দাক্ষিণাত্যের সুলতানের সন্মিলিত আক্রমনে আলিকোটের যুদ্ধে (১৫৬৫) বিজয়নগর রাজ্য ছত্রাখান হয়ে যায় । শক্তিশালী নৃপতি রামরায় যুদ্ধে নিহত হোলে রাজধানী ‘হাম্বি’ ধ্বংসের সন্মুখীন হয় ,ফলে প্রজাদের মনোবল ভেঙ্গে যায় ।
তিরুপতির সন্নিকটস্ত চন্দ্রগিরির ‘অরভিদু’ বংশের শাসকগোষ্ঠী বিজয়নগরের হৃতগৌরব পুনরুদ্ধারের চেষ্টা করেন । এই বংশের সুযোগ্য শাসক ছিলেন ভেঙ্কটপতি ।তাঁর মৃত্যুর পর তাঁর সিংহাসনের অধিকার নিয়ে বিবাদ চরমে ওঠে । এই ঘটনার পরিপেক্ষিতে ‘ইচ্ছম’ নায়কের বীরোচিত আবিভার্ব ঘটে ।
‘রামরাজিয়ামু’ , ‘বহুলাম্ব চরিতামু’,’রঘুনাথোভুদ্যয়’,এবং সাহিত্য রত্নাকর প্রভৃতি বহুবিধ দক্ষিনী সাহিত্যকর্মে ইচ্ছম নায়কের বীরত্ব, সৎসাহসএবং রাজভক্তি অসামান্য কাহিনী বিবৃত হয়েছে ।
বর্তমানে তামিলনাড়ু চেঙ্গলপেটের কাছাকাছি তৎকালিন মধুরান্তকমে তাঁর রাজধানী ছিল । রাজভক্তির অন্যতম নজির হিসাবে ইচ্ছম নায়কের নাম আজও কর্ণাটকের মানুষ সবিশেষ উল্লেখ করেন ।