান্ডস  


সোনাবেলার সোনালী তট...  সপ্তদশ শতাব্দী তে মহামান্য কৃষ্ণকায় সম্রাট জুনকার উপহার দেন অষ্টম বেতাল কে। এই অষ্টম বেতাল পরাস্থ করেছিলেন 'লালদাড়ি' ও তার সহযোগী জলদস্যু দের, ও 'লালদাড়ি'র হাত থেকে ও উদ্ধার করেছিলেন নাভারের রানী 'নাটালা' কে, পরে 'লালদাড়ি' তার দল বল নিয়ে যোগ দেয় অষ্টম বেতালের তৈরি প্রথম অরণ্য সেনা দলে। রানী 'নাটালা পরে অষ্টম বেতালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন (ইন্দ্রজাল ৪ নং সংখ্যা ) , এই অষ্টম বেতালের পুত্র নবম বেতাল ছিলেন খর্বকায় (বেটে বেতালের গল্প- ওয়াকারের ব্লগে সম্প্রতি বেঁটে বেতালের কমিকস্‌ টি দেওয়া হয়েছে আনন্দমেলা মাসিক সাধারন সংখ্যা থেকে ) । এবং বেতালের ইতিহাসে সর্বাপেক্ষা শক্তিশালী পুরুষ, তিনি প্রথম পূবের আঁধারের জাল দেবতা কে ধ্বংস করে ছিলেন... তার পর থেকে বেতালদের নাম হয়েযায় ;পূবের আঁধারের রক্ষক'। সমস্ত বেতালদের নিয়ে ব্লগে লেখা সম্ভব নয়...তাই কমিক্স ও গ্রাফিক্স -১ এ একটি লেখা আছে ... সম্ভবত ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল ।






 

       

5 comments:

  1. Not the 8th Phantom; 6th Phantom introduced Jungle Patrol with a group of Pirates, led by "Red Beard" and 7th Phantom was befriend with Junekar - The Black Emperor, who made to built the "Phantom Head" by famous Micheal Angelo.

    ReplyDelete
    Replies
    1. সম্রাট জুনকারের হবু পত্নী রানী শিবা কে উদ্ধার করতে যায় বেতাল, সঙ্গে দস্যু লালদাড়ি উপস্থিত ছিল তাঁর বাহিনী নিয়ে, রানী উদ্ধার হয়ে গেলে সম্রাট জুনকার প্রত্যেক দস্যু কে উপহার দেন এক বাক্স সোনার মোহর ... এটা স্পষ্ট যে লাল দাড়ি কে পরাজিত করা বেতাল ও সম্রাট জুনকারের বন্ধু এক ই চরিত্র... সংখ্যা ৪৩ এ গল্প করতে দেখা গেছে যে তাঁর ঊর্ধ্বতন অষ্টম পুরুষ জুনকারের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করেন ও পরে বন্ধু হন... সেই বইতেই লাল দাড়ি কে তাঁর দল বল সমেত উপস্থিত থাকতে দেখা যায়... আবার সংখ্যা ২৭১ এ সপ্তদশ শতাব্দীর বেতালের গল্পে উল্লেখ আছে যে সপ্তম বেতাল জুনকারকে দাস ব্যাবসাহী দের হাত থেকে উদ্ধার করতে দেখা যায়... খণ্ড ২৫ সংখ্যা ১ এ মজ বুড়ো ও এই একই কথা বলেন... ৩৩৭ নং সংখ্যায় ভিবিন্ন বেতালদের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে ষষ্ঠ বেতাল লাল দাড়ির সঙ্গে যুদ্ধ করে নাতালা কে উদ্ধার করে বিবাহ করেন... ইংরাজি একটি বেতালের বইতে নবম বেতালের বাবা লাল দাড়ির সঙ্গে যুদ্ধ করেন বলা হয়েছে... এই রকম বহু তথ্য বিভ্রান্তি ম্যানড্রেক এর বইতে ও লক্ষ করা যায়...

      Delete
    2. আবার ৩৮২ -বদ্ধ গুহার রহস্য তে ষষ্ঠ বেতাল লাল দাড়ি কে নিয়ে অরণ্য রক্ষী বাহিনী তৈরি করেন বলা হয়েছে...তবে আমার হিসাবে ১২ বেতাল ও হতে পারে...

      Delete