Friday, May 20, 2016

Post # 511 Hangorer Kobole by Blue Dragon

                                                           ডাউনলোড করুন


ব্লু- ড্রাগন সিরিজের প্রথম কমিকস হাঙরের কবলে আজ থাকছে, তবে কমিকস ইন্ডাস্ট্রির স্বার্থে অমি বলবো এই বইটি অনলাইন থেকে কিনে নিতে, মাত্র ৪০ টাকা লাগবে ঘরে বসে বইটি পেতে, অমি ৪ দিনের মদ্ধে ক্যাশ অন ডেলিভারি নেই ,  কমিকস ইন্ডাস্ট্রি বাঁচান, বই কিনুন । সঠিক জানা না থাকলেও অনুমান এটি ব্লু - ড্রাগন সিরিজের প্রথম ও শেষ কমিকস।  






Wednesday, May 18, 2016

Post # 510 Mohakasher Dut by Abhijit Chattapadhay

  
                                                         ডাউনলোড করুন                             



কমিকস স্ক্রিপ্ট রাইটার ও গায়ক অনুপম রায়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন অভিজিৎ চট্টোপাধ্যায়


অনেকদিন পর ব্লগে ফিরতে পেরে ভালো লাগছে ! আপনারা যারা ইন্দ্রজাল কমিকস এর জন্য অপেক্ষা করে আছেন তাঁদের আর বেশিদিন নিরাশ করবোনা, বন্ধু সোমনাথের উপহার দেওয়া ১ টেরাবাইট হার্ড ডিস্ক টি ক্রাশ করায় যতো বিপত্তি, তবে গ্যারান্টির মদ্ধে থাকায় রিপ্লেস পেতে অসুবিধা হবেনা, তবে স্ক্যান করা খণ্ড ২০ সমস্তটা ছিল ওর মদ্ধে, তাই ডেটা না পেলে আমাকে আবার স্ক্যান করতে হবে ।


                                                    



গতো ১৬ই এপ্রিল জীবনানন্দ  সভাঘরে কমিক্স ও গ্রাফিক্স ও বিষয় কার্টুন বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষেরা , কার্টুনিস্ট অনুপ রায় ,অনুপম রায়,দেবাসিশ দেব, হর্ষমোহন চট্টরাজ,দিলিপ দাস,সুযোগ বন্দ্যপাধায়,অর্ক পৈতণ্ডী,অয়ন রাহা ও অভিজিৎ চট্টোপাধ্যায় ।
অভিজিৎ চট্টোপাধ্যায়ের করা কমিকসের সাথে আপনারা সকলেই পরিচিত ! আনন্দমেলায় ওনার শঙ্কু কমিক্স ও ফেলুদা কমিকস সকলেই পড়েছেন, আমাদের বুক ফার্মের পক্ষথেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়,কলকাতার প্রায় সমস্ত ইলাসট্রেটার দের সঙ্গে পরিচয় বা মুখো মুখি হলেও এই প্রথম ওনাকে দেখার ও আলাপ করবার সুযোগ হোল,শিল্পী দেবাসিশ দেব বলছিলেন যে গ্যাংটকে গণ্ডগোল কমিকস করবার সময় অভিজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে উনি গ্যাংটক জান ও 'ফায়ার প্লেস' আছে এমন বাড়ি দেখে ঢুকে ঢুকে ছবি আঁকার পরিকল্পনা করেন দুজনে  ... আজ অভিজিৎ চট্টোপাধ্যায়ের অসাধারন কমিকস 'মহাকাশের দূত' থাকলো আপনাদের জন্য ।


 
পাঠক বন্ধু যারা জলছাপ দিতে বারণ করেন তাদের একটি উদ্দেশ্যে এই লিংক টি দিচ্ছি 
 http://priyobanglaboi.blogspot.in/2016/04/blog-post_23.html
খুব ই মর্মাহত হলাম এই পোস্ট টি দেখে, এই ব্লগ টি আমাদের মহাস্থবিরের ব্লগে থামনেল লিংকে পাবেন, ব্লগ অ্যাডমিন যদি স্ক্যান চাইতেন অমি আরও ভালো কয়ালিটিতে ও জলছাপ ছাড়া স্ক্যান করে ওনাকে দিতাম পোস্ট করবার জন্যে ।