শুকতারায় করা গুরুর গোয়েন্দা কৌশিকের দ্বিতীয় কমিকস্ ।
১৩৫৪ ফাল্গুন( ১৯৪৮ মার্চ), ভারত মাতার শৃঙ্খল তখন সবে মাত্র মুক্ত হয়েছে।
শুরু হয় শুকতারা, রবীন্দ্রনাথ থেকে হেমেন্দ্রকুমার,নজরুল সহ বাংলার সমস্ত যশস্বী সাহিত্যিক সবাই প্রায় লিখেছেন। শৈল চক্রবর্তী,প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়,নারায়ণ দেবনাথ, ময়ুখ চৌধুরীর মতো চিত্রকরেরা ইলাস্ট্রেসন করেছেন।১৩৫৪ ফাল্গুন থেকে ১৩৮০ মাঘ এই ২৬ বছরে মোট ৩১২ টি ‘ছোট’ শুকতারা
প্রকাশিত হয়। শুকতারার ‘কলেবর’ বড় হয় ১৩৮০ র ফাল্গুন থেকে। প্রথম প্রচ্ছদে চিত্র কাহিনী শুরু হয় ফাল্গুন ১৩৭৫, তুষার চট্টোপাধ্যায়ের মৃত্যুমাদলবাজে কমিকস্ থেকে।১৩৮৯ আশ্বিন-মাঘ ধর্মঘটের জন্য শুকতারা বন্ধ থাকে। প্রথম পূজা বার্ষিকী শুকতারা প্রকাশিত হয়েছে ১৩৯২ আশ্বিন থেকে।প্রচ্ছদে চিত্র কাহিনী প্রকাশিত হবার আগে প্রতি বছর একইরকম ছবি ১২ টি সংখ্যাতেই প্রকাশ হতো।
শুকতারার দীর্ঘায়ু কামনা করি ।
প্রথম বর্ষ প্রথম সংখ্যা ১৪২০ ফাল্গুন সংখ্যা
১.মৃত্যুমাদলবাজে-
তুষার চ্যাটার্জি (ফাল্গুন ১৩৭৫-মাঘ
১৩৭৭)
২.মরনেরডাক-
তুষার চ্যাটার্জি(ফাল্গুন১৩৭৭-মাঘ
১৩৮৯)
৩.রহস্যময়
আভিযাত্রী - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৮৯-মাঘ ১৩৮০)
৪.আজুরার
ডাকিনী মন্ত্র - তুষার চ্যাটার্জি(ফাল্গুন ১৩৮০-মাঘ ১৩৮২)
৫.সর্পরাজের
দ্বীপে – নারায়ণ দেবনাথ (ফাল্গুন
১৩৮২-মাঘ ১৩৮৫)
৬.ড্রাগনের
থাবা - নারায়ণ দেবনাথ (ফাল্গুন
১৩৮৫-মাঘ ১৩৮৭)
৭.ভয়ঙ্করের
মুখোমুখি - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৮৭-ভাদ্র ১৩৮৯)
৮.বাহাদুর
বেড়াল - নারায়ণ দেবনাথ (মাঝে ঐ কটা মাস)
৯.ভয়ঙ্করের
মুখোমুখি - নারায়ণ দেবনাথ (কার্তিক ১৩৯০-মাঘ ১৩৯০)
১০.আজানা দ্বীপের
বিভীষিকা - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৯০-মাঘ ১৩৯২)
১১.মৃত্যুদ্যূতের
কালোছায়া - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৯২-মাঘ ১৩৯৪)
১২.ভয়ঙ্কর
অভিযান - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৩৯৪-চৈত্র ১৩৯৬)
১৩.বান্ধু
–ময়ূখ চৌধুরী (সুত্রধর গুপ্ত) (১৩৯৭ বৈশাখ–১৩৯৭ জ্যৈষ্ঠ)
১৪.মুক্তিপেল
রাতানলাল -ময়ূখ চৌধুরী (সুত্রধর
গুপ্ত)(১৩৯৭ আষাঢ়- ১৩৯৭ভাদ্র)
১৫.আতিথি
- - ময়ূখ চৌধুরী (সুত্রধর গুপ্ত)(১৩৯৭
কার্তিক- ১৩৯৮ জ্যৈষ্ঠ)
১৬.ভেল্কির
খেলা - ময়ূখ চৌধুরী (সুত্রধর গুপ্ত)(১৩৯৮ আষাঢ়- ১৩৯৯ )
১৭. স্বর্ণখনির অন্তরালে-নারায়ণ দেবনাথ (আষার
১৩৯৯-অগ্রহায়ণ ১৪০০;মাঘ ১৪০০-ফাল্গুন ১৪০০)
১৮. বাহাদুর
বেড়াল - নারায়ণ দেবনাথ
১৯.জাতকের
গল্প –- নারায়ণ দেবনাথ
২০.অপহৃত বিজ্ঞানীর সন্ধানে (গোয়েন্দা কৌশিকের
নাতুন অভিযান) -নারায়ণ দেবনাথ (ফাল্গুন
১৪০৩-মাঘ ১৪০৫)
২১.ভয়েরমুখোশ
- নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪০৫-মাঘ ১৪০৭)
২২.খুনি বৈজ্ঞানিকের
দ্বীপে - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪০৭-মাঘ ১৪১০)
২৩. বাহাদুর
বেড়াল - নারায়ণ দেবনাথ
২৪. কৌশিকের নায়া অভিযান
- নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪১৩-মাঘ ১৪১৮)
২৫. রহস্যময়
দ্বীপে কৌশিক - নারায়ণ দেবনাথ (ফাল্গুন ১৪১৮ -চলছে )
No...1354 er Falgun means Feb of 1948 i.e. SUKTARA was released in independent India...
ReplyDeleteAnd yes,KOUSHIK SMAGRA is worst thing ever published as a Comic book compilation....such an unprofessional job...and about those missing pages in most stories,it's like a bunch of 'frauds' did this(as DSK should NOT went for print till they have ALL the pages...but they were money-greedy anyway)
কিন্তু ২০১৪ থেকে ৬৭ বছর বাদ দিলে ১৯৪৭ মার্চ তো হচ্ছে।
ReplyDeleteKousik er Sob golper Ekta List Dile Subidha hoy...Ar Future e E niye Alochona Korle Bhalo Lagbe...
ReplyDeleteকৌশিকের সব কমিক্সের লিস্ট তো উপরে দেওয়া আছে।সাথে অন্যান্য শুকতারার কমিক্সের লিস্ট।
DeleteJehetu amar Kousiker sob golpo pora nei tai bujhte Osubidha hochhe... accha ভয়ঙ্করের মুখোমুখি ki dubar prokasito hoyechilo???
Deleteকৌশিকের মোট ১২টা গল্প প্রকাশিত হয়েছে.
Delete• সর্পরাজের দ্বীপে(ফাল্গুন ১৩৮২-মাঘ ১৩৮৫)
• ড্রাগনের থাবা(ফাল্গুন ১৩৮৫-মাঘ ১৩৮৭)
• ভয়ঙ্করের মুখোমুখি(ফাল্গুন ১৩৮৭-ভাদ্র ১৩৮৯;কার্তিক ১৩৯০-মাঘ ১৩৯০)
• অজানা দ্বীপের বিভীষিকা(ফাল্গুন ১৩৯০-মাঘ ১৩৯২)
• মৃত্যুদূতের কালোছায়া(ফাল্গুন ১৩৯২-মাঘ ১৩৯৪)
• ভয়ংকর অভিযান (ফাল্গুন ১৩৯৪-চৈত্র ১৩৯৬)
• স্বর্ণখনির অন্তরালে(আষার ১৩৯৯-অগ্রহায়ণ ১৪০০;মাঘ ১৪০০-ফাল্গুন ১৪০০)
• অপহৃত বিজ্ঞানীর সন্ধানে(ফাল্গুন ১৪০৩-মাঘ ১৪০৫)
• ভয়ের মুখোশ (ফাল্গুন ১৪০৫-মাঘ ১৪০৭)
• খুনে বিজ্ঞানীর দ্বীপে(ফাল্গুন ১৪০৭-মাঘ ১৪১০)
• কৌশিকের নয়া অভিযান (ফাল্গুন ১৪১৩-মাঘ ১৪১৮)
রহস্যময় দ্বীপে কৌশিক(ফাল্গুন ১৪১৮-চলছে)
ভয়ঙ্করের মুখোমুখি চলার সময় ১৩৮৯ আশ্বিন-মাঘ ধর্মঘটের জন্য শুকতারা বন্ধ থাকে আবার যখন চালু হয় তখন বেশ কয়েকটা বই এ বাহাদুর বেড়াল বের হয় তারপর আবার ভয়ঙ্করের মুখোমুখি শুরু হয়।
DeleteOnek Dhonnobad...Amar Kothamoto Kousiker Comics er Ekta Talika dewar jonno...Thank You...
Deleteei 25 ta list ekta legendary byapar .. comics research ba old book research e ei sob post er mulyo prochur.. unique post .. .. Indra-da r moto manusher bondhu bole gorbito bodh korchhi ...
ReplyDelete(Indra da , ektu speling ta check kore nio.. khub samanyo holeo typo gulo chokhe lagchhe...)
বন্ধু তোমার আকাগ্রতা আমার থেকেও বেশি, তুমি ভোর ৬.৩০ এ বাড়ি থাকে বেরহয়ে অফিস গিয়ে গুরুত্বপূর্ণ বই গুলি স্ক্যান করে ৬.৩০ বেরহয়ে বিভিন্ন জ্ঞানী গুনি মানুষের থেকে বই সংগ্রহ করে অত বড় একটা রাশিয়ান ব্লগ চালাচ্ছ,
Deleteতোমার সঙ্গ পেয়ে আমিও গর্বিত।
Double posting er janya dhanyabaad........
ReplyDeleteব্লগ এ থাকারজন্য ধন্যবাদ।
Deletethanks for d post after few days ....... waiting for TUSHAR CHATTERJEE ....... but getting KOUSHIK is also same ..............
ReplyDeleteহাঃ...হাঃ...হাঃ দেবো দেবো।
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete@Indra, হোজো- র কথাই ঠিক।
ReplyDelete১৩৫৪-র ফাল্গুন মাস মানে ১৯৪৮ ফেব্রু--মার্চ মাস। অর্থাৎ শুকতারার প্রথম প্রকাশ স্বাধীনতার পর।
প্রথম সংখ্যা শুকতারায় ছিল কবিশেখর কালিদাস রায়ের কবিতা নাম 'শুকতারা'।
ছিল হেমেন্দ্রকুমার রায়ের উপন্যাস 'প্রসান্তের আগ্নেয়-দ্বীপ' ধারাবাহিকের প্রথম পর্ব।
গল্প একটিই ছিল নাম 'সেবক'- লিখেছিলেন শ্রীশৈলবালা ঘোষজায়া।
এছাড়াও ছিল বিজ্ঞান, স্বাস্থ্য, বিশ্ব-বৈচিত্র, জীবজন্তু ইত্যাদি নিয়ে লেখা। ধাঁধা আর কিছু লেখবার প্রতিযোগিতাও ছিল।
কালিদাস রায় ছাড়া আর কবিতা লিখেছিলেন সুনির্মল বসু , প্রমথনাথ রায়চৌধুরী ও গৌরী দেবী।
আমার হিসাবের গোলমাল টা বুঝতে পেরেছি, পোস্ট টা এডিট করে দিচ্ছি।
Deleteশুকতারা প্রথম সংখ্যা সম্পর্কে নিখুত বিবরনির জন্য অসংখ্য ধন্যবাদ ।
প্রথম শুকতারা টা পারলে যদি তোমার ব্লগ এ দাও তো আমরা কৃতজ্ঞ থাকব।
Suktara completes it's 66 years and not 67 years...67th year has just started off with Falgun 1420(Feb 2014)....just check till Magh 1420,you will find 66...
ReplyDeleteBetween, SUKTARA was the first Bengali mag started off in the 'Swadhin Bharat', so don't say it was released when India was still under British!! :))
আমার হিসাবের গোলমাল টা বুঝতে পেরেছি, পোস্ট টা এডিট করে দিচ্ছি।
DeleteAn wonderful post. Yes Shuktara was first published in Feb-Mar 1948 which bengali Falgun 1375. Your posting of Shuktara 1st issue clears the matter.
ReplyDeleteMany many thanks for the wonderful post. List of Shuktara comics demads special mention.
Sorry, the bengali year for 1st Shuktara is 1354 (not 1375 as I had typed by mistake)
ReplyDeleteপ্রদীপদা মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ।পোস্ট টা এডিট করছি।
Deleteঅনেক অজানা তথ্য দিয়ে মন ভরিয়ে দিলে বন্ধু, সাবাস :)
ReplyDeleteআর দেব সাহিত্যের গোয়েন্দা কৌশিকের (বা রোমাঞ্চকর চিত্রকথা ইত্যাদি)"কালার" কমিক্স গুলি একেবারে জঘন্য ... নির্বোধের মতো ফ্ল্যাট রং ব্যবহার করে একেবারে বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে !! নারায়ণ দেবনাথের অমন সুন্দর লেখাগুলি মুছে যারা বাচ্চাদের হাতের লেখার মতো হরফ ব্যবহার করতে পারে এইধরনের সিরিয়াস কমিকসে, তাদের অর্থ-পিশাচ কারবারী বললেও কম বলা হয় !!
একইভাবে পত্র ভারতীর ব্ল্যাক ডায়মন্ড "কালার" সংকলন টিও খুবই বিশ্রী করে ছাপানো হয়েছে, আসলে লালমাটির সংকলনগুলির বিপুল বানিজ্যিক সাফল্যে বাকিদের মাথা ঘুরে গেছে বোঝা যাচ্ছে(যদিও লালমাটিও একই দোষে দুষ্ট কিছুটা হলেও!!)
বন্ধু ‘লালমাটির’ কয়ালিটি কিন্তু DSK থেকে ভালো,কমিকস্ এর ক্ষেত্রে।
Deleteএকদম ঠিক যে এরা একই দোষে দুষ্ট।
bah darun kaj..........aro Koushik porte chai.........chhoto Shuktara dekhar souvagyo amar hoi ni........kichhu purono Shuktara porte parle vagyoban lagbe! onek dhonyobad
ReplyDeleteআর ছোট শুকতারার কয়েকজন লেখকের গল্প অবশ্যই দেবো, যেমন সুধিন্দ্রনাথ রাহা বা ময়ূখ চৌধুরী ।
Deleteকৌশিকের কয়েকটা গল্পের কয়েকটা শুকতারার কভার নেই,তাছাড়া বাকি গল্প গুলো দেবো। ব্লগ এ থাকার জন্য ধন্যবাদ।
ReplyDeleteindrada, je pata guno ne se guno Jodi dekhate tahole jinis ta bujhte ro subidhe hoto..r tumi eto taratari post korcho je comment korar somoy pachchi na..!! jai hok ete ontoto besh kichu lok jaante parlo je tader kibhabe thokano hocche..
ReplyDeleteভয়ঙ্করের মুখোমুখি থেকে পেজ মিসিং আছে সামগ্র তে , তাই যে গুলয় মিসিং আছে সে গুলোয় দেবো।
Delete