ডাউনলোড করুন
এক জোড়া তরুন তরুণীর রহস্য উন্মোচন হতে চলেছে আজ... আজ পড়ুন এই গল্পের শেষ অংশ ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পোস্ট একটু মন্থর... তবে আশাকরি তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো।
ওয়াকারের পদক্ষেপে আমি মর্মাহত... হয়তো ও সঠিক সির্ধান্ত নিলো...ফেস বুকের কয়েকটি গ্রুপে কয়েকজন অন্যের স্ক্যান করা বই নিজেরা নিজেদের নাম দিয়ে চালাচ্ছে মূল ব্লগের নাম উল্লেখ না করেই...ওর স্ক্যান করা 'রোভার্সের রয়' (যা কিনা বহু বছর ধরে আনন্দমেলায় চলে ছিল)সেগুলি বিভিন্ন গ্রুপ এ শেয়ার হচ্ছে এখন... পর পর সংখ্যা গুলি পাওয়া যে কতটা কঠিন তা আমরা জানি... পুরানো ব্লগারদের মধ্যে ও ছিল সবথেকে পুরানো... তবে আমি এই মুহূর্তে এই সির্ধান্ত নিচ্ছিনা... ৫-৬ জন ভণ্ডের জন্য প্রায় ২০ হাজার (আনুমানিক) পাঠককে বঞ্চিত করবোনা ।