Saturday, December 31, 2016

Post # 558 Bengali Indrajal Comics Vol.20 No.25

                                                                        ডাউনলোড করুন














এবারের কলকাতা বইমেলাতে "বুকফার্ম" ও টিম "কমিক্স ও গ্রাফিক্স" থাকছে ৩১৪ নম্বর স্টলে। সাথে থাকছে এখনো পর্যন্ত প্রকাশিত সবকটি বই ও পত্রিকা।
আমরা আপনাকে একজন মননশীল ও সেনসিটিভ পাঠক হিসাবে গুরুত্ব দিয়ে থাকি ও কিছু কথা আপনার সামনে তুলে ধরতে চাই।
একসময়ের বহুল প্রচলিত ও বিখ্যাত দুটি প্রোজেক্ট আমাদের হাত ধরে ফিরে আসবে আগামীদিনে, সেই দুটি হচ্ছে "ইন্দ্রজাল কমিকস" এবং "রোভার্সের রয়"। এত বড় প্রোজেক্ট শুরু করার আগে আমরা আপনার কাছ থেকে কিছু সাজেশন আশা করি, ২০১৭ সালের পাঠক কি মোড়কে এগুলিকে দেখতে চায় সেটা আপনার সাথে আলোচনার মধ্যে দিয়েই আমরা ঠিক করব।
এছাড়া বুকফার্ম খুব তাড়াতাড়ি দুটি মাসিক পত্রিকা প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে একটি শিশু ও কিশোর সাহিত্যধর্মী ও অন্যটি পরিনতমনস্ক পাঠকদের উপযোগী। সেই বিষয়ক আলোচনা করা হবে।সেই পত্রিকার জন্য লেখক ঠিক করার কাজ চলছে।
আপনি যদি লেখালেখি করে থাকেন তবে যোগাযোগ করুন। ১-রহস্য / থ্রিলার, ২- গোয়েন্দা, ৩- হিস্টোরিকাল, ৪-ভৌতিক, ৫- পৌরানিক, ৬-ধর্ম, ৭- খেলা, ৮-বিজ্ঞান, ৯-কল্পবিজ্ঞান, ১০- রম্যরচনা এই দশটি বিষয় নিয়ে যদি আপনি কিছু লিখে থাকেন তো যোগাযোগ করুন আমাদের সাথে। ইনবক্স করতে পারেন ও 9733008891 নম্বরে হোয়াটস অ্যাপ করতে পারেন। আমরা বইমেলায় আছি ৩১৪ নম্বর স্টলে।
এটা জেনে রাখবেন যে বুকফার্ম কোন রকম সেল্ফ স্পন্সরড বই করে না অর্থাৎ আপনার লেখা ছাপাতে বা আপনার বই করার জন্য বুকফার্ম কোন টাকা নেয় না। এই ক্ষেত্রে আপনার লেখার কোয়ালিটি এক ও একমাত্র বিচার্য, আপনার লেখা যদি আমাদের সম্পাদকমণ্ডলী দ্বারা সিলেক্টেড হয় তবেই আপনার লেখা ছাপা হবে।
কোন লেখক বা রিসার্চার যারা বুকফার্মের সাথে কাজ করবে বা যাদের লেখা মনোনীত হবে তাদেরকে আমাদের তরফ থেকে সাম্মানিক অর্থ দেওয়া হবে ও নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম টেকনিকাল সাপোর্ট করা হবে।
তাই প্রত্যেকের কাছে অনুরোধ বইমেলাতে আসুন, আমাদের ৩১৪ নম্বর স্টলে আসুন, বই দেখুন ও আলোচনায় অংশ নিন। আমরা বিশ্বাস করি আপনার প্রপার সাজেশন আমাদের আগামী দিনের পাথেয় হবে ও আমরা আপনাদের হাতে আরো উন্নততর বই তুলে দিতে পারব।
ধন্যবাদ
বুকফার্ম এবং টিম কমিক্স ও গ্রাফিক্স।







Friday, December 30, 2016

Post # 557 Bengali Indrajal Comics Vol.20 No.24

                                                            Download



 
সন্ত্রাসবাদি দের গুলিতে নিহত হোল এক রাষ্ট্রদুত...কিন্তু ধরা পড়ে গেলো কয়েকজন, সন্ত্রাসবাদি দের নেতা পাবলো তার দলের কয়েক সঙ্গি কে ছাড়াতে হেলিকপ্টার সুদ্ধু পনবন্দী করলো ডায়না ও তার বাচ্চাদের... পাইলটের সঙ্গে কথাবলে বেতাল বুঝতে পারলো বিপদের কথা... আজ ডাউনলোড করুন বেতালের রুদ্ধশ্বাস কমিক্স...






 
ঢাকা কমিক্সের স্রষ্টা ও কর্নধার “মেহেদী হক’ ভাই...কমিক্সের টানে ছুটে এসেছেন ওপার বাংলা থেকে এপার বাংলায়, পেলেন ‘নারায়ন দেবনাথ’ পুরস্কার,




 

(২৮ ডিসেম্বর ২০১৬)
কমিক্স ও গ্রাফিক্স “কালেক্টর এওয়ার্ড” ২০১৬ ...লাইফ টাইম অ্যাচিভমেন্ট ...স্বয়ং কমিক্সের ঈশ্বরের থেকে...



সুব্রত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে...আনন্দমেলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবুর সব উপন্যাসের ইলাসট্রেসন করতেন একসময়,। শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের সাথে আংশিক টিম কমিক্স ও গ্রাফিক্স !


 
বই হাতে নিয়ে মন ভরে গেছে :)
৪৫০ পাতার বই ; ৪০টি কমিক্স , ১৯টি প্রবন্ধ , ৪০ পাতা রঙ্গিন পাতা ছবি , অসংখ্য দুষ্প্রাপ্য অলংকরণ , ঝকঝকে প্রিন্ট , উৎকৃষ্ট পাতা আর দুর্দান্ত বাইন্ডিং।
ব্যাস আর কি চাই !!!
তার আর দেরি না করে চটপট সংগ্রহ করে ফেলুন।
দাম ৪৯৫ টাকা।
কলেজ স্ট্রিটে ২০% ডিস্কাউন্টে পাবেন ৩৯৬ টাকায়।
প্রাপ্তিস্থান - কলেজ স্ট্রীটের পাতিরাম, দে'জ পাবলিশিং এ পাওয়া যাবে।
অন লাইনে (search করুন comics-o-graphics দিয়ে) পাওয়া যাবে

Tuesday, December 27, 2016

Post # 556 Bengali Indrajal Comics Vol.20 No.23

                                                           Download



আজ বাজ সায়ার এর এক অসাধারন গল্প, আর তেমন অসাধারন অলঙ্করন...।







সঙ্কলক আমি ও স্বাগত।                                                                     
এসে গেল  বুক ফার্মের গ্রাফিক্স নভেল...।

Monday, December 26, 2016

Post # 555 Bengali Indrajal Comics Vol.20 No.22

                                                           Download











প্রথমেই  বন্ধুদের জানাই ইংরাজি নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। "কমিক্স ও গ্রাফিক্স" পত্রিকার প্রথম সংখ্যার হাত ধরে ২০১৫ সালের অক্টোবর মাসে আমাদের প্রকাশনা "বুকফার্ম" আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করেছিল। তারপর জানুয়ারি ২০১৬ তে' বাঙ্গালীর দুষ্প্রাপ্য শিকার অভিযান ,এপ্রিল ২০১৬ তে কমিক্স ও গ্রাফিক্স২, 'নির্বাচিত বিষয় কার্টুন' ও রাতবিরেতের রক্তপিশাচ'-এর পর ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিক্স ও গ্রাফিক্স ৩ আত্মপ্রকাশ করেছে।
এই এক বছরের সামান্য কিছু বেশি সময়ে "বুকফার্ম" যেভাবে পাঠকদের কাছ থেকে উৎসাহ ও পন্ডিত মহলের সমাদর পেয়েছে তাতে আমরা ভীষণ ভাবে কৃতজ্ঞ। অগ্রণী সংবাদপত্র আমাদের বইয়ের রিভিউ প্রকাশ করেছে, এ আমাদের বিরাট প্রাপ্তি। নারায়ন দেবনাথ, অনুপম রায়, ব্রাত্য বসু, সন্দীপ রায় প্রমুখ বিশিষ্ট জনের প্রশংসা আমাদের পরম পাওয়া।
পাঠক ও বিদ্বজ্জন মহলের এই অনুপ্রেরনা আমাদের আরো নতুন কিছু করার উৎসাহ যোগাচ্ছে, এর ফলস্বরুপ আমরা আরো কিছু নতুন ও অভিনব বিষয় নিয়ে কাজ করার পথে এগিয়ে চলার চিন্তাভাবনা করছি।
আজকাল ফেসবুকে বাংলা সাহিত্য চর্চা চলছে এবং প্রতিভাবান লেখকদের জন্য এটা সত্যিই একটা ভালো প্ল্যাটফর্ম। আলাদা ভাবে কারো নাম করছি না কিন্তু ফেসবুকের কিছু লেখা গুনগত মানে নামীদামী লেখকদের কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারে বলেই ধারণা। ফেসবুক সাহিত্য চর্চায় বিভিন্নরকম চমকপ্রদ বিষয় ও ভাবনা নিয়ে এই সব লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলেই আমার বিশ্বাস।
যদি কোন সাহিত্যকমী বা যারা ফেসবুকে সাহিত্যচর্চা করেন তারা যদি মনে করেন আমাদের সাথে একসাথে কাজ করতে চাইবেন তবে ইনবক্স করুন। আপনি যে কোন রকম লেখা লিখতে পারেন সে ইতিহাস/ স্পোর্টস/ কবিতা/ ধর্ম/ সামাজিক থেকে শুরু করে যে কোন বিষয় নিয়েই লিখতে পারেন। শুধু মনে রাখবেন বুকফার্মের সাথে কাজ করার জন্য কেবলমাত্র 'লেখার গুনগত মান' বিচার্য হবে।
বুকফার্ম থেকে আপনার লেখা প্রকাশ করার জন্য আপনার তরফ থেকে কোন রকম আর্থিক ইনভেস্টমেন্ট দরকার পরবে না, বরং আপনার লেখা মনোনীত হলে আমাদের তরফ থেকে আপনাকে সাম্মানিক প্রদান করা হবে যা আমরা আমাদের প্রথম আত্মপ্রকাশ করার মঞ্চে ঘোষণা করা হয়েছিল। মাথায় রাখবেন আগামী প্রতিটি সংখ্যার প্রতিজন লেখক বুকফার্মের তরফ থেকে যে সান্মানিক দেওয়া হবে তা চলতি মার্কেটের থেকে বেশি।

Friday, December 23, 2016

Post # 554 Bengali Indrajal Comics Vol.20 No.21

                                                                Download    


সুখিয়া অপহ্রিত হল এক অপরাধি দলের হাতে... বাহাদুর জানতে পারল ...জেখানে সুখিয়া  কে নিয়ে জাওয়া হয়েছ সেই জায়গার নাম শিকারগর...তারপর...।














আজ আসল বাজারে...। 












Thursday, December 22, 2016

Post # 553 Bengali Indrajal Comics Vol.20 No.20

                                                        Download





















কি কি করলে কমিক্স ও গ্রাফিক্স পত্রিকাকে আরও আকর্ষণীয় করা যেত ?
(নির্বাচিত দুইজন সেরা ফেসবুক মতামতদাতাকে উপহার দেওয়া হবে ৩য় সংখ্যা)
পাঠকের আশীর্বাদে প্রথম প্রকাশের একবছর দুই মাসের মধ্যে ৩য় কমিক্স ও গ্রাফিক্স পত্রিকা প্রকাশ পেতে চলেছে। কেমন হবে সেই পত্রিকা ?
আগ্রহী পাঠকমহলে কিভাবে সাড়া ফেলবে ৩ য় সংখ্যা এই নিয়ে আপনাদের-আমাদের-সকলের কৌতূহল থাকবে।
প্রথম দুটি সংখ্যার পাঠকের মতামত (পজেটিভ, নেগেটিভ বোথ)-এর উপর ভিত্তি করে সাজানো হয়েছে এই ৩য় সংখ্যা। আপনাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত ভাবে বা ফেসবুকের পাতায় জানিয়েছিলেন তাঁদের ভালোলাগা এবং হতাশার বিষয়গুলি। তাঁদের মধ্যে থেকে কয়েকটি নির্বাচিত মতামত (পজেটিভ, নেগেটিভ বোথ) ছাপা হয়েছে ৩য় সংখ্যার 'চিঠি পত্রের ঝাঁপি/ সমালোচনা' বিভাগে।
আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা আমাদের পরামর্শ দেওয়ার (পজেটিভ, নেগেটিভ BOTH)-এর জন্য ব্যয় করার সৌজন্য স্বরূপ নির্বাচিত পরামর্শদাতাদেরকে নতুন সংখ্যাটি উপহার হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও যারা আগে মতামত নিতে পারেনি তারা আজ এই পোস্টে তাঁদের মতামত দিতে পারেন (বিষয়- কি কি করলে কমিক্স ও গ্রাফিক্স পত্রিকাকে আরো আকর্ষণীয় করা যেত ?)
নির্বাচিত দুইজন সেরা ফেসবুক মতামতদাতাকে উপহার দেওয়া হবে ৩য় সংখ্যা।
৩ য় সংখ্যা কমিক্স ও গ্রাফিক্স পত্রিকা প্রকাশিত হতে চলেছে ২৮ ডিসেম্বর, বুধবার, রবীন্দ্রসদন সংলগ্ন জীবনানন্দ সভাঘরে সন্ধ্যা ৫ টায়। উদ্বোধন করবেন সুরকার-গায়ক অনুপম রায়, সভাপতিত্ব করবেন কমিকস সম্রাট নারায়ণ দেবনাথ।
সকল নির্বাচিত পরামর্শদাতা সেই দিন নারায়ণ দেবনাথ / অনুপম রায়ের হাত থেকে উপহার গ্রহণ করতে পারেন কিংবা না আসতে পারলে নতুন সংখ্যা প্রকাশের ৩ দিনের মধ্যে বাই পোষ্ট উপহারটি পেতে পারেন।
প্রবেশ অবাধ, সকলকে জানাই আমত্রণ ।




Wednesday, December 21, 2016

Post # 552 Bengali Indrajal Comics Vol.20 No.19

                                                           Download












এবারের কমিক্স ও গ্রাফিক্স ৩ অ্যাডাল্টস ওনলি !
আমরা উদ্বোধনের দিন বিশেষ 'অ্যাডাল্টস ওনলি কলেজ স্টুডেন্টস কনসেশন' দেওয়ার মাধ্যমে ১৮ বছরের উপরে ছাত্রছাত্রীদের কাছে কমিক্স ও গ্রাফিক্স-এর প্রাপ্তমনস্ক বিষয়টি প্রচারের উদ্যোগ নিতে চলেছি।
উদ্বোধনের দিনে কলেজ স্টুডেন্ট প্রমানের উপযুক্ত পরিচয়পত্রের প্রতিলিপি (জেরক্স কপি) জমা দিয়ে পেয়ে যান বিক্রীত মুল্যের উপর অতিরিক্ত ADULT'S ONLY COLLEGE STUDENT CONCESSION !
৩ য় সংখ্যা কমিক্স ও গ্রাফিক্স পত্রিকা প্রকাশিত হতে চলেছে ২৮ ডিসেম্বর, বুধবার, রবীন্দ্রসদন সংলগ্ন জীবনানন্দ সভাঘরে সন্ধ্যা ৫ টায়। উদ্বোধন করবেন সুরকার-গায়ক অনুপম রায়, সভাপতিত্ব করবেন কমিকস সম্রাট নারায়ণ দেবনাথ।
সকলকে আমত্রণ, প্রবেশ অবাধ !
 


Tuesday, December 20, 2016

Post # 551 Bengali Indrajal Comics Vol.20 No.18




                                                       
ক্রিসমাসের সেরা আকর্ষণ !

দামী আর্ট পেপারে ছাপা, সাধ্যের মধ্যে দাম, অনেকগুলি ক্লাসিকস কমিকসের সংকলন নিয়ে হাজির বুক ফার্ম কমিকস।
নতুন বাংলা কমিকস্‌ প্রকাশিত হওয়ার রেওইয়াজ প্রায় নেই বল্লেই চলে... কোথায় যেন হারিয়ে গিয়েছে ৮০ দশকের দিন গুলি ! বুক ফার্ম কিন্তু আপনাদের জন্য খুব কম দামে আবার হারিয়ে যাওয়া কমিকস্‌ গুলি নুতন ভাবে আনতে চলেছে... এবার একসঙ্গে তিনটি কমিকস্‌ সংকলন আসতে চলেছে।। ময়ূখ চৌধুরী, গৌতম কর্মকার ও তুষার চ্যাটার্জি এই ৩ শিল্পীর ৩ টি বই প্রকাশিত হচ্ছে...প্রতিটি বইতে এক মলাটে থাকছে একাধিক কমিকস্‌ ...প্রাপ্তি স্থান পাতিরাম বুক স্টল( কলেজ স্ট্রিট মোড়ে মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে),দে বুক স্টল, দীপ প্রকাশনি,ধ্যানবিন্দু,পাতাবাহার, ফ্লিপকার্ট, www.readbangalibooks.com  www.ebongin.com







 
ক্ষমতা আর প্রভাবের জন্য জাদের আইন ছুতে পারেনা... তাদের মৃত্যু দণ্ড দেয় ‘মাছ ধরিয়ের দল’, উদ্দেশ্য সমাজ অপরাধ মুক্ত করা...পৃথিবীর শ্রেষ্ঠ জীবানু তত্ত্ববিদ ‘মাক্স হলিণ্ডার’ ছুটি কাটাতে ‘স্যামন’ মাছ ধরতে বেরিয়েছেন গার্থ কে নিয়ে... হটাথ পড়ে গিয়ে মৃত্যু হোল তাঁর, তদন্তে নামলো গার্থ... তারপর...





















Monday, December 19, 2016

Post # 550 Gulliver's Travels By Goutam Karmakar

                                                             Download                                                     





 প্রখ্যাত কিশোর সাহিত্যিক মঞ্জিল সেন প্রয়াত ।(ছবি-দেবাসিশ সেন)

  গোরাচাঁদ  উপন্যাসটি লিখেছিলেন তিনি। পুরস্কৃতও হয়েছিলেন জাতীয় পুরস্কারে। ছোটোবেলায় খুব প্রিয় ছিল সেই বইটা।সন্দেশের পাতায় চমৎকার সব গল্প পড়েছি।এই সব মানুষের চলে যাওয়া মানে ছেলেবেলাটা আরও দূরে চলে যাওয়া। প্রিয় লেখকের মৃত্যু হয় ১৬ইডিসেম্বর শুক্রবার ২০১৬ রাত্র ১.৩০ a.m , ভালো থাকুন প্রিয় লেখক।





৫৫০ তম পোস্ট-আজ গৌতম কর্মকারের ক্যালিগ্রাফিতে আর এক টা বিক্ষাত কমিকস্‌


































ঠাকুরদা ঐতিহাসিক ফকির নারায়ন কর্মকারের কোলে ছোট্ট গৌতম ।


কমিকস্‌ হাতে ছোট্ট গৌতম ।



বাবা অনিল কর্মকারের সঙ্গে জুটি বেঁধে তরুন গৌতম লেখায় ও রেখায় প্রস্তুত করেছিলেন একাধিক জনপ্রিয় কমিকস্‌ ।
 
তরুন গৌতম কর্মকার।




                                           

গৌতম কর্মকার এখন (আমাদের একটি অনুষ্ঠানে)
                       


গৌতম কর্মকার আমাদের কমিক্স গ্রাফিক্সের জন্য এবার আর একবার অলংকরণ শুরু করলেন !