Tuesday, May 30, 2017

Post # 569 Bengali Indrajal Comics Vol.20 No.35

                                                                         ডাউনলোড করুন





১৯৪০ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবী জুড়ে... "জেনারেল ওবারস্ট দ্য ওয়াফেন এস,এস, হান্স ভন ক্যাসেল" । তাকে বলা হতো বালজির পশু। বালজির জুদ্ধে  মার্কিন যুদ্ধ বন্দীদের নির্বিচারে গুলি করে মারার নির্দেশ দেয় সে...যুদ্ধ শেষে নজী বাহিনী পরাজিত ও নাৎসি অফিসারেরা বন্দী হয়েছে... কিন্তু  "ভন ক্যাসেলের" আর কোন খোঁজ পাওয়া জায়নি...
তার পর কেটে গেছে অনেক গুলি বছর... কলোরাডো তে এক উপত্যকায় একটি  'ফিলমের' শুটিং করতে 'মাইক' গেলো তার নতুন বান্ধবি অভিনেত্রী লোরি লেকের সঙ্গে, একটি চরিত্রে অভিনয়ের সুযোগ ও পেয়ে গেলো সে। এস,এস, হান্স ভন ক্যাসেলের মোটর বাইকের চালক হতে হবে ও একটি দৃশ্যে 'গোলা বর্শনের' ভিতর দিয়ে  মোটর বাইক চালিয়ে নিয়ে যেতে হবে... এই দৃশ্যে সময় হটাৎ দুর্ঘটনায় মারা গেলো  'ভন ক্যাসেলের' চরিত্রের অভিনেতা 'কেলার'।  'কেলার' মারা গেলে তার ঘরে পাওয়া গেলো সত্যিকারের 'ভন ক্যাসেলের' পোশাক, পরিচয়পত্র,হীরে দিয়ে তৈরি জার্মান নাইট ক্রস ও কিছু ছবি... তারপর...
 হলিউড সিনেমা কে হার মানায় এই কমিকস্‌ টি... আজ ৫৬৮ নং পোস্টে ডাউনলোড করুন এই অসাধারন কমিকস্‌ ।  




4 comments: