Saturday, July 18, 2015

Post # 402 Nil Andhakar By Goutam Karmakar

                                                                        
                                                                      ডাউনলোড করুন





 গৌতম কর্মকারের সেরা কমিকস্‌ কোনটি ? এক কথায় "নীল অন্ধকার"। গৌতম কর্মকারের চরিত্র 'কম্যান্ডার বোসের' এই কমিকস্‌ টি প্রকাশিত হয়েছিল ১৩৮৫ (১৯৭৮) শারদীয়া "কিশোর ভারতী" পত্রিকায় ।   












মোবাইল ল্যাব

অন্য গ্রহের ব্যাঙ
আমাদের একটি অনুষ্ঠান এ'সস্ত্রীক গৌতমদা ।

10 comments:

  1. বাহ পুরো রথজাত্রা স্পেশাল ।
    ধন্যবাদ ভাই ।

    ReplyDelete
  2. আরও একটা ব্যাপার গৌতম কর্মকারের কোন কমিক্স্‌ ব্লগে ছিলোনা ।

    ReplyDelete
  3. Commander Bose je ato purono ekta character - kono dharonai chilona.....

    ReplyDelete
    Replies
    1. গৌতমদা এই কমিকস্‌ টা যখন করেন তখন ওনার বয়স মাত্র ১৭-১৮ ।

      Delete
  4. অনিল কর্মকার কী গৌতম কর্মকারের আত্মীয়? উনি অনেক ক্ষেত্রে বর্ণলিপির দায়িত্বে ছিলেন। গৌতম কর্মকার অনেক বিদেশী ক্লাসিক্সের অনুবাদও করেছেন কমিক্সে। তোমার কাছে যদি বিশ্বসাহিত্য চিত্রকথা সিরিজের গৌতাম্বাবুর কিছু কাজ থাকে তবে প্লিজ শেয়ার করো। থ্রী মাস্কেটিয়ার্স, হাউন্ড অফ বাস্কারভিল, টাইম মেসিন, কিডন্যাপড, ডন কুইক্সোট ইত্যাদি বিশ্ব বরেন্য কাহিনীকে বাংলায় পেশ করেছেন।

    ReplyDelete
    Replies
    1. সব কটা আছে বিশ্বসাহিত্য চিত্রকথা সিরিজের । পোস্ট করছি !!!

      Delete
  5. অনিল কর্মকার গৌতম কর্মকারের বাবা বলেই জানি।ইনি চিত্রনাট্য লিখতেন আর গৌতম কর্মকার ছবি আকতেন।কেন জনিনা কমান্ডার বোসটা ঠিক ভালো লাগে না।কিশোর জ্ঞানবিজ্ঞানে বেরোন কমিকসগুলো খুব ভালো লাগতো।এর মধ্যে ওয়ার অফ দি ওয়ার্ল্ড,ব্লাক ডায়ামন্ড,ঊভচর মানব,টাইটানিক ইত্যাদি বেশ ভালো।

    ReplyDelete
    Replies
    1. বিশ্বসাহিত্য চিত্রকথা সিরিজের বই গুলো কিন্তু বিদাশি অলঙ্করনের উপর গৌতম কর্মকারের ক্যালিগ্রাফি ও বাংলায় লেখা দেখতে পাই , তাছাড়া বই গুলো পুরোটাই বিদাশি ।

      Delete
  6. ধন্যবাদ নীল ও ইন্দ্র।

    ReplyDelete