ডাউনলোড করুন
স্ক্যান ও এডিট-
পিব্যান্ডস
কমিক্স ও গ্রাফিক্স ৪ র্থ সংখ্যায় ম্যানড্রেকের আশ্চর্য দুনিয়া নিয়ে আমার লেখায় ম্যানড্রেক কমিক্স শৃঙ্খলায় ধারাবাহিক ঘটনার কমিক্সের কথা আমি উল্লেখ করেছি...যেমন মক্সলি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলি তে প্রদর্শনী করতে গিয়ে অনেক ঘটনার সম্মুখীন হতে হয় তাকে।
এ ছাড়াও খণ্ড ২০ সংখ্যা ৬ এ আমরা দেখেছি পাহাড়ি পথে ম্যানড্রেক চলেছে তাঁর পিতা থেরনের সাথে দেখা করতে (এই গল্প সে প্রথম জানতে পারে যে তাঁর বাবা মা কে ! ), দেখা করে ফেরার সময় পাহাড়ি পথে ও ম্যানড্রেককে বিভিন্ন ঘটনার সামনে পড়তে হয় । খণ্ড ২০ সংখ্যা ৪৪ এ এক জাদুকরীর সঙ্গে মোলাকাত হয় ... ম্যানড্রেক ডেইলি স্ট্রিপ এ দেখাগেছে এই কমিক্স গুলি পর পর বের হতে...অবশ্য স্থান সংকীর্ণ হওয়ার কারনে কমিক্স ও গ্রাফিক্স ৪ এ সমস্ত ঘটনা গুলির বর্ণনা দেওয়া সম্ভব হয়নি ...ডেইলি স্ট্রিপে এই সিরিজের আরও কিছু গল্প থাকলেও ইন্দ্রজালে প্রকাশিত হয়নি । 'কাঁচের প্রাশাদ' ও এই শৃঙ্খলায় আবদ্ধ ।