Tuesday, July 28, 2015

Post # 411 Bengali Indrajal Comics No.340

                                                                 ডাউনলোড করুন


                                স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়(পিব্যান্ডস)


                                 এই সংখ্যায় থাকছে ম্যানড্রেকের ২ টি গল্প । 

ছোটবেলার একটা ঘটনা মবে পড়ে গেল, জ্যাঠামশায়ের সাথে "পার্ক সার্কাস" ময়দানে 'সার্কাস' দেখতে গেছি, বন্দুক দিয়ে যেখানে বেলুন ফাটানো হয় সেখানে দেখলাম বেলুনের পিছনে আঠা দিয়ে এই বইটার পাতা গুলো ছিঁড়ে ছিঁড়ে লাগানো , খুব বায়না করে ছিলাম বইটার জন্য, পরে বইটা ছোটমামার 'তোরঙ্গের' তালা ভেঙ্গে পাই , সঙ্গে অনেক ইন্দ্রজাল ছিল , ওটাই জীবনের প্রথম চুরি ।




7 comments:

  1. চুরি বলে চুরি? একেবারে তালা ভেঙ্গে! হা হা :) । এই সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

    ReplyDelete
    Replies
    1. এখন ভাবলেই কেমন লাগে !! ছোটমামা জ্যাঠামশায় কেউ নেই পৃথিবীতে ।

      Delete
  2. চুরি বলে চুরি? একেবারে তালা ভেঙ্গে! হা হা :) । এই সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  3. ইন্দ্রজালের জন্য সবকিছু করা যায়।ছোট মামাও এর মুল্য জানতেন!

    ReplyDelete
    Replies
    1. তাঁর ও সংগ্রহ ছিল ! বামপন্থী রাজনীতি করতেন ১৯৭২-৭৭ অবধি পাড়া ছাড়া ছিলেন শুনেছি,, তারপর হাওড়া তেই পাকাপাকি ভাবে থাকতেন ...বড় হয়ে হাওড়ার বাড়িতে গিয়েও ইন্দ্রজাল দেখেছি ।

      Delete
  4. ছি ছি ছি। .. এই রকম চুরি চামারি কি ভালো কথা ? ইন্দ্রজাল হলে ভালো কথা :P

    ReplyDelete