Monday, July 13, 2015

Post # 397 Bhusundir Math By Rajsekhar Basu

                                                                   ডাউনলোড করুন



 পেনেটি গ্রামের শিবু ভট্টাচার্য'র মতো অবস্থা যে সকল বিবাহিত পাঠক আছেন তাদের উদ্দেশ্যে ! (আমি বাদ যাই কেন ? ) অবিবাহিত পাঠক রা হাসবেন না ! ঘুঁটে পোড়ে আর গোবর হাসে !

আজ  থাকলো "রাজ শেখর বসুর" বিখ্যাত গল্প নিয়ে কমিকস্‌ "ভুশুণ্ডির মাঠ"।



8 comments:

  1. ধন্যবাদ ইন্দ্র । বাংলা সাহিত্যর এক অমর সৃষ্টি। এবার কমিকসের আকারে ।
    ধন্যবাদ ভাই । আর মাঝে মাঝে ১টা ২টো সুপার । অভীক । কমিকস দিলে সোনায় সোহাগা হয়ে যেত ।

    ReplyDelete
    Replies
    1. সপ্তহে ১-২ টি অন্য কমিকস্‌ দেবো !কিছু স্ক্যান করা আছে ! কিছু করছি ।

      Delete
  2. অভিনন্দন আবার একটি সুন্দর উপস্থাপনার জন্য। ইন্দ্রকে ধন্যবাদ আজকের দিনের কমিক্‌সের প্রতিও মনোযোগ দেওয়ার জন্য।
    বর্তমানে বেশ কিছু সাহিত্যভিত্তিক কাজ বাংলা কমিক্‌সের জগতে হচ্ছে। শিল্পীদের মধ্যে সুযোগ বন্দ্যোপাধ্যায়, সৌরভ মুখোপাধ্যায় প্রমুখরা খুব ভালো কাজ করছেন। তবে মৌলিক কমিক্‌সের লেখা বিশেষ দেখতে পাই না, সুযোগবাবুর 'রাপ্পা রায়' ছাড়া।

    ReplyDelete
    Replies
    1. সুযোগ খুব ভালো ছেলে 'সোনার পুরে' থাকে ! আমাদের সব অনুষ্ঠানে ও আশে ।

      Delete
  3. কেন জানি না ইন্দ্রজাল কমিক্সের মত আনন্দ পেলাম না। বাঙলা কমিক্সের মধ্যে নারায়ণ দেবনাথ, সদাশিব, ময়ুখ চৌধুরী ইত্যাদিতে গুনগত মান এতটাই বেশী যে এটা একটু জোলো লাগল। আসলে তুমি পাঠকদের এত সুন্দর সুন্দর কমিক্স উপহার দিয়েছ, যে তারপর হয়ত এটা একটু কেমন কেমন লাগল। কিম্বা হয়ত আনন্দমেলায় প্রকাশিত "চাঁদের পাহাড়ের" কমিক্সের মত গল্পের মান ও কমিক্সের মান মিলল না।

    ReplyDelete
    Replies
    1. সত্যি তাই, অলঙ্করন ভালো নয় !

      Delete
  4. কমিক্সটা অনেক মজার।নতুন কিছু হাসির কমিক্স দিলে ভালো লাগত।

    ReplyDelete