ডাউনলোড করুন
ইন্দ্রজাল কমিকস্ তাদের ১৭ নং সংখ্যার বেতালের প্রথম গল্প রি- প্রিন্ট করে খণ্ড ২০ সংখ্যা ৩৬ এ প্রথম গল্পে ।
জঙ্গলের ১০০ মাইল গভিরে নদীর বুকে বালির সঙ্গে সোনা পাওয়া গেছে..চলছে সোনা ছেকে তোলার কাজ
যারা ভাগ্য অন্বেষণে আসে তারা সোনা ছেকে তুলে ভাগ্য ফেরায়, কিন্তু শহরে ফেরার পথে মাঝখানে ভাঙ্গা দুর্গের মধ্যে " ওয়াম্মা প্রপাত " সরাই খানায় সকলের আশ্রয় নিতে হয়... এক বার এখানে আসলে আর ফেরেনা কেউ...তদন্তে নামলো জঙ্গল সেনা ও বেতাল নিজে... দ্বিতীয় গল্পে বেতাল মুখো মুখি হচ্ছে মরুভুমির একদল শয়তানের সঙ্গে ।