ডাউনলোড করুন
শ্রী রাজকুমার মৈত্রর দুটি গোয়েন্দা ধারাবাহিক উপন্যাস ও একটি শিকারের বড় গল্প ইতিমধ্যেই ব্লগে আপনারা পড়েছেন...তিনি নিয়মিত দেবসাহিত্য কুটিরের 'নব কল্লোল' ও 'শুকতারায়' দীর্ঘদিন লিখেছেন...দেবসাহিত্য কুটিরের পুস্তক তালিকায় তাঁর লেখা প্রাপ্তবয়স্ক দের জন্য উপন্যাস 'তিন অঙ্ক' এখনো দেখতে পাওয়া জায়( ছাপা নেই )। গোয়েন্দা ধারাবাহিক উপন্যাস দুটির অলংকরণ করেছিলেন শ্রদ্ধেয় শ্রী নারায়ন দেবনাথ , ও শিকারের গল্পটির অলংকরণ করে ছিলেন শিল্পী শ্রী শক্তিময় বিশ্বাস। শক্তিময় বিশ্বাস সম্পর্কে বিশেষ কিছু আমি জানতে পারিনি... । এই ভৌতিক বড়গল্পের অলংকরণ ও করেছিলেন শ্রী শক্তিময় বিশ্বাস,তাঁর করা দুটি কমিকস্ 'শুকতারায়' দীর্ঘদিন প্রকাশিত হয়... স্ক্যান করা আছে ... যথাসময় পাবেন ব্লগেই...।
ইন্দ্রজাল কমিকস্ এডিট করার কাজ সম্পর্ন না হওয়া অবধি দুধের স্বাদ ঘোলে মিটান।