Wednesday, December 24, 2014

Post # 341 Bondhu by Moyukh Choudhuri

                                                                      ডাউনলোড করুন         



আজ থাকলো 'ময়ূখ চৌধুরীর' একটি ছোট কমিকস্‌ প্রকাশ কাল বৈশাখ ১৩৯৭ থেকে জ্যৈষ্ঠ ১৩৯৭ ! ব্লগে এই প্রথম ! লালমাটি এই কমিকস্‌ টি রঙ্গিন বেরকরেছিল কিনা যানা নেই।
 কমিকস্‌টি 'সূত্রধর গুপ্ত' ছদ্ম নামে করেছিলেন তিনি ।  


Sunday, December 21, 2014

Post # 340 Debgerir Danob by Rajkumar Moitra

                                                                        ডাউনলোড করুন

রাজকুমার মৈত্রের প্রথম গল্প হোল  'অভিসপ্ত মূর্তি'। কিন্তু ওটার কিছু কাজ বাকি থাকায় এই দ্বিতীয় গল্প টি প্রথমে দিলাম !

গল্পের সমস্ত ইলাসট্রেসন্‌ নারায়ন বাবুর করা


Friday, December 19, 2014

Post # 339 Kinnhor Koilash Rohosso by Niranjan Singha

                                                                          ডাউনলোড করুন

 দীর্ঘ দিন পর আবার ফিরলাম ! কিছুদিন ভোপাল ছিলাম! গেছিলাম আমার মেয়ে কে দেখতে, আজ সে ২২ দিনের হোল ! ফেরার সময় ট্রেনএ অসুস্থ হয়ে হাসপাতাল যেতে হয় ! সাঁচি, ভিমবটিকা ঘুরে আসলাম ! ভিমবটিকায় আমাদের পূর্বপুরুষ রা যে গুহায় থাকতো সেখানে গেলে তাঁর প্রমান পাওয়া যায়,৩০০০০ বছরের পুরান গুহা পাহাড়ের উপর ! "এলিয়েন"রা নাকি বার বার আসে ওখানে, গাইড দের বক্তব্য ! গুজব একবার রটে বারবার নয় ! ওরা নাকি বহু বার এসেছে ! 'নাসা' থেকে কিছুদিন আগে এখানে গবেষক রা এসে ঘুরে গেছেন !  খবরের কাগজে এই খবর বেরহয়, সেই শুনেই ওখানে যাওয়া ! কিছু ছবি তুলে আনা ! কিছু গুহাচিত্র রহস্যময় , পরে দেবার ইচ্ছা থাকলো ব্লগে !

যাইহোক শুধু লেকচার দিয়ে তো ব্লগিং করা যায়না তাই শরীর খারাপ থাকলেও আজ থেকে শুরু করলাম
 শুকতারা ও আনন্দমেলার কিছু ধারাবাহিক উপন্যাস ! যে গুলো কোনদিন হয়তো ছাপা হবেনা বা ছাপা হোলেও ভিতরের ইলাসট্রেসন্‌ গুলো বইতে দেওয়া নেই !তবে ইন্দ্রজালের ভক্তদের হতাশ হবার কারন নেই ! আবার যথা সময় ঝোলা থেকে ইন্দ্রজাল বের হবে ।

সঙ্গে আর একটি শুখবর 'ফেস্‌বুক' এ ৩ টি গ্রুপের অ্যাডমিন হিসাবে প্রায় রোজ মূল্যবান তথ্য ছবি পোস্ট করে থাকি একটি হোল নারায়ন দেবনাথ ফ্যান ক্লাব একটি ময়ূখ চৌধুরী ফ্যান ক্লাব ইন্দ্রজাল কমিকস্‌ ফ্যান ক্লাব ! ও কমিকস্‌ ও গ্রাফিক্স গ্রুপ এ প্রায় রোজ আমার পোস্ট পাবেন ! ব্লগে সব কিছু দেওয়া সম্ভব নয় তাই ফেস্‌বুক ব্যবহার করতে হচ্ছে ! নিচে লিঙ্ক গুলি দিলাম-- 

 https://www.facebook.com/groups/671385992941114/        NARAYAN DEBNATH
https://www.facebook.com/groups/472699446204638/       MOYUKH CHOUDHURI
https://www.facebook.com/groups/1560147924199868/      INDRAJAL COMICS FAN

https://www.facebook.com/groups/comiques/                   COMICS & GRAPHYCS


আরো একটি শুখবর গুগল সার্চ এ bengali indrajal comics বা indrajal comics bengali সার্চ করলে এই ব্লগ প্রথম দিকেই দেখাচ্ছে ....। আর সম্ভব হয়েছে আপনাদের জন্য ! সকলকে ব্লগের তরফ থেকে অনেক ধন্যবাদ !

গল্পের সমস্ত ছবি নারায়ন দেবনাথের আঁকা ।

Wednesday, December 3, 2014

Post # 338 Bengali Indrajal Comics No.1

                                                                       ডাউনলোড করুন                       
                                                        পি ডি এফ সাইজ ৩৬.৭ এম বি



 বাংলা ব্লগে অক্ষত ভাবে ইন্দ্রজালের ১ নং সংখ্যা এই প্রথম বার ... এই বইটি ইন্দ্রজালের 'মাইল স্টোন' বলা যেতে পারে... পাওয়া ও খুব একটা সোজা নয়... কোলকাতার ই এক বই সেলারের থেকে পাওয়া গেল। দিতে পের আমার ও ভালো লাগছে... তো আসুন আজ পড়ুন সেই লাল জাদুকরীর কাহিনী... 
 

১৬.০৬.২০২০

পি ডি এফ আপডেট করা হোল ।







Tuesday, December 2, 2014

Post # 337 Bengali Indrajal Comics No. 300

                                                                     ডাউনলোড করুন





বাহাদুরের বাবা ভৈরব সিং পুলিশ চীফ বিশালের গুলিতে মারা পড়লো । তার লুকানো বিপুল ঐশ্বর্য কোথায় কেউ যানেনা ! এদিকে গ নি বা চালাতে গেলে চাই প্রচুর টাকার ! এর মদ্ধে বাহাদুরের হাতে পৌছালো দুই খণ্ড ম্যাপ... তারপর।






Thursday, November 27, 2014

Post # 336 Bengali Indrajal Comics No. 299



                                                                        ডাউনলোড করুন



 ম্যাগী সামান্য মাইনার চাকরী করে, সামান্য স্টেনো । সে 'ফিল্ম    স্টার' হবার স্বপ্ন দ্যাখে না...সুখী ঘরণী হবার ও নয়... ম্যাগী স্বপ্ন দ্যাখে অজানা অরন্যে সে এক শুভ্র দেবী .........
 
 সংখ্যা - ২৯৯


২৯৯ নং ইন্দ্রজাল 'দয়ালু অশরীরী' প্রকাশিত হয়ে ছিল ৩০ নং ইন্দ্রজালের ২ নং গল্পে। তবে গল্পটি অনেক কেটে প্রায় অর্ধেক থেকে শুরু হয়েছিল !আমাদের এই ব্লগে প্রথম গল্প টি ও পাবেন !

 
সংখ্যা - ৩০

Monday, November 24, 2014

Post # 335 Bengali Indrajal Comics No. 298

                                                                          ডাউনলোড করুন







২০০ বছর আগে ৯ ম বেতাল 'জালের' মূর্তি ফেলেদিয়ে ধংস করে ছিলেন পূবের আঁধার।তার পর থেকে বেতাল বংশ যুগে  যুগে করে গেছে এদের বিরুদ্ধে লড়াই, এই সংখ্যায় আমাদের বেতাল ধংস করছে পূবের আঁধারের সাম্রাজ্য ।    


শেষ হোল পূবের আঁধারের সাম্রাজ্য


Sunday, November 23, 2014

Post # 334 Bengali Indrajal Comics No. 297

                                                                         ডাউনলোড করুন


  ফ্যান্টম,অরন্যদেব,কিট,চলমান অশরীরী, পূবের আঁধাররে রক্ষক এই সবই বেতালের আর এক নাম ! এর মদ্ধে সবথেকে রহস্যময় হোল পূবের আঁধারের রক্ষক নাম টা , কেন এই নাম ? কি এর মানে । কোথায় এই  পূবের আঁধার ?...যানতে হলে পড়ুন !
পূবের আঁধারের মৃত্যুর দেবতা 'জাল'

Wednesday, November 19, 2014

Post # 333 Bengali Indrajal Comics No. 296

                                                                       ডাউনলোড করুন




                   এই সংখ্যায় ঃ- ম্যানড্রেক অবশেষে পৌছালো মক্সলি বিশ্ববিদ্যালয়ে

মক্সলি বিশ্ববিদ্যালয়ে যাদু দেখাতে যাবার পথে ম্যানড্রেক কতো গুলি ঘটনার মুখো মুখি হয় মনে আছে তো সবার ? না থাকলে মনে করিয়ে দিচ্ছি আবার ! ভাবতে অবাক লাগে সবকটি ঘটনা এক সুত্রে গাঁথা এবং  মক্সলি যাবার পথে ।

মক্সলি আসার পর ম্যানড্রেকের স্বিকারউক্তি,যে যে ঘটনার মুখে তাদের পড়তে হয়েছিল । 




















মক্সলি আসার পথে পড়তে হয়ে ছিল এর পাল্লায়























মিঃ ভারির ঘটনা ইন্দ্রজালে নেই( এটা অন্য ব্লগ থেকে দিলাম )




















এই কাহানী সবার ই পড়া ৩০৮ নং ইন্দ্রজাল



এই গল্পটি ও ওয়াকারএর ব্লগে ছিল

Tuesday, November 18, 2014

Post # 332 Bengali Indrajal Comics No. 295

                                                                

 নিষ্ঠুরতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যে বেতাল বংশ এতদিন অবিচ্ছিন্ন ভাবে চলে এসেছে তা  রক্ষার জন্য বেতাল শেষ অবধি বিয়ে করতে চলেছে তার দীর্ঘ দিনের প্রেমিকা ডায়না পামার কে,- এই আশা নিয়ে যে বেতাল ভক্তর দল এতদিন অপেক্ষা করে আছেন   তাদের জন্য আজ এই বিশেষ সংখ্যা ।
 পড়তে হলে এখনি ডাউনলোড করুন !
 ০৫/১০/২০২০ -
বই টি নতুন করে পি ডি এফ ফরম্যাট এ পোস্ট করা হোল ।
 



অনেক পরে সাই বেরি সাহেবের করা অলঙ্করণ ।






 ম্যানড্রেক ও লোথার স্বয়ং উপস্তিথ,সঙ্গে ডাঙ্গালার প্রেসিডেন্ট 'লুয়াগা' ও আইভরিলানার প্রেসিডেন্ট 'গোরাণ্ডা' । 












Monday, November 17, 2014

Post # 331 Bengali Indrajal Comics No. 294

                                                                         ডাউনলোড করুন 

বম্বেতে গিয়ে 'মিঃ মিকাডোর' কুংফু ক্লাব এ সেই গোলমাল,'মুঘলের' সাথে প্রতিযোগিতায় লড়াই ও 'মুরারিধর' গ্রেফতার !  সবার মনে আছে , এইঘটনা টি হচ্ছে বম্বে থেকেই, গ্রামে ফেরার আগের !এর পর বাহাদুর আবার গ নি বা ফিরে আসে । পড়ুন বাহাদুরের সিরিসের ১০ নং বই টি !!!!
 
 

 আপনাদের কাছে খুব তাড়াতাড়ি দিতে চলেছি ১ নং ইন্দ্রজাল।গতো শনিবার আমি ও বন্ধু 'সোমনাথ দাসগুপ্ত' গিয়ে আপানাদের জন্য ১ নং ইন্দ্রজাল টি স্ক্যান করে আনলাম আমাদের এই ব্লগের পাঠক "অঞ্জন পালে"র বাড়ি থেকে ! প্রথা ভেঙ্গে এই প্রথম অন্য কারুর বই এই ব্লগে পোস্ট হবে ।অঞ্জন দার কাছে ১-১৫ অবধি বই গুলি দেখলে মনে হবে এই মাত্র ছেপে বের হোল ! তাছাড়া ওনার নিজের লাইব্রেরি আছে ! বইএর সাথে সাথে এক অদ্ভুত হবি ওনার, গাড়ির মডেল জমানো! শুনলাম ৩০০-৪০০ থেকে ৩০০০ টাকা দামের মডেল পাওয়া যায় !

















সত্যিকারের নয় মডেল ! অঞ্জনদা র ১০০০ মডেলের মদ্ধে একটা "লিমুজিন"। এর স্টিয়ারিং আছে,ঘোরালে সামনের চাকা কাটে ! 













 

এই রকম সব আলমারি ভর্তি বই তে ও গাড়ির মডেলে !


Sunday, November 16, 2014

Post # 330 Bengali Indrajal Comics No. 293

                                                                       ডাউনলোড করুন
   





ট্যারাকিমোর শয়তান(তারাকিমো) আপনাদের সকলেরই পড়া বা নাম শোনা, অর্থাৎ  ইন্দ্রজাল যে গল্পে প্রথম ৩ টি পর্বে বের হয়ে ছিল... সেই গল্পেরই সূচনা হয় আমাদের এই বারের কমিকস্‌ টি থেকে...তাই এটি না পড়লেই নয়... তারাকিমো তে গিয়ে একনায়ক জেনারেল তাঁরার রোষানলে পড়লো ইউ.এন কর্মী ডায়না ও স্পেন...তারপর...।।  

জেনারেল তাঁরার মধ্যযুগীয়  যন্ত্রনাগার

Saturday, November 15, 2014

Post # 329 Bengali Indrajal Comics No. 292


                                                                        ডাউনলোড করুন




উইলি কেসি গাঁ-য়ের ছেলে,একটু বেশি কুড়ে আর দিবা স্বপ্ন দ্যাখে, সঙ্গে  এক আশ্চর্য ক্ষমতার অধিকারী,প্রথম এই ক্ষমতা প্রকাশ পায় ছোট বেলায়,বাবা মা ও মারা যায় ছোট বেলায়। উইলির এই অতি ইন্দ্রেয় শক্তি কাজে লাগায় ফ্ল্যাশ ...তারপর...




Friday, November 14, 2014

Post # 328 Bengali Indrajal Comics No. 291

                                                                         ডাউনলোড করুন 


 



আবার অনেক দিন পর ফেরা গেল ইন্দ্রজালে ! বেতালের শুভ চিহ্ন যাকিনা দরকার হয় "শিষ্টের পালনে ",সেই রকম একটি আংটি পড়ল এক শয়তানের হাতে, নাম ভাঁড়িয়ে সে নিতে লাগলো সব সুবিধা, তারপর--