Thursday, June 27, 2013

Post # 29 Bengali Indrajal Comics No.34

                                                                    

 

পি ডি এফ আপডেট

 ০৭.০৫.২০২১

 এই বইটির পুনরায় আপডেট করার সময় প্রচ্ছদ টি করে দিলেন শ্রী রঞ্জন দত্ত, রঞ্জন দত্ত হলেন ইন্দ্রজাল কমিকস্‌ এর সব থেকে পুরান ব্লগার, শুধু তাই নয় ...তিনি দেব সাহিত্য কুটীরের সঙ্গে যুক্ত আছেন ,এখনকার শুকতারা নব কল্লল  পত্রিকার প্রচুর প্রচ্ছদ ও অলঙ্করণ তিনি করে চলেছেন , আর একবার তাঁকে ধন্যবাদ জানাই ।  
খুব ছোট বেলায় এই বই টি একটি  বাঁধান বইএর মধ্যে দেখে ছিলাম, বাবার এক বন্ধু 'জুরান কাকু' পড়তে দিয়ে ছিলেন  ।  আজ আর তাঁরা কেউ এই পৃথিবীতে নেই ।  
এই বইতে মহাবলী বেতাল ও ছলনাময়ী এক সাথে দুটি খণ্ডে ছিল ও ম্যানড্রেকের একটি ছোট গল্প ছিল , এক পাগলা সেতু বেয়ে উঠে যায় ... অনেকটা হাওড়া ব্রিজে পাগল উঠে জাওয়ার মতো ঘটনা আরকি ।
 
                    
 
 
 
 
 
 
            
 
 

                                                                  

4 comments:

  1. অসাধারণ স্ক্যান। মুগ্ধ হলাম। 

    ReplyDelete
  2. জলচিহ্নর (WATERMARK) প্রাদুর্ভাব একটু কম এটিতে। অনুযোগ করতে চাই না যদিও। চৌর্যবৃত্তি প্রতিহত করতে আপনাকে ওটি রাখতেই হবে। 😂

    ReplyDelete