Thursday, November 23, 2017

Post # 625 Bengali Indrajal Comics Vol.21 No.33


                                                          ডাউনলোড করুন

বইটির অসাধারন  স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস 

মার্চ ১৯৬৬, বাংলায় প্রকাশিত হোল ৩ নং ইন্দ্রজাল কমিকস্‌ ( তখন মাসে ১ টি করে বই প্রকাশিত হতো, পৃষ্ঠা সংখ্যা ছিল ২৮ ), এরপর অগাস্ট ১৯৮৮ টাইমস্‌  খণ্ড ২১ সংখ্যা ৩৩ এ 'রি- প্রিন্ট' করে তাদের ৩ নং ইন্দ্রজালের সেই বিখ্যাত সংখ্যা... প্রথম সংখ্যা টি হাতে করে নতুন কেনার সৌভাগ্য আমার হয়নি কারন আমার জম্মের অনেক আগে সে এসেছিলো পৃথিবীতে, অনেক পরে ২০০৯ সালের শেষের দিকে সেই 'খোকনদার' দোকান থেকে ২-১৯ অবধি প্রায় সব কটি সংখ্যা পেয়ে যাই, এর আগে অবশ্য ২০০১ সালে ইন্দ্রজাল ২৬ থেকে ১০০ অবধি টানা সবকটি সংখ্যা 'খোকনদার' দোকানেই পেয়ে যাই... তবে আমার স্পষ্ট মনে আছে যে  খণ্ড ২১ সংখ্যা ৩৩ এর 'রি-  প্রিন্ট' সংখ্যা কিন্তু আমি নতুন কিনে ছিলাম   ছোটবেলায়।।   

















Wednesday, November 22, 2017

Post # 624 Bengali Indrajal Comics Vol.21 No.32

                                                                         ডাউনলোড করুন
                                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস

অনেকে ভাবছেন  Vol.21 No.31  না পোস্ট করে ৩২ নং কেন পোস্ট করছি ! ...কারন ব্রুস লীর ওই কমিকস্‌ টি যথাযথ কারনে আগেই পোস্ট হয়েছে ।
আজ ফ্ল্যাশ গর্ডনের এই অসাধারন বইটি থাকছে... ছোটবেলায় পড়া ফ্ল্যাশের সেই 'ডায়লগ - 'পথটা দেখ 'চিভার' , পাথরে ভরা... এখনো ভুলতে পারিনা...।





আর সুমিতদার দুষ্টু দাদু কেমন হচ্ছে জানাবেন ।

Tuesday, November 21, 2017

Post # 623 Bengali Indrajal Comics Vol.21 No.30

                                                                      ডাউনলোড করুন
                                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস
                                                               
কিছুদিন কলকাতায় বাইরে থাকায় ব্লগে ফিরতে দেরি হয়ে গেল, আপনারা যারা ফেসবুকে বা  মেল করে   প্রফ. শঙ্কুর পোস্ট গুলি সম্পর্কে জানতে চাইছেন যে পোস্ট গুলি কেন ডিলিট করা হোল ...সকল বন্ধুদের জানাই যে 'কপি রাইট' সম্মন্ধিতো অসুবিধা থাকায় ও  কিছু বা কয়েকজন মানুষের আপত্তি থাকায়  এগুলি ডিলিট করা হোল... তবে কপিরাইট আইন অনুযায়ী ইন্দ্রজাল দিতে এই মুহূর্তে কোন অসুবিধা নেই , তাছাড়া নারায়ন দেবনাথ,প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়  ময়ুখ চৌধুরী, তুষার চট্টোপাধ্যায়, দিলিপ দাস মৈত্রয়ী মুখোপাধ্যায় ধ্রুব রায় (পোলারিস) ও হারানো বা বন্ধ হয়ে যাওয়া বাংলা কমিকস্‌ পোস্ট করা থেকে ব্লগ সরছে না । কপি রাইট আইন অনুযায়ী অলঙ্করনের সত্ত শিল্পির, আগে প্রকাশকের সঙ্গে শিল্পিদের কোন লিখিত চুক্তি থাকতো না , কিন্তু শিল্পি যদি সেই সংস্থার মাইনা করা কর্মী হন এবং তখন সেইসংস্থার হয়ে কোন অলঙ্করন করেন তার সত্ত হবে কম্পানির , যেমন আনন্দ পাবলিশার্স  থেকে আনন্দমেলায়  প্রকাশিত 'সদাশিব', তার সত্ত শ্রী বিমল দাসের পরিবারের নয় , তাই একমাত্র  আনন্দই পারে এটি আবার প্রকাশ করতে ।
 যাই হোক আজ ইন্দ্রজালে বেতাল ও রিপ কার্বির জোড়া কমিকস্‌ পড়ুন ...। 











Thursday, November 2, 2017

Post # 622 Bengali Indrajal Comics Vol.21 No.29

 
                                                 স্ক্যান ও এডিট- পিব্যান্ডস


টাইমস্‌ তাদের ইংরাজি ইন্দ্রজাল কমিকস্‌ ১১ নং পরে বাংলায় রি-প্রিন্ট করে খণ্ড ২১ সংখ্যা ২৯ ও ৩০ এ দুটি ভাগে ,আজ থাকছে প্রথম পর্ব । 






Wednesday, November 1, 2017

Post # 621 Bengali Indrajal Comics Vol.21 No.28

                                                        ডাউনলোড করুন
                                                   স্ক্যান ও এডিট- পিব্যান্ডস



 আজ বাহাদুরের একটি দারুন অ্যাডভেঞ্চার থাকলো । এই সময়ের গল্পগুলির অলঙ্করন বিশেষ ভালো ছিলোনা ,'আবিদ সূর্তি' ও 'গবিন্দ ব্রাহ্মনিয়ার' পর সেই ভাবে ভালো অলঙ্করন আর দেখা যায়না , তারা দুজন ছিলেন শ্রেষ্ঠ জুটি ।  









Wednesday, October 25, 2017

Post # 620 Bengali Indrajal Comics Vol.21 No.27

                                                       ডাউনলোড করুন
                                                 স্ক্যান ও এডিট- পিব্যান্ডস



সকেলের 'ফেসবুক মেসেজ' ও  'ব্লগের কমেন্টস্‌' দেখে কুলাকুর তৃতীয় পর্ব তাড়াতাড়ি পোস্ট করলাম । গতকাল হটাৎ স্ক্যানার টি দেহ রাখলো, আর কিছু পোস্টের পর কয়েক দিন টেকনিক্যাল কারনে অবসরে যেতে হচ্ছে ।  










 
 


Tuesday, October 24, 2017

Post # 619 Hul By Subrata Gangyapadhay

                                                          ডাউনলোড করুন




 ১৩৮৭ (১৯৮০) সালের পূজা বার্ষিকী কিশোর ভারতী তে প্রকাশিত হয়ে ছিল 'হুল'। আমি আগের পোস্টে বলেছি যে 'হুল' পরে কমক্স বই আকারে প্রকাশিত হয়ে ছিল , সঙ্গে ছিল   "ওই আসে , ওই !"।
 বই টি এখন পাওয়া যায়না, গেলেও কালোবাজারি সুযোগ সন্ধানি দোকানি রা দাম চাইবে ১৫০ থেকে ৫০০ টাকা , তার কমে পেলে ভাগ্যবান ।









Monday, October 23, 2017

Post # 618 Oi Ashe, Oi ! By Subrata Gangyapadhay

                                                    ডাউনলোড করুন                                                     


১৩৮৬ (১৯৭৯) পূজা সংখ্যা কিশোর ভারাতী তে প্রথম প্রকাশিত হয়ে ছিল এই কমিকস্‌ টি , এর পর ৮০ দশকের গোঁড়ার দিকে 'হুল' কমিকস্‌ টির সঙ্গে এই কমিকস্‌ টি নিয়ে এই দুটি  কমিকস্‌ এক সঙ্গে করে বই আকারা প্রকাশ করে ছিল পত্র ভারতী । 











Sunday, October 22, 2017

Post # 617 Bidraha Ajj By Subrata Gangyapadhay

                                                        ডাউনলোড করুন



১৩৮৫ (১৯৭৮)আশ্বিন, পূজা সংখ্যায় প্রকাশিত হয়েছিলো 'বিদ্রহ আজ'। ছোটবেলায় বই ব্যাপার টা বুঝতে পারার পর আমাদের বাড়িতে পুরানো বইয়ের গাদার মধ্যে এই পূজা বার্ষিকী কিশোর ভারতী টির ধ্বংসাবশেষ খুঁজে পাই , এই কমিকস্‌ টি ও প্রথম ওই বইতেই খুঁজে পাই অক্ষত অবস্তায় , তবে যার বই  তাঁর সাথে মনোমালিন্য হবার কারনে  এই কমিকস্‌ টি খুলে নিয়ে দড়ির সাথে ইট বেঁধে আমাদের পুকরে ফেলে দিয়েছিলাম,ছোটবেলার দিন গুলি ছিল রঙিন স্বপ্নে ঘেরা,সকালে ইস্কুল করে আসার পর প্রতিটি দুপুর ছিল এক স্বপ্নের জগৎ ,আর আমি বোধহয় একটু বেশি মাত্রায় কল্পনা প্রবন ছিলাম...। যার বই ছিলো (আমার মামাতো বড়দি) সে হটাৎ একদিন আমাদের ছেড়ে চলে গেলো খুবই অল্প বয়সে... আস্তে আস্তে বড়ো হলাম... এই বইটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম... ৪-৫ বছর আগে কলেজ স্ট্রিট এ পুরানো বইয়ের দোকানে পেলাম আমার ছোটবেলার হারানো সেই বই...        



Saturday, October 21, 2017

Post # 616 Palabar Path Nei By Subrata Gangyapadhay

                                                       ডাউনলোড করুন




 বিমল দাসের অলঙ্করনে সকলকে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা ।


আজ থাকছে ১৩৮৪ অর্থাৎ ১৯৭৭ সালের কিশোর ভারতী পূজা বার্ষিকী থেকে  শ্রীসুব্রত গঙ্গোপাধ্যায়ের 'পালাবার পথনেই' ।
  






শ্রীসুব্রত গঙ্গোপাধ্যায় ১০১৬ এর নভেম্বর এ বুক ফার্ম এর অনুষ্ঠানে

Thursday, October 19, 2017

Post # 615 Library Ghar Rahassa By Subrata Gangyapadhay

                                                       ডাউনলোড করুন

সব বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা ।


কথায় বলে বিপদ কোনদিন একা আসেনা... সঙ্গে দলবল নিয়ে আসে, ১৬ সেপ্টেম্বর মায়ের আকস্মিক মৃত্যুর পর সমস্ত কাজ শেষ হবার পরদিন থেকে ডেঙ্গী তে আক্রান্ত হয়ে আপাতত সম্পূর্ণ বিশ্রামে ।
অনেকদিন পোস্ট করা বন্ধ থাকার পর আজ একটু অন্যরকম কমিকস্‌ দিয়ে শুরু করাযাক,সেই ৪০ বছর আগে থেকেই  আনন্দমেলায়  কিশোর ভারতী ও অন্যান্য পত্রিকায় তে  অলংকরণ করতেন সুব্রত গঙ্গোপাধ্যায় ,( তখন আনন্দমেলায় রথি মহা রথি দের মধ্যে ছিলেন বিমল দাস , সুব্রত গঙ্গোপাধ্যায় ,দেবাশিস দেব ,আনুপ রায়ের মতো ইলাস্‌ট্রেটার এবং  কিশোর ভারতী তে  নারায়ণ দেবনাথ,সূর্য রায় ,সুব্রত গঙ্গোপাধ্যায়,গৌতম করমকার,সুফি(নরেন রায়)  রমরমিয়ে অলংকরণ করছেন  ) ,এই কমিকস্‌ টির অলংকরণ কাল  বৌশাখ ১৩৮৪ (মে ১৯৭৭) থেকে ভাদ্র ১৩৮৪ (সেপ্টেম্বর ১৯৭৭), সম্ভবত কিশোর ভারতী তে এটি তাঁর প্রথম কমিকস্‌ ।তাঁর উল্লেখযোগ্য কমিকস্‌ এর মধ্যে 'পালাবার পথ নেই' (আশ্বিন ১৩৮৪) , 'হুল' (আশ্বিন ১৩৮৭) ,'বিদ্রোহ আজ' (আশ্বিন ১৩৮৫) , 'ঐ আসে ঐ!' (আশ্বিন ১৩৮৬) বিখ্যাত ।      












Friday, September 15, 2017

Post # 614 Bengali Indrajal Comics Vol.21 No.26

                                                         ডাউনলোড করুন
                                                    স্ক্যান ও এডিট- পিব্যান্ডস




ফাঁদে পা দিয়ে রানীর পানিপ্রার্থি জেনেরাল আলরিচের সঙ্গে আর একবার সংঘর্ষের কাহিনী এই পর্বে পড়ুন... সঙ্গে রিপ কার্বি তো আছেই... 





Thursday, September 14, 2017

Post # 613 Bengali Indrajal Comics Vol.21 No.25

                                                         ডাউনলোড করুন
                                                   স্ক্যান ও এডিট- পিব্যান্ডস




অরণ্য সর্দারদের অনুরোধে বেতাল কুলা-কু রাজ্যে গেলো , ওখানে ক্রিতদাস হয়ে থাকা অরণ্য যোদ্ধা দের মুক্ত করতে , রানী বেতালকে বিয়ে করতে চাইলো... বেতাল প্রত্যাখ্যান করলো , রানীর পানিপ্রার্থি জেনেরাল আলরিচের সঙ্গে লড়তে হোল বেতালকে, জয় হোল তাঁর... যোদ্ধাদের মুক্ত করে নিয়ে এলো সে... কিন্তু তাঁর পর... একটি ভুয়ো চিঠি দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করলো বেতাল কে...    



সঙ্গে রিপ কার্বি'র জমজমাট গল্প...