হাই কোয়ালিটি পি ডি এফ আপডেট ১১.০৬.২০২৫
ম্যানড্রেকের সাথে ৮এর দলের আরও একটি সংঘর্ষ ,এতে ৮ এর ৭ম বাহু ধ্বংস হতে দেখা যাবে ।
এই
গল্পে ৮-এর পুনরাবির্ভাব ঘটলেও পরে দেখা যায় অন্য কেউ ৮-এর নাম করে
নাশকতামূলক কাজকর্ম
করছে।
আটে অষ্ট বসু আমার অনুরোধে ব্লগের জন্য লিখছেন কমিকস গবেষক শ্রী শুভাগত বন্দ্যোপাধ্যায় ।
আট এ অস্টবসু
----------------
ম্যানড্রেকের
অন্যতম প্রধান শত্রু আট এর অক্টোপাসের মত আটটি বাহু বা শাখা ছিল।
ম্যানড্রেকের সাথে বিভিন্ন ঘটনায় তাদের সংঘাত হয়েছে, ধ্বংশ হয়েছে এক একটি
করে বাহু।
প্রথম বাহু
----------
The Sign of 8 (হোমসের সাইন ইফ ফোর কে মাথায় রেখে নামকরণ ?)
এটি 129তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1969 সালে #77 হিসেবে The Treacherous Gang নামে। বাংলায় #55 রহস্যময় ৮ ।
পরে 1985 সালে V22N39 এ The Claws of Treachery নামে পুনর্মুদ্রণ। বাংলায় ইতিহাসের দুঃস্বপ্ন ।
এই গল্পে ৮ এর প্রথম বাহু ধ্বংস হয়েছিল।
দ্বিতীয় বাহু
-----------
The Trail of 8
এটি 132তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1971 সালে #144 হিসেবে The Mysterious Eight নামে। বাংলায় #122 ৮-এর খপ্পরে ।
পরে 1985 সালে V22N47 এ The Death Knell নামে পুনর্মুদ্রণ। বাংলায় মরণের ডাক ।
এই গল্পে ৮ এর দ্বিতীয় বাহু ধ্বংস হয়েছিল।
তৃতীয় বাহু
-----------
Trail of the Pusher
এটি 151তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1973 সালে #195 হিসেবে Messengers of Death নামে। বাংলায় #173 ৮-এর তৃতীয় বাহু ।
পরে 1987 সালে V24N42 এ The Secret Crime Ring নামে পুনর্মুদ্রণ। বাংলায় গোপন পাপচক্র ।
এই গল্পে ৮ এর তৃতীয় বাহু ধ্বংস হয়েছিল।
চতুর্থ বাহু
-----------
৮-এর চতুর্থ বাহু নিয়ে কোনো গল্প নেই
পঞ্চম বাহু
-----------
এই বাহু নিয়ে দুটি গল্প আছে।
ক) The Bribe
এটি 141তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1972 সালে #163 হিসেবে The False Will নামে। বাংলায় #141 আবার ৮-এর খপ্পরে ।
খ) The Murder Contract
এটি 192তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1987 সালে V24N15 হিসেবে The Sinister Bait নামে। বাংলায় অশুভ প্রলোভন ।
এই গল্পদুটিতেই ৮-এর পঞ্চম বাহু ধ্বংস হয়েছিল।
ষষ্ঠ বাহু
-----------
এই বাহু নিয়ে তিনটি গল্প আছে।
ক) 8
এটি
168তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1979 সালে #327 ও #328 হিসেবে
Mandrake Faces the Octon নামে। বাংলায় #305 ও #306 জাদুকরের পরীক্ষা
(বাঘার কাহিনীর সাথে) ।
খ) Hojo and 8
এটি 175তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1982 সালে #411 হিসেবে The Sinister World of 8 নামে। বাংলায় #388 গোখরোর নিঃশ্বাস ।
গ) The Executioner from 8
এটি 197তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1988 সালে V25N30 ও V25N31 হিসেবে Claws of the Killer নামে। বাংলায় মরণের থাবা ।
এই তিনটি গল্পেই ৮-এর ষষ্ঠ বাহু ধ্বংস হয়েছিল। কেন এই রকম তিনটি গল্প, তা বলা মুশকিল।
সপ্তম বাহু
-----------
এই বাহু নিয়েও দুটি গল্প আছে।
ক) Dr Dell and 8
এটি 136তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে প্রথম বেরোয় 1975 সালে #226 হিসেবে Gigantic Octopus নামে। বাংলায় #204 রাক্ষুসে অক্টোপাস ।
পরে 1986 সালে V23N10 এ The Hideous Underworld নামে পুনর্মুদ্রণ। বাংলায় অন্ধকারের পৃথিবী ।
খ) The Gift from 8
এটি
203তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #7 ও
#54 হিসেবে এবং কমিক ওয়ার্ল্ডে #37 এ প্রকাশিত হয়েছিল। ততদিনে ইন্দ্রজাল
বন্ধ হয়ে গেছে।
এই দুটি গল্পেই ৮-এর সপ্তম বাহু ধ্বংস হয়েছিল।
অষ্টম বাহু
-----------
Return of the Clay Camel
এটি 207তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকসে দুবার, #9 ও #56 হিসেবে প্রকাশিত হয়েছিল।
এই গল্পে ৮-এর অষ্টম বাহু ধ্বংস হয়েছিল।
কিন্তু বেঁচে গেল দলের মাথা অক্টন।
অতঃপর অক্টন
----------------
ক) The Book of Criminals
এটি
211তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ডায়মন্ড কমিকস ডাইজেস্ট এ
দুবার, 1994 সালে #17-#20 হিসেবে, এবং 1998 এ #66 হিসেবে প্রকাশিত হয়েছিল।
এই গল্পে অক্টনএর স্বরূপ প্রকাশ পেলেও সে আবার পালালো।
খ) The Secret Mission
এটি 231তম ডেলি স্ট্রিপ। ইন্দ্রজালে অপ্রকাশিত । ভারতেও অন্য কোথাও বেরোয়নি।

ম্যানড্রেক এবার ৮ এর রহস্যময় দ্বীপে ...।। |
Double posting er janya dhanyabaad........
ReplyDeleteDouble posting er anurodh je eto misti bhabe rakha hobe,kalpana teo chilona. ajasro dhanyadad....
ReplyDeleteহাঃ...হাঃ...হাঃ দারুন বলেছেন ।
DeleteThanks for double post.
ReplyDeleteWELCOME
Deletethnx dada beche thakun asonkho dhanyabaad........apnar kache amra chiro kritoggo
ReplyDeleteপাঠক ভালো না পেলে পাব্লিশার বই বের করতো কি ?তোমাদের মতো সু পাঠক না পেলে আমি কি বই স্ক্যান করতাম ?
Deleteধন্যবাদ ভাই।
ReplyDeleteAbar ki kayek din er protikkha? Asolay 205 ta amar pora nei,ektu jodi dekhten..........
ReplyDeleteআজ ডবল পোস্ট হবে।
Deleteacha dada ki vabe ei ato purono IJC book pao go?
ReplyDeleteকারন ছোটবেলা থেকে জমাই। জ্ঞানত ইন্দ্রজালের সাথে পরিচয়,আমার মামারা রাখতো,৪-৫ বছর বয়সে সংগ্রহ শুরু করি।
DeleteJeeta Raho Beradaar,Indranath Amar Rahe,Amar Rahe......
ReplyDelete