Friday, April 8, 2016

Post # 509 Ostobhujar Chokher Moni By Sankarshan Roy

                                                     ডাউনলোড করুন


সঙ্কর্ষণ রায়ের এই উপন্যাস টি প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৭৮ আশ্বিন অর্থাৎ অক্টোবর ১৯৭১ সালের কিশোর ভারতী তে । এর অনেক দিন পরে এই গল্পের ছায়া অবলম্ভনে শুকতারা ১৩৯৬ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়ে ছিল "অষ্টভুজা রহস্য", চলেছিল ১৩৯৭ আষাঢ় সংখ্যা অবধি, আগের উপন্যাস টি ব্লগে আগেই দেওয়া আছে, 'লেবেল' এ গিয়ে সঙ্কর্ষণ রায়ের উপর ক্লিক করলে পেয়ে যাবেন সকলে ।




  দুটি গল্পের কাহিনীগত মিল পাওয়া যায় অনেকটাই । 

 'অষ্টভুজার চোখের মণি' ও 'অষ্টভুজা রহস্য' এই দুটি গল্পের সমস্ত অলঙ্করণ করেছিলেন শিল্পী 'নারায়ণ দেবনাথ'।




বইয়ের খবর

"বানর রাজ সুন উখোং"নামক এই ধারাবাহিক চিত্রকথা পুস্তিকা গুলিতে বর্ণিত সব কাহিনী চীনের প্রাচীন অলৌকিক উপন্যাস "পশ্চিম দেশে তীর্থযাত্রা"অবলম্ভনে লিখিত ও চিত্রিত হয়েছে । থাং রাজবংশের শাসন কালে (৬১৮-৯০৭) প্রখ্যাত চীনা পরিব্রাজক সুয়ান চুয়াং (আমরা যাকে হিউয়েন সাং নামে জানি) ৬২৯ খ্রিস্টাব্দে বৌদ্ধশাস্ত্র সংগ্রহ ও তীর্থ যাত্রার জন্য ভারত বর্ষের উদ্দেশ্যে যাত্রা করেন ও ৬৪৫ খ্রিষ্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন , তাঁর এই যাত্রা চীনের জনমানসে এক বিস্ময়ের সৃষ্টি করে ছিল । অনেকের ধারনা হোল যে, কোন অলৌকিক শক্তির সাহায্য ছাড়া তাঁর পক্ষে এই মহৎ কাজ সম্পন্ন করা ছিল অসাদ্ধ ।
তাই ঔপন্যাসিক "উ ছেং এন" (১৫০০-১৫৮২) তাঁর এই উপন্যাসে বহু অলৌকিক কাহিনীর অবতারনা করেছেন এবং সৃষ্টি করেছেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক বানর চরিত্র । তাঁর উপন্যাসে "বানর সুন উখোং"ই হোল প্রধান নায়ক । সে আজও বিপুল চীনা জনগণের কাছে আদৃত ও বন্দিত । "সুন উখোং"দৈব ক্ষমতার অধিকারী, সে এক নির্ভীক বীর , তাঁর বুদ্ধি ও রসিকতার তুলনা নেই । সে এক বীর চরিত্র বলে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে । "বানর রাজ সুন উখোং"এর কাহিনী মোট ৩৪ টি পর্বে চীন দেশ থেকে আমাদের মাতৃ ভাষা বাংলায় প্রকাশিত হয়েছিল, বই গুলির অঙ্গসজ্জা ও অলঙ্করন আমাদের মুগ্ধ করবে ।

 



Saturday, April 2, 2016

Post # 508 Lucky Luke in Bengali

                                                                                   ডাউনলোড করুন


"জিন্দেগী দো দিন কি"- সত্যি শুক্র বার রাত থেকে জীবন রবিবার রাত অবধি , বাকি দিন গুলো মনে হয় যেন কতো বড় !! তাই এই দু দিনের পোস্টে আজ থাকছে 'লাকি লুকের' হাস্যরস পূর্ণ কমিকস্‌  ব্লগ বন্ধুদের জন্য।
    আর ১৬ এপ্রিল আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো নন্দন প্রাঙ্গনে, জীবনানন্দ সভাগৃহে ।

                                                              
                                                                      













আরও একটি দারুন কমিকস্‌ এর খবর দেই আপনাদের  । পঞ্চদশ শতাব্দীর ত্রিপুরার ইতিহাসের বীর নায়ক "রায় কাচাকের" কথা বাংলা সাহিত্যে এখনো অনতিস্রুত। গৌড় বঙ্গ,চট্টগ্রাম ও ত্রিপুরার বিস্তীর্ণ পরিসরে সম্পৃক্ত রায় কাচাকের বীরত্ববাহী সুকৃতি । দীর্ঘ ৮ বছর ধরে গবেষণা করে ও নানা তথ্য সংগ্রহের পর ইতিহাসের অবগুণ্ঠন থেকে লোকপ্রিয় এক গিরিবাসির জীবনগাথাকে রেখা-কাব্য চিত্রের অপূর্ব সুষমায় তুলে এনেছেন "অলক দাশগুপ্ত"।
এই মুহূর্তে কমিকস্‌ টির প্রিন্ট নেই...স্বয়ং লেখকের থেকে উপহার পেয়ে বইটি দেখে "অ্যাসটেরিক্স"এর ইলাসট্রেসনের কথা মনে পড়ে যাচ্ছে , বইটির প্রিন্ট আবার হোলে বা করতে পারলে কমিকস্‌ সম্পর্কে ধারনাই পাল্টে যাবে । ধন্যবাদ "অলক বাবুকে"।


Post # 507 Lucky Luke in Bengali

                                                                                ডাউনলোড করুন


অনেকদিন পর আবার ব্লগে ফেরা ! মাঝে মাঝে মনে হয়  IT Company গুলো তে চাকুরী করবার থেকে তরকারি বিক্রি করা ভালো, যাই হোক আজ আসছে "লাকি লুক", বাংলায় লাকি লুক প্রকাশিত হয় মোট ৪ টি, তার মধ্যে ২ টি আমি যোগাড় করি কলেজ স্ট্রিট থেকে,অসাধারন এই কমিকস্‌ গুলি "টিনটিন" বা "অ্যাস্টেরিক্সের"এর থেকে কোন অংশে কম নয় । প্রকাশক শিশু সাহিত্য সংসদ, অনুবাদক হীরেন চট্টোপাধ্যায় ও লীলা মজুমদার । কুন্তলদার ব্লগে ওনার নিজের অনুবাদকরা একটি লাকি লুক ও পাবেন এই লিংকে- http://galpoghar.blogspot.in/search/label/Lucky%20Luke%20-%20The%20Equal%20of%20Wyatt%20Earp%20%28Book%23%2050%29
এ ছাড়া লাকি লুক ইউ টিউব এ পুরো অ্যানিমেসন সিনেমা গুলি ডাউনলোড পাবেন। 




বাংলায় মোট ৪ টি লাকি লুক
 


আমরা আসছি