Monday, July 14, 2014

Post # 291 Bengali Indrajal Comics No.266

                                                         
                                                                      ডাউনলোড করুন
                                                                    
                                                                              
কেউ চমকে উঠবেন না ,এটি কোন বেতালের বইয়ের প্রচ্ছদ নয় ।আটি ৮০ দশকের একটি দেশলাই বাক্সর ছবি।


আমার বয়স যখন ৬-৭ তখন থেকে বাবা, জ্যাঠারা  নতুন দেশলাই দেখলেই কিনে আনতেন আমার জন্য,এমনকি রাস্তা থেকে ও কুড়াতেন। সেই নেশা এখনো বয়ে বেড়াচ্ছি !  ফাঁকা রাস্তা লোক যন না থাকলে এখনো কুড়াই। দাদাগিরি তে এসেছিলেন "ডাঃ উৎপল সান্যাল", তাঁর সংগ্রহ ৪০০০০ দেশলাই বাক্স ! অতো না হলেও বেশ কিছু দুর্মূল্য বাক্স আমার কাছে ও আছে ! কাঠের তৈরি অনেক পুরানো বেশ কয়েক হাজার বাক্স নতুন করে সংরক্ষণ করছি ! অবস্তা পাঁপড় ভাজার মতো । প্রচুর 'ইউরোপিয়ান" মানুষ এই হবির সাথে যুক্ত আছেন, এই হবির আরেক নাম Phillumeny। গুগল এ Phillumeny worldwide বলে সার্চ দিলে পাওয়া যাবে নতুন নতুন তথ্য । সামনের দিন কিছু বিদেশী বাক্স দেখাবো।



মহাভরতের অর্জুন





বাদ যায়নি করিনা কাপুর



৮০ দশকে কপিল দেব





পি টি উশা,সুনিল গাওস্কার,হেমা মালিনি,অনিল কাপুর, মিটুন,সিকান্ধ কে না ছিল ?






২০১৪ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বেরহয়






১৯৭৫ সালে বেরহয় নেতাজীর দেশলাই





আমিতাভ বচ্চন,ব্রুস লী,বেতাল,দিয়াগো মারাদনা,হেমা মালিনী










১৯৮৬ সালে বেরহয় মারাদোনার দেশলাই !





কুলী সিনেমায় আমিতাভ বচ্চন ।






স্বাধীনতার আগের স্বদেশি দেশলাই,কোলকাতা প্রস্তত !

12 comments:

  1. darun collection ............ tumi to versatile genius ........... carate, comics / rare books akhon match box collection ........... :):):):):):)
    great .........

    ReplyDelete
    Replies
    1. রঞ্জনদা অনেক ধন্যবাদ, তবে আমরা যারা এসব নিয়ে আছি, আমাদের কোন দামনেই ! এখন সমাজে দালালি, চিটীং করে টাকা করছে তাদের দাম অনেক বেশি !

      Delete
    2. amar to ta mone hoi na ............ dalal chitingbaj sobsomoi chilo ..... kintu tai bole valo manusher dam thakbe na tai hoi ...........

      Delete
    3. ঠিক কথা ! তবে তাঁরা সংখ্যায় কম !

      Delete
  2. আপনার এই হবিটাও তো এক অসাধারন ব্যাপার। চমৎকার ঈর্ষণীয় সংগ্রহ। এগিয়ে চলুন ভাই, আমাদের সমর্থন আপনার সাথে আছে।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ ! আপনারাই এই ব্লগের শক্তি !

      Delete
  3. আমি কিছু দিন ধরেই আপনার ব্লগটা ফলো করছি, এক কথায় অসাধারণ
    আপনার অক্লান্ত পরিশ্রম প্রসন্সনীয়

    ReplyDelete
    Replies
    1. সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ! এই ব্লগ আপনাদের জন্যই করা ! সঙ্গে থাকুন !

      Delete
  4. Darun collection - mone hochche sob star-e rai match box diye life start korechhe !!

    ReplyDelete
    Replies
    1. আরও আছে ! এগুলো শুধু ডেমো !

      Delete
  5. durdhorshyo indrada..chobigulo dekhe darun laglo..

    ReplyDelete
  6. ধন্যবাদ Walker ! তোমার তো নিজে চোখে দেখা বাক্স গুলো !

    ReplyDelete