Thursday, November 23, 2017

Post # 625 Bengali Indrajal Comics Vol.21 No.33


                                                          ডাউনলোড করুন

বইটির অসাধারন  স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস 

মার্চ ১৯৬৬, বাংলায় প্রকাশিত হোল ৩ নং ইন্দ্রজাল কমিকস্‌ ( তখন মাসে ১ টি করে বই প্রকাশিত হতো, পৃষ্ঠা সংখ্যা ছিল ২৮ ), এরপর অগাস্ট ১৯৮৮ টাইমস্‌  খণ্ড ২১ সংখ্যা ৩৩ এ 'রি- প্রিন্ট' করে তাদের ৩ নং ইন্দ্রজালের সেই বিখ্যাত সংখ্যা... প্রথম সংখ্যা টি হাতে করে নতুন কেনার সৌভাগ্য আমার হয়নি কারন আমার জম্মের অনেক আগে সে এসেছিলো পৃথিবীতে, অনেক পরে ২০০৯ সালের শেষের দিকে সেই 'খোকনদার' দোকান থেকে ২-১৯ অবধি প্রায় সব কটি সংখ্যা পেয়ে যাই, এর আগে অবশ্য ২০০১ সালে ইন্দ্রজাল ২৬ থেকে ১০০ অবধি টানা সবকটি সংখ্যা 'খোকনদার' দোকানেই পেয়ে যাই... তবে আমার স্পষ্ট মনে আছে যে  খণ্ড ২১ সংখ্যা ৩৩ এর 'রি-  প্রিন্ট' সংখ্যা কিন্তু আমি নতুন কিনে ছিলাম   ছোটবেলায়।।   

















Wednesday, November 22, 2017

Post # 624 Bengali Indrajal Comics Vol.21 No.32

                                                                         ডাউনলোড করুন
                                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস

অনেকে ভাবছেন  Vol.21 No.31  না পোস্ট করে ৩২ নং কেন পোস্ট করছি ! ...কারন ব্রুস লীর ওই কমিকস্‌ টি যথাযথ কারনে আগেই পোস্ট হয়েছে ।
আজ ফ্ল্যাশ গর্ডনের এই অসাধারন বইটি থাকছে... ছোটবেলায় পড়া ফ্ল্যাশের সেই 'ডায়লগ - 'পথটা দেখ 'চিভার' , পাথরে ভরা... এখনো ভুলতে পারিনা...।





আর সুমিতদার দুষ্টু দাদু কেমন হচ্ছে জানাবেন ।

Tuesday, November 21, 2017

Post # 623 Bengali Indrajal Comics Vol.21 No.30

                                                                      ডাউনলোড করুন
                                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস
                                                               
কিছুদিন কলকাতায় বাইরে থাকায় ব্লগে ফিরতে দেরি হয়ে গেল, আপনারা যারা ফেসবুকে বা  মেল করে   প্রফ. শঙ্কুর পোস্ট গুলি সম্পর্কে জানতে চাইছেন যে পোস্ট গুলি কেন ডিলিট করা হোল ...সকল বন্ধুদের জানাই যে 'কপি রাইট' সম্মন্ধিতো অসুবিধা থাকায় ও  কিছু বা কয়েকজন মানুষের আপত্তি থাকায়  এগুলি ডিলিট করা হোল... তবে কপিরাইট আইন অনুযায়ী ইন্দ্রজাল দিতে এই মুহূর্তে কোন অসুবিধা নেই , তাছাড়া নারায়ন দেবনাথ,প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়  ময়ুখ চৌধুরী, তুষার চট্টোপাধ্যায়, দিলিপ দাস মৈত্রয়ী মুখোপাধ্যায় ধ্রুব রায় (পোলারিস) ও হারানো বা বন্ধ হয়ে যাওয়া বাংলা কমিকস্‌ পোস্ট করা থেকে ব্লগ সরছে না । কপি রাইট আইন অনুযায়ী অলঙ্করনের সত্ত শিল্পির, আগে প্রকাশকের সঙ্গে শিল্পিদের কোন লিখিত চুক্তি থাকতো না , কিন্তু শিল্পি যদি সেই সংস্থার মাইনা করা কর্মী হন এবং তখন সেইসংস্থার হয়ে কোন অলঙ্করন করেন তার সত্ত হবে কম্পানির , যেমন আনন্দ পাবলিশার্স  থেকে আনন্দমেলায়  প্রকাশিত 'সদাশিব', তার সত্ত শ্রী বিমল দাসের পরিবারের নয় , তাই একমাত্র  আনন্দই পারে এটি আবার প্রকাশ করতে ।
 যাই হোক আজ ইন্দ্রজালে বেতাল ও রিপ কার্বির জোড়া কমিকস্‌ পড়ুন ...। 











Thursday, November 2, 2017

Post # 622 Bengali Indrajal Comics Vol.21 No.29

 
                                                 স্ক্যান ও এডিট- পিব্যান্ডস


টাইমস্‌ তাদের ইংরাজি ইন্দ্রজাল কমিকস্‌ ১১ নং পরে বাংলায় রি-প্রিন্ট করে খণ্ড ২১ সংখ্যা ২৯ ও ৩০ এ দুটি ভাগে ,আজ থাকছে প্রথম পর্ব । 






Wednesday, November 1, 2017

Post # 621 Bengali Indrajal Comics Vol.21 No.28

                                                        ডাউনলোড করুন
                                                   স্ক্যান ও এডিট- পিব্যান্ডস



 আজ বাহাদুরের একটি দারুন অ্যাডভেঞ্চার থাকলো । এই সময়ের গল্পগুলির অলঙ্করন বিশেষ ভালো ছিলোনা ,'আবিদ সূর্তি' ও 'গবিন্দ ব্রাহ্মনিয়ার' পর সেই ভাবে ভালো অলঙ্করন আর দেখা যায়না , তারা দুজন ছিলেন শ্রেষ্ঠ জুটি ।