ডাউনলোড করুন
দীর্ঘ দিন পর আবার ফিরলাম ! কিছুদিন ভোপাল ছিলাম! গেছিলাম আমার মেয়ে কে দেখতে, আজ সে ২২ দিনের হোল ! ফেরার সময় ট্রেনএ অসুস্থ হয়ে হাসপাতাল যেতে হয় ! সাঁচি, ভিমবটিকা ঘুরে আসলাম ! ভিমবটিকায় আমাদের পূর্বপুরুষ রা যে গুহায় থাকতো সেখানে গেলে তাঁর প্রমান পাওয়া যায়,৩০০০০ বছরের পুরান গুহা পাহাড়ের উপর ! "এলিয়েন"রা নাকি বার বার আসে ওখানে, গাইড দের বক্তব্য ! গুজব একবার রটে বারবার নয় ! ওরা নাকি বহু বার এসেছে ! 'নাসা' থেকে কিছুদিন আগে এখানে গবেষক রা এসে ঘুরে গেছেন ! খবরের কাগজে এই খবর বেরহয়, সেই শুনেই ওখানে যাওয়া ! কিছু ছবি তুলে আনা ! কিছু গুহাচিত্র রহস্যময় , পরে দেবার ইচ্ছা থাকলো ব্লগে !
যাইহোক শুধু লেকচার দিয়ে তো ব্লগিং করা যায়না তাই শরীর খারাপ থাকলেও আজ থেকে শুরু করলাম
শুকতারা ও আনন্দমেলার কিছু ধারাবাহিক উপন্যাস ! যে গুলো কোনদিন হয়তো ছাপা হবেনা বা ছাপা হোলেও ভিতরের ইলাসট্রেসন্ গুলো বইতে দেওয়া নেই !তবে ইন্দ্রজালের ভক্তদের হতাশ হবার কারন নেই ! আবার যথা সময় ঝোলা থেকে ইন্দ্রজাল বের হবে ।
সঙ্গে আর একটি শুখবর 'ফেস্বুক' এ ৩ টি গ্রুপের অ্যাডমিন হিসাবে প্রায় রোজ মূল্যবান তথ্য ছবি পোস্ট করে থাকি একটি হোল নারায়ন দেবনাথ ফ্যান ক্লাব একটি ময়ূখ চৌধুরী ফ্যান ক্লাব ও ইন্দ্রজাল কমিকস্ ফ্যান ক্লাব ! ও কমিকস্ ও গ্রাফিক্স গ্রুপ এ প্রায় রোজ আমার পোস্ট পাবেন ! ব্লগে সব কিছু দেওয়া সম্ভব নয় তাই ফেস্বুক ব্যবহার করতে হচ্ছে ! নিচে লিঙ্ক গুলি দিলাম--
https://www.facebook.com/groups/671385992941114/ NARAYAN DEBNATH
https://www.facebook.com/groups/472699446204638/ MOYUKH CHOUDHURI
https://www.facebook.com/groups/1560147924199868/ INDRAJAL COMICS FAN
https://www.facebook.com/groups/comiques/ COMICS & GRAPHYCS
আরো একটি শুখবর গুগল সার্চ এ bengali indrajal comics বা indrajal comics bengali সার্চ করলে এই ব্লগ প্রথম দিকেই দেখাচ্ছে ....। আর সম্ভব হয়েছে আপনাদের জন্য ! সকলকে ব্লগের তরফ থেকে অনেক ধন্যবাদ !
দীর্ঘ দিন পর আবার ফিরলাম ! কিছুদিন ভোপাল ছিলাম! গেছিলাম আমার মেয়ে কে দেখতে, আজ সে ২২ দিনের হোল ! ফেরার সময় ট্রেনএ অসুস্থ হয়ে হাসপাতাল যেতে হয় ! সাঁচি, ভিমবটিকা ঘুরে আসলাম ! ভিমবটিকায় আমাদের পূর্বপুরুষ রা যে গুহায় থাকতো সেখানে গেলে তাঁর প্রমান পাওয়া যায়,৩০০০০ বছরের পুরান গুহা পাহাড়ের উপর ! "এলিয়েন"রা নাকি বার বার আসে ওখানে, গাইড দের বক্তব্য ! গুজব একবার রটে বারবার নয় ! ওরা নাকি বহু বার এসেছে ! 'নাসা' থেকে কিছুদিন আগে এখানে গবেষক রা এসে ঘুরে গেছেন ! খবরের কাগজে এই খবর বেরহয়, সেই শুনেই ওখানে যাওয়া ! কিছু ছবি তুলে আনা ! কিছু গুহাচিত্র রহস্যময় , পরে দেবার ইচ্ছা থাকলো ব্লগে !
যাইহোক শুধু লেকচার দিয়ে তো ব্লগিং করা যায়না তাই শরীর খারাপ থাকলেও আজ থেকে শুরু করলাম
শুকতারা ও আনন্দমেলার কিছু ধারাবাহিক উপন্যাস ! যে গুলো কোনদিন হয়তো ছাপা হবেনা বা ছাপা হোলেও ভিতরের ইলাসট্রেসন্ গুলো বইতে দেওয়া নেই !তবে ইন্দ্রজালের ভক্তদের হতাশ হবার কারন নেই ! আবার যথা সময় ঝোলা থেকে ইন্দ্রজাল বের হবে ।
সঙ্গে আর একটি শুখবর 'ফেস্বুক' এ ৩ টি গ্রুপের অ্যাডমিন হিসাবে প্রায় রোজ মূল্যবান তথ্য ছবি পোস্ট করে থাকি একটি হোল নারায়ন দেবনাথ ফ্যান ক্লাব একটি ময়ূখ চৌধুরী ফ্যান ক্লাব ও ইন্দ্রজাল কমিকস্ ফ্যান ক্লাব ! ও কমিকস্ ও গ্রাফিক্স গ্রুপ এ প্রায় রোজ আমার পোস্ট পাবেন ! ব্লগে সব কিছু দেওয়া সম্ভব নয় তাই ফেস্বুক ব্যবহার করতে হচ্ছে ! নিচে লিঙ্ক গুলি দিলাম--
https://www.facebook.com/groups/671385992941114/ NARAYAN DEBNATH
https://www.facebook.com/groups/472699446204638/ MOYUKH CHOUDHURI
https://www.facebook.com/groups/1560147924199868/ INDRAJAL COMICS FAN
https://www.facebook.com/groups/comiques/ COMICS & GRAPHYCS
আরো একটি শুখবর গুগল সার্চ এ bengali indrajal comics বা indrajal comics bengali সার্চ করলে এই ব্লগ প্রথম দিকেই দেখাচ্ছে ....। আর সম্ভব হয়েছে আপনাদের জন্য ! সকলকে ব্লগের তরফ থেকে অনেক ধন্যবাদ !
গল্পের সমস্ত ছবি নারায়ন দেবনাথের আঁকা । |
This comment has been removed by the author.
ReplyDeleteGet well soon! and দেবগিরির দানব ??
ReplyDeleteদেবগিরির দানব দিলাম ! খুশি তো ?
Deletekhub sundor post indro ...............
ReplyDeleteধন্যবাদ রঞ্জনদা !
Deleteখুব ভালো পোস্ট।আমি facebook এর পোস্ট গুলি নিয়মিত দর্শক।তোমার ও পরিবারের সুসাস্থ কামনা করি।
ReplyDeleteঅনেক ধন্যবাদ নীলদা !
DeleteDarun indra babu apner post r chotto konnar jonno antorik bhalobasa roilo.
ReplyDeleteআপনাকেও অনেক ধন্যবাদ ! সঙ্গে থাকুন !
Deleteআপনাকে শুভেচ্ছা সন্তানের বাবা হওয়ার জন্য। ওরে বাবা যাত্রাপথে বা বিদেশ বিভুইয়ে অসুস্থ হলে খুব অসহায় লাগে। যাক আপনি যে সুস্থ হয়ে ফিরেছেন এটাই বড় কথা।
ReplyDeleteআপমাদের শুভকামনা ছিল বলেই আবার ফিরতে পেরেছি ! অনেক ধন্যবাদ আপনাকে !
Deleteএটা পেয়ে আমি যে কী ভীষণ উত্তেজিত তা কীভাবে বোঝাই! তুমি দিগ্বিজয়ী হও, ইন্দ্রনাথ।
ReplyDeleteহাঃ...হাঃ...হাঃ...অনেক ধন্যবাদ প্রসেনজিৎদা ।
ReplyDelete