Tuesday, January 13, 2015

Post # 345 Bhisswalochoner Bagra Sikar by Tamal Bhattacharya

                                                                     ডাউনলোড করুন






কোন 'অলংকরণ' দেখে রবীন্দ্রনাথের সহজ পাঠের ছবি গুলির কথা মনে পড়ছিল! কোন  ছবি বা দেখে মনে হচ্ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে এই রকম সব ছবি থাকলে কি ভালোই না হতো (অদ্ভুতুড়ে  সিরিজ এ), কোনটা রাজনৈতিক কার্টুন,ব্যঙ্গাত্মক ছবি কোনটা, কোনটা বা সিরিয়াস ছবি ও  প্রচ্ছদ অলংকরণ ! চিত্ররথ কমিকস্‌ এ ওনার কমিকস্‌ বই ভীষ্মলোচনের ব্যাঘ্র শিকার দেখে অবাক হলাম,কথা হচ্ছিল পূর্ব সিঁথি বকুলতলায় একটা চায়ের দোকানে বসে শিল্পি তমাল ভট্টাচার্যর সাথে, সঙ্গে ছিল বন্ধু শান্তনু ঘোষ, ওর থেকেই শিল্পী তমালদার ঠিকানা পাই,শান্তনুর খুবই কাছের লোক যেনে দেখা করবার বাসনা হয়েছিল। কিঞ্জল পত্রিকায় নারায়ন দেবনাথ সংখ্যায় ওনার কার্টুন প্রথম দেখে অবাক হয়েছিলাম  !
শুনছিলাম তমালদার জীবন যুদ্ধের কাহিনী, এই রকম প্রতিভাবান শিল্পীরা আমাদের দেশে কতো অসহায় !
তমালদা ১৯৮৮ সালে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে (পার্ক ষ্ট্রীট) পাশ করেন তখন ওনার বয়স ২৩ বছর মাত্র, পাশ করে কেরিয়ার শুরু করেন বইয়ের প্রচ্ছদ ও ভিতরের অলঙ্কারক হিসাবে। নিউবেঙ্গল প্রেস,বশাক বুক স্টল ,নির্মল বুক এজেন্সি,ন্যাশনাল বুক  এজেন্সি, দীনেশ চট্টোপাধ্যায়ের পরিচালিত কিশোরভারতি  ইত্যাদি প্রকাশনা সংস্থায় কাজ করেছেন দীর্ঘ দিন । ১৯৯২ সালে তমালদা প্রথম তাঁর কমিকস্‌ ভীষ্মলোচনের ব্যাঘ্র শিকার( চিত্ররথ কমিকস্‌) বের করেন,এরপর কোলকাতা দূরদর্শন এ রঙ্গ তামাশা অনুষ্ঠানে ওনার অলংকরণ ব্যাবহার হয়। ২০০৩ সালে টাইম্‌স অফ ইন্ডিয়ার কোলকাতা পেজে ওনার কার্টুন বের হতে থাকে ...সঙ্গে ওনার প্রিয় কার্টুনিস্ট বিখ্যাত  ব্যক্তিত্ব রেবুতি ভূষণ ঘোষ...পর পর কার্টুন করতে শুরু করেন দি টেলিগ্রাফ   ,অমৃতবাজার,আজকাল,সোনার বাংলা,গণশক্তির মতো পত্রিকায়। এখন সংবাদ মাধ্যম গুলি কার্টুন ছাপা বন্ধ করার দরুন ওনার মতো কার্টুনিস্ট দের এই শিল্প আর আমাদের সামনে আসেনা। প্রসঙ্গত বলাযায় অতীতে চণ্ডী লাহিড়ী,অমল চক্রবর্তী,কুট্টি দের মতো কার্টুনিস্ট দের কাজ আমরা  আর আনন্দবাজার, যুগান্তর পত্রিকার প্রথম পাতায় দেখতে পাইনা।
বর্তমানে তমালদার এক দুই পাতার কমিকস্‌ স্ট্রিপ গুবলে আমরা গণশক্তি পত্রিকায়  দেখতে পাই শেষ ১২ বছর ধরে, বর্তমানে শিল্পি গণশক্তি পত্রিকায় কালচারাল রিপোর্টার হিসাবে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন।
কথা বলতে বলতে বৃষ্টি কমে এসেছে চায়ে আসক্তি না থাকলেও তমালদার দেওয়া চা প্রত্যাখ্যান করতে পারলাম না । এবার আমাদের ওঠার পালা, চায়ে শেষ চুমুক দিতে দিতে ভাবছিলাম তমালদার মত শিল্পি দের জন্য কি কিছু করা যায়না ?    


ন্যাশনাল বুকএজেন্সির বইয়ে শিল্পীর কভার









সাধারন ছবি

সাধারন ছবি

সাধারন ছবি

সাধারন ছবি

























ছোটদের বইতে































রাজনৈতিক কার্টুন

















রাজনৈতিক কার্টুন















কিঞ্জল পত্রিকায় নারায়ন দেবনাথ সংখ্যায় তমালদার কার্টুন






















সিরিয়াস ইলাসট্রেশন




রাজনৈতিক কার্টুন

রাজনৈতিক কার্টুন





সাধারন কার্টুন

সাধারন কার্টুন





ব্যঙ্গাত্মক ছবি

ব্যঙ্গাত্মক ছবি




ব্যঙ্গাত্মক ছবি

রাজনৈতিক কার্টুন

5 comments:

  1. খুব সুন্দর পোস্ট এবং তথ্যমূলক । ধন্যবাদ ইন্দ্র ।

    ReplyDelete
    Replies
    1. এই মানুষটা কে নিয়ে না লিখে পারলাম না রঞ্জনদা।

      Delete
  2. Dada,Byastotar Karone Kichudin Blog Follow Kora Hoyni...Kintu Ajj Ei Post Ti Dekhe Mone Bhore Gelo...Amar Chotobelai Limited Kichu Comics er Modhe Eti Chilo Onnotomo...Khub Bhalo Lagto Comics ti...Tar Por Kothai Jeno Hariye Jai ar Khuje Pai ni...Ar Kono Punoto Boi Er Dokaneo Paini...Apni Amar Sei Hariye Jaoya Muhurtoguloke Phiriye Dilen...Ejono Aro Ekbar Onek Dhonnobad...Ar Ekta Onurodh Jodi Ei Comics tir Kono Extra Copy Pan amar Jonno Rekhe Deben Plese...

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই রেখে দেবো ।

      Delete
  3. Durdanta...ekhono ko comics strip koren

    ReplyDelete