Thursday, June 30, 2016

Post # 522 Indrajit Bonam Black Diamond By Omkarnath


 
                                                        ডাউনলোড করুন


 "জীবন-দীপ" কমিকস্‌ এর সঙ্গে সঙ্গে নারায়ন দেবনাথের অলঙ্করণ করা এই 'সিরিজের' সমস্ত কমিকস্‌ ও উপন্যাস শেষ হয়েছিল, দীর্ঘ দিন বন্ধ থাকার পর ১৯৯৫(বাং ১৪০২) সালে 'ওঙ্কারনাথদা' ও 'গোলোক ঠাকুর' মিলে আবার শুরু করেন এই সিরিজ,কিন্তু মাত্র দুটি কমিকস্‌ প্রকাশিত হয়ে বন্ধ হয় দ্বিতীয় বারের মতো ।  





Wednesday, June 22, 2016

Post # 521 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন



১৯৭৯ সালের পূজাবার্ষিকী 'কিশোর ভারতী'তে প্রকাশিত হয়েছিলো "জীবন-দীপ" প্রথম পর্ব । বাকি অংশ প্রকাশ হয়  'কিশোর ভারতী' মাসিক সংখ্যায় ।বাকি অংশ আলাদা ভাবে দেবো ! এই বার আপনারা ভাবতে পারেন যে ১৯৭৮ সালের 'ইন্দ্রজিৎ বনাম ব্ল্যাক ডায়মন্ডের' কমিকস্‌ কোথায় গেলো ?...যারা পরে এসেছেন তাঁদের বলছি ১৯৭৮ সালের কমিকস্‌ 'এই কোলকাতায়' অনেক আগেই ব্লগে দেওয়া আছে আপনারা 'লেবেল' এ গিয়ে "নারায়ন দেবনাথ"  ক্লিক করলেই পেয়ে যাবেন ।








Saturday, June 18, 2016

Post # 520 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                           ডাউনলোড করুন             


 ১৯৭৭ সালের পূজা বার্ষিকী 'কিশোর ভারতীর' সংখ্যায় ছিল "কাছেই মোহানা", এই কমিক্সে নারায়ন বাবুর অসাধারন অলঙ্করণ দেখতে পাবেন। আলো আধারির খেলায় এই কমিক্স টি এক আলাদা মাত্রা পেয়েছিল !







                                                                                                                                   
                                                                                                                                                                                                        




Thursday, June 16, 2016

Post # 519 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন


 আমরা প্রায় 'ইন্দ্রজিৎ রায় বনাম ব্ল্যাক ডায়মন্ড' সিরিজের শেষের দিকে চলে এসেছি ।আর কয়েকটি পোস্টের পর আমরা মূল ইন্দ্রজাল কমিক্স এ ফিরতে পারবো আসা করি । এই সিরিজ কেমন লাগলো জানাবেন...।






Wednesday, June 15, 2016

Post # 518 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                       ডাউনলোড করুন



                                                         



আজ থাকছে ১৯৭৫ সালের পূজা সংখ্যা 'কিশোর ভারতী' থেকে "সন্ধ্যায় মহুয়া মিলন" ।
'ষ্টেশন মুকুটমণিপুর'কমিক্স টির লিঙ্ক ডিলিট করলাম রথ যাত্রা পর্যন্ত  তার জন্য ক্ষমা করবেন, লাল মাটি থেকে প্রকাশিত নারায়ন দেবনাথ কমিক্স সামগ্রর জন্য ওটি স্ক্যান করে দিয়ে ছিলাম...কিন্তু আমার মনে ছিলোনা, কদিনের মধ্যে লিঙ্ক  টি আবার দিয়ে দেবো, এবারের নারায়ন দেবনাথ কমিক্স সামগ্র-৫ এর সমস্ত কমিক্স আমাদের ব্লগের ও আমার স্ক্যান করে দেওয়া ,আরও কিছু চমক আছে তা ক্রমশ প্রকাশ্য। রথ যাত্রার আগে বাজারে আসছে ,সম্পাদক- শান্তনু ।  








Tuesday, June 14, 2016

Post # 517 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath


 
                                                                              ডাউনলোড করুন




আজ আবার মূল কমিক্স সিরিজে ফেরাজাক , ১৯৭৪ সালের পূজাবার্ষিকী কিশোর ভারতী তে এই সিরিজে প্রকাশিত কমিক্স 'ষ্টেশন মুকুটমণিপুর' ।এই কমিক্স রচনার সময় নারায়ন বাবুর সূর্য তখন মধ্য গগনে ।  অবশ্য প্রতুল বন্দ্যোপাধ্যায়ের ছায়া তখনো ওনার মধ্যে বিরাজমান ।   
















Monday, June 13, 2016

Post # 516 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন




১৯৭৩ সালের পূজাবার্ষিকী , প্রকাশিত হয়েছিল এই সিরিজের তৃতীয় ও শেষ উপন্যাস "অস্তরঙের মঞ্জিল" । এই গল্পে নারায়নবাবু মাত্র দুটি ছবি অলঙ্করণ করেছিলেন ।
এই সিরিজের দ্বিতীয় কমিক্স 'রহস্যময় সেই বাড়িটা" প্রকাশিত হয়েছিলো কিশোর ভারতী মাসিক সংখ্যায়, দীর্ঘ দিন ধরে চলার দরুন সবকটি সংখ্যা যোগাড় করতে পারিনি, এপ্রিল ১৯৭০ সালের কিশোর ভারতী তে শুরু হয়ে ছিল এই কমিক্স । মহা স্থবিরের ব্লগে শুরুর সংখ্যা টি পাবেন ।
তবে পরে বই আকারে প্রকাশিত হওয়া কমিক্স টি আমি পোস্ট করবো অবশ্যই । 














































কমিক্স ও গ্রাফিক্স-২ পত্রিকায় ইন্দ্রজালের জাতীয় হিরো বাহাদুর কে নিয়ে আমার লেখা ।
আজ আপনারা সঙ্গে থাকায় এই ব্লগ বাংলার সব থেকে বড়ো কমিক্স ব্লগ । 

Wednesday, June 8, 2016

Post # 515 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath


                                                                                    ডাউনলোড করুন



আজ থাকছে ১৯৭২ সালের পূজাবার্ষিকী কিশোর ভারতী তে প্রকাশিত এই কমিক্স ও উপন্যাস শৃঙ্খলার দ্বিতীয় উপন্যাস 'ছোট আনন্দ'।






কিশোর ভারতী তে কমিক্স ও উপন্যাস গুলি প্রকাশিত হওয়ার পর প্রথম কিন্তু অযোধ্যা এন্টারপ্রাইস প্রথম এই গুলি বই আকারে প্রকাশ করে, তারা ৩ টি পর্বে কমিক্স গুলি প্রকাশ করে ছিল , তৃতীয় পর্বে একটি উপন্যাস 'অস্ত রঙের মঞ্জিল' ছিল ।
আরও পরে 'পত্র ভারতী' দুটি পর্বে দুটি কমিক্স বই প্রকাশিত করে ,কিছুদিন আগেও এই বই দুটি ২০ টাকা মূল্যে পাওয়া যেতো , এখন কিন্তু 'পত্র ভারতী' রঙিন সামাগ্র প্রকাশ করেছে ,মূল্য ২০০ টাকা ।



















Tuesday, June 7, 2016

Post # 514 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন



আমি আগের পোস্টেই বলেছি যে 'ইন্দ্রজিৎ রায় বনাম ব্ল্যাক ডায়মন্ড' সিরিজের মধ্যে ৩ টি উপন্যাস ও রয়েছে
১৯৭১,১৯৭২,১৯৭৩ এই টিন বছর পর পর ৩ টি উপন্যাস প্রকাশিত হয় । আজ থাকছে 'রাত মোহানার বালু চরে' ।










এই উপন্যাসের সমস্ত অলঙ্করণ করেছেন শ্রী নারায়ন দেবনাথ ।
 আমি প্রথমে 'কিশোর ভারতী' পূজা সংখ্যা থেকে  এই সিরিজির থেকে সমস্ত কমিক্স ও উপন্যাস পোস্ট করবো , এর পর বিভিন্ন কমিক্সের বই আকারে প্রকাশিত বই গুলি পোস্ট করবো , তবে অবশ্যই  সব শেষে প্রকাশিত রঙিন সামগ্রটি ছাড়া ,সাদাকালো কমিক্স গুলিকে রঙ করে স্রেফ ইতিহাস বিকৃত করা হয়েছে (আমার মনে হয়) । 




Monday, June 6, 2016

Post # 513 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                  
                                                                    ডাউনলোড করুন


 আজ থাকছে ১৩৭৭ অর্থাৎ ১৯৭০ সালের কিশোর ভারতী পূজা বার্ষিকী থেকে এই সিরিজের দ্বিতীয় কমিকস্‌ তুফান মেলের যাত্রী । 

 


                                                                           




                                                 



দীপনের এই সংখ্যা ছিল কমিকস্‌ সংখ্যা , সম্পাদক- এন,জুলফিকার । পৃষ্ঠা সংখ্যা ৬৬৫।কমিকস্‌ গবেষণার জন্য এক অসাধারন বই, শুধু এপার বাংলা নয়, ওপার বাংলার কমিকস্‌ নিয়েও আছে অসাধারন গবেষণা । 'ইন্দ্রজাল কমিকস্‌' ও 'অমর চিত্রকথা' নিয়ে আমার দুটি লেখা আছে , সঙ্গে ইন্দ্রজাল ও অমর চিত্র কথার তালিকা ,অমর চিত্র কথার তালিকা করতে আমাকে সাহায্য করেছেন অঞ্জন পাল ও পার্থ দত্ত,   ওঁদের কাছে আমি আমি কৃতজ্ঞ ।   

 


মাঝে মাঝে আমাদের আড্ডা বসে ,কলেজ স্ট্রিট কফি হাউসেই আমরা যাই বেশি তবে এবার .অলোকদা
ত্রিপুরা থেকে আসা উপলক্ষে  কমিকস্‌ আড্ডা দম দম নাগের বাজার ডায়মন্ড প্লাজায়। সঙ্গে ইলাসট্রেটার ও সম্পাদকেরা । অর্ক, অয়ন, সুমিতদা, জুলফিকারদা ,সপ্তর্ষি দে, তিয়াসা দাশগুপ্ত, ইন্দ্রাশিষ ও আরও অনেকে ।
ডান দিকে ত্রিপুরার বিখ্যাত কমিক্স ইলাসট্রেটার অলক দাসগুপ্ত (কালো জামা পরে) বা দিকে সম্পাদক জুলফিকারদা ।



ইলাসট্রেটার সপ্তর্ষি দে,সুমিত সেনগুপ্ত,অয়ন রাহা(জিরোকমিকস্‌) । 

সপ্তর্ষি ও অর্ক পৈতণ্ডী(আনন্দমেলা) 
সপ্তর্ষির করা ডিজিটাল কমিক্স ,সুক্ষ হাস্যরসে পরিপূর্ণ ।



Sunday, June 5, 2016

Post # 512 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                                               ডাউনলোড করুন


 ১৯৬৯ সাল পূজার আগে পুরোদমে কাজ চলছে 'কিশোর ভারতী' পূজা সংখ্যা প্রকাশের ।শৈল চক্রবর্তী জানিয়ে দিলেন যে উনি 'দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের' কাহিনী অবলম্ভনে চিত্র কাহানী 'ইন্দ্রজিৎ বনাম ব্ল্যাক ডায়মন্ড" সিরিজের অলঙ্করণ করতে পারবেন না সময়ের অভাবে, এর পরের কাহানী সকলে আন্দাজ করতে পারছেন... বাংলা সাহিত্য জগতের অন্যতম রুপকার 'শ্রী দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়' এই গুরু দায়িত্ত দিলেন নারায়ন বাবুর উপর...বাকিটা ইতিহাস । ১৯৬৮ সালের আশ্বিন সংখ্যা থেকে শুরু হয়েছিলো 'কিশোর ভারতী' পত্রিকার ।  এই সিরিজ শুধু কমিকস্‌ নয় সঙ্গে ৩ টি বড়ো উপন্যাস ও রয়েছে ,তাতে অলঙ্করণ ও করেছেন নারায়ন বাবু ।
নিচে এই সিরিজের একটি তালিকা দিলাম ,
১) ব্ল্যাক ডায়মন্ড
২) রহস্যময় সেই বাড়িটা (এপ্রিল ১৯৭০- সেপ্টেম্বর ১৯৭১ অবধি মাসিক সংখ্যায় ধারাবাহিক ভাবে প্রকাশিত)
৩)তুফান মেলের যাত্রী
৪)রাত মোহানার বালু চরে (উপন্যাস) 
৫) ছোট আনন্দ (উপন্যাস)
৬) অস্তরঙ্গের মঞ্জিল (উপন্যাস)
৭)ষ্টেশন মুকুট মনিপুর
৮)সন্ধায় মহুয়া মিলন   
 ৯)চাঁদনি রাতে
১০)কাছেই মোহনা
১১) জীবন  দীপ (কিছুটা পূজা বার্ষিকী তে ও পরে বাকিটা মাসিক সংখ্যায় প্রকাশিত হয় )
*১২)আঁধার মানিক (ওঙ্কারনাথ ও অরিজিৎ দত্ত চৌধুরীর অলঙ্করণ )
*১৩)অস্ত শশী  (ওঙ্কারনাথ ও অরিজিৎ দত্ত চৌধুরীর অলঙ্করণ )
১৪)এই কোলকাতায় ।








সুধিন্দ্র নাথ রাহার লেখা নিয়ে "দোলগোবিন্দ" বাবু কৃতজ্ঞতা স্বীকার করলেও এই টুকু আসা করতেই পারতাম উনি আগে একটু জানাবেন আমাক, তবে ধন্যবাদ ওনাকে লেখক কে নিয়ে এই লেখাটি প্রকাশ করবার জন্য । পোস্ট ২৬১,২৮৩ ও ৩৬৮ দেখুন ।