ডাউনলোড করুন
শুকতারার প্রচ্ছদের দ্বিতীয় কমিকস্ "মরনের ডাক" , প্রকাশ কাল ১৩৭৭(১৯৭০) ফাল্গুন- ১৩৭৯(১৯৭২) মাঘ , মোট ২৪ টি পর্বে প্রকাশিত হয়েছিল ।
আগেই বলেছি সেই সময় যখন 'টেলিভিসন,ইন্টারনেট ছিলোনা তখন এই মানের কমিকস্ ই অনেক গুরুত্ব রাখত তখনকার জীবনযাত্রায়।
প্রসঙ্গত বলেরাখি আমার অন্তত ৪ "সেট" বই যোগাড় করে এই ২৪ টি প্রচ্ছদ সংগ্রহ করতে হয়েছে !
শুকতারার প্রচ্ছদের দ্বিতীয় কমিকস্ "মরনের ডাক" , প্রকাশ কাল ১৩৭৭(১৯৭০) ফাল্গুন- ১৩৭৯(১৯৭২) মাঘ , মোট ২৪ টি পর্বে প্রকাশিত হয়েছিল ।
আগেই বলেছি সেই সময় যখন 'টেলিভিসন,ইন্টারনেট ছিলোনা তখন এই মানের কমিকস্ ই অনেক গুরুত্ব রাখত তখনকার জীবনযাত্রায়।
প্রসঙ্গত বলেরাখি আমার অন্তত ৪ "সেট" বই যোগাড় করে এই ২৪ টি প্রচ্ছদ সংগ্রহ করতে হয়েছে !
ইন্দ্র এইজন্যই তোমার ব্লগ আমার ফেভারিট ।
ReplyDeleteঅনেক ধন্যবাদ , আমিও চেষ্টা করছি ভালো ভালো পোস্ট করবার !
DeletePuro Shuktara gulo upload korle khubi valo hoy
ReplyDeleteখুব ই সময়সাপেক্ষ ব্যাপার , একার পক্ষে খুব কঠিন ,চেষ্টা করছি 'হলুদ পাতা' ব্লগে যদি দিতে পারি !!!!
Deleteহলুদ পাতা চলছে কিনা কে জানে।বহুদিন কোন পোস্ট নেই।সুকুদা বলেছিলো প্রথম পূজাবার্ষিকী শুকতারা দেবে।
Deleteওটা কোলকাতায় রয়ে গেছে (প্রথম পূজাবার্ষিকী শুকতারা) , আর ও এখন U K তে ।
Deletesorry,eta jantam na.
Deleteচলে আসবে।
Deleteআরও একবার একটি চমৎকার গবেষণামূলক কাজ। নিঃসন্দেহে অত্যন্ত পরিশ্রমসাপেক্ষ। ইন্দ্রকে ধন্যবাদ জানাবার ভাষা নেই।
ReplyDeleteতুষারবাবুর এই কাজটি আমার ব্যক্তিগতভাবে ওনার ভালো কাজের স্তরে উঠেছে বলে মনে হয়না। সাধারনতঃ ওনার স্কেচ-এর কাজগুলো রং-এর কাজের চেয়ে আমার বেশী ভালো লাগে। তবে সেই সময়ে এই শিল্পী যা করেছেন সেটাই সাধুবাদযোগ্য।
সত্যিই তাই তখন তুষার বাবু সবে কমিকস্ ইলাসট্রেশন করছেন ।
Delete