Monday, December 19, 2016

Post # 550 Gulliver's Travels By Goutam Karmakar

                                                             Download                                                     





 প্রখ্যাত কিশোর সাহিত্যিক মঞ্জিল সেন প্রয়াত ।(ছবি-দেবাসিশ সেন)

  গোরাচাঁদ  উপন্যাসটি লিখেছিলেন তিনি। পুরস্কৃতও হয়েছিলেন জাতীয় পুরস্কারে। ছোটোবেলায় খুব প্রিয় ছিল সেই বইটা।সন্দেশের পাতায় চমৎকার সব গল্প পড়েছি।এই সব মানুষের চলে যাওয়া মানে ছেলেবেলাটা আরও দূরে চলে যাওয়া। প্রিয় লেখকের মৃত্যু হয় ১৬ইডিসেম্বর শুক্রবার ২০১৬ রাত্র ১.৩০ a.m , ভালো থাকুন প্রিয় লেখক।





৫৫০ তম পোস্ট-আজ গৌতম কর্মকারের ক্যালিগ্রাফিতে আর এক টা বিক্ষাত কমিকস্‌


































ঠাকুরদা ঐতিহাসিক ফকির নারায়ন কর্মকারের কোলে ছোট্ট গৌতম ।


কমিকস্‌ হাতে ছোট্ট গৌতম ।



বাবা অনিল কর্মকারের সঙ্গে জুটি বেঁধে তরুন গৌতম লেখায় ও রেখায় প্রস্তুত করেছিলেন একাধিক জনপ্রিয় কমিকস্‌ ।
 
তরুন গৌতম কর্মকার।




                                           

গৌতম কর্মকার এখন (আমাদের একটি অনুষ্ঠানে)
                       


গৌতম কর্মকার আমাদের কমিক্স গ্রাফিক্সের জন্য এবার আর একবার অলংকরণ শুরু করলেন !

9 comments:

  1. এই বইটা ছোটবেলায় আমার পড়া। আবার ফিরে গেলাম কৈশোরে। ধন্যবাদ ভাই ইন্দ্র।

    ReplyDelete
  2. দিতে পেরে আমিও খুসি,ধন্যবাদ।

    ReplyDelete
  3. শুকরিয়া ভাইয়া। খুব ভালো লাগল।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

      Delete
  4. ধন্যবাদ দাদা। খুব ভাল লাগল।

    ReplyDelete
  5. সঙ্গে থাকুন...ধন্যবাদ ।

    ReplyDelete
  6. অনেকদিন পরে আবার এই সিরিজের বই পেলাম দাদা। আরো কিছু বই হোক না এই সিরিজের। দারুন উপভোগ করছি। আচ্ছা অভীক সরকার না এই রকম কে একজন ৮০ এর দশকে টারজান না হিম্যান গোছের একটা কমিক্স করেছিলেন না? ৩ / ৪ বই বেরিয়েছিল। বোধহয় অভীক চিত্র কথা নাম ছিল। সেগুলো কী আপনার কাছে আছে?

    ReplyDelete
  7. নমস্কার ইন্দ্রদা
    আচ্ছা আমি কি শুকতারা "তিতলির যাদু পুতুল", " বিপদ থেকে বাঁচালো জুম ", " পেনির এডভেন্চার ", " ভয়ঙ্করের মোকাবিলায় মেমজেল এক্স " এই কমিকস্ গুলি পেতে পারি? দয়া করে এই কমিকস্ গুলি পোস্ট করুন না please

    ReplyDelete