আজ থাকছে ১৯৭১ সালের শারদীয়া 'নব কল্লোল' থেকে মৈত্রেয়ী মুখোপাধ্যায়ের একটি কমিকস্। মৈত্রেয়ী মুখোপাধ্যায়ের কমিকস্ প্রকাশিত হয়েছে নব কল্লোল, শুকতারা,কলরব(রবিদাস সাহারায় সম্পাদিত) পত্রিকায়।
১৯৭১ সালে 'হিউম্যান ক্লোন' নিয়ে কমিকস্ হতেপারে সেটা এখন চিন্তা করা যায়না,অবাক মনেহয় । তবে আগে যে ৩ টি কমিকস্ ব্লগে আছে সবকটি কিন্তু শিশু সাহিত্য রুপকথার গল্প থেকে করা।
সম্প্রতি 'ধুলো খেলা' ব্লগে দেখাযাবে যে ১৯৭১ সালের কলরব পত্রিকায় ওনার করা একটি ভৌতিক গল্প থেকে করা কমিকস্ বা হাসির কমিকস্ 'হাবুল গাবুলের কীর্তি',।
ওনার সম্পর্কে বিশেষ কিছু যানা যায়নি,শ্যাম বাজারের কাছে থাকতেন শুনেছি, সরকারি চাকুরী করতেন (সত্য মিথ্যা জানিনা)।
ধুলো খেলা ব্লগ থেকে নেওয়া মৈত্রেয়ী মুখোপাধ্যায়ের আরও কিছু কমিকস্ এর পাতা ।
জানুয়ারী ১৯৭৪ কলরব পত্রিকা |
জুন ১৯৭৫ কলরব পত্রিকা |
সেপ্টেম্বর ১৯৭৫ কলরব পত্রিকা |
অক্টোবর ১৯৭৫ কলরব পত্রিকা |
প্রবাহনের স্বপ্নভঙ্গ কমিকস্ এর কিছু পাতা ...