ডাউনলোড করুন
বইটির অসাধারন স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস
মার্চ ১৯৬৬, বাংলায় প্রকাশিত হোল ৩ নং ইন্দ্রজাল কমিকস্ ( তখন মাসে ১ টি করে বই প্রকাশিত হতো, পৃষ্ঠা সংখ্যা ছিল ২৮ ), এরপর অগাস্ট ১৯৮৮ টাইমস্ খণ্ড ২১ সংখ্যা ৩৩ এ 'রি- প্রিন্ট' করে তাদের ৩ নং ইন্দ্রজালের সেই বিখ্যাত সংখ্যা... প্রথম সংখ্যা টি হাতে করে নতুন কেনার সৌভাগ্য আমার হয়নি কারন আমার জম্মের অনেক আগে সে এসেছিলো পৃথিবীতে, অনেক পরে ২০০৯ সালের শেষের দিকে সেই 'খোকনদার' দোকান থেকে ২-১৯ অবধি প্রায় সব কটি সংখ্যা পেয়ে যাই, এর আগে অবশ্য ২০০১ সালে ইন্দ্রজাল ২৬ থেকে ১০০ অবধি টানা সবকটি সংখ্যা 'খোকনদার' দোকানেই পেয়ে যাই... তবে আমার স্পষ্ট মনে আছে যে খণ্ড ২১ সংখ্যা ৩৩ এর 'রি- প্রিন্ট' সংখ্যা কিন্তু আমি নতুন কিনে ছিলাম ছোটবেলায়।।