ডাউনলোড করুন
সঙ্কর্ষণ রায়ের এই উপন্যাস টি প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৭৮ আশ্বিন অর্থাৎ অক্টোবর ১৯৭১ সালের কিশোর ভারতী তে । এর অনেক দিন পরে এই গল্পের ছায়া অবলম্ভনে শুকতারা ১৩৯৬ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়ে ছিল "অষ্টভুজা রহস্য", চলেছিল ১৩৯৭ আষাঢ় সংখ্যা অবধি, আগের উপন্যাস টি ব্লগে আগেই দেওয়া আছে, 'লেবেল' এ গিয়ে সঙ্কর্ষণ রায়ের উপর ক্লিক করলে পেয়ে যাবেন সকলে ।
দুটি গল্পের কাহিনীগত মিল পাওয়া যায় অনেকটাই ।
'অষ্টভুজার চোখের মণি' ও 'অষ্টভুজা রহস্য' এই দুটি গল্পের সমস্ত অলঙ্করণ করেছিলেন শিল্পী 'নারায়ণ দেবনাথ'।
বইয়ের খবর
"বানর রাজ সুন উখোং"নামক এই ধারাবাহিক চিত্রকথা পুস্তিকা গুলিতে বর্ণিত সব কাহিনী চীনের প্রাচীন অলৌকিক উপন্যাস "পশ্চিম দেশে তীর্থযাত্রা"অবলম্ভনে লিখিত ও চিত্রিত হয়েছে । থাং রাজবংশের শাসন কালে (৬১৮-৯০৭) প্রখ্যাত চীনা পরিব্রাজক সুয়ান চুয়াং (আমরা যাকে হিউয়েন সাং নামে জানি) ৬২৯ খ্রিস্টাব্দে বৌদ্ধশাস্ত্র সংগ্রহ ও তীর্থ যাত্রার জন্য ভারত বর্ষের উদ্দেশ্যে যাত্রা করেন ও ৬৪৫ খ্রিষ্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন , তাঁর এই যাত্রা চীনের জনমানসে এক বিস্ময়ের সৃষ্টি করে ছিল । অনেকের ধারনা হোল যে, কোন অলৌকিক শক্তির সাহায্য ছাড়া তাঁর পক্ষে এই মহৎ কাজ সম্পন্ন করা ছিল অসাদ্ধ ।
তাই ঔপন্যাসিক "উ ছেং এন" (১৫০০-১৫৮২) তাঁর এই উপন্যাসে বহু অলৌকিক কাহিনীর অবতারনা করেছেন এবং সৃষ্টি করেছেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক বানর চরিত্র । তাঁর উপন্যাসে "বানর সুন উখোং"ই হোল প্রধান নায়ক । সে আজও বিপুল চীনা জনগণের কাছে আদৃত ও বন্দিত । "সুন উখোং"দৈব ক্ষমতার অধিকারী, সে এক নির্ভীক বীর , তাঁর বুদ্ধি ও রসিকতার তুলনা নেই । সে এক বীর চরিত্র বলে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে । "বানর রাজ সুন উখোং"এর কাহিনী মোট ৩৪ টি পর্বে চীন দেশ থেকে আমাদের মাতৃ ভাষা বাংলায় প্রকাশিত হয়েছিল, বই গুলির অঙ্গসজ্জা ও অলঙ্করন আমাদের মুগ্ধ করবে ।
সঙ্কর্ষণ রায়ের এই উপন্যাস টি প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৭৮ আশ্বিন অর্থাৎ অক্টোবর ১৯৭১ সালের কিশোর ভারতী তে । এর অনেক দিন পরে এই গল্পের ছায়া অবলম্ভনে শুকতারা ১৩৯৬ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়ে ছিল "অষ্টভুজা রহস্য", চলেছিল ১৩৯৭ আষাঢ় সংখ্যা অবধি, আগের উপন্যাস টি ব্লগে আগেই দেওয়া আছে, 'লেবেল' এ গিয়ে সঙ্কর্ষণ রায়ের উপর ক্লিক করলে পেয়ে যাবেন সকলে ।
দুটি গল্পের কাহিনীগত মিল পাওয়া যায় অনেকটাই ।
'অষ্টভুজার চোখের মণি' ও 'অষ্টভুজা রহস্য' এই দুটি গল্পের সমস্ত অলঙ্করণ করেছিলেন শিল্পী 'নারায়ণ দেবনাথ'।
বইয়ের খবর
"বানর রাজ সুন উখোং"নামক এই ধারাবাহিক চিত্রকথা পুস্তিকা গুলিতে বর্ণিত সব কাহিনী চীনের প্রাচীন অলৌকিক উপন্যাস "পশ্চিম দেশে তীর্থযাত্রা"অবলম্ভনে লিখিত ও চিত্রিত হয়েছে । থাং রাজবংশের শাসন কালে (৬১৮-৯০৭) প্রখ্যাত চীনা পরিব্রাজক সুয়ান চুয়াং (আমরা যাকে হিউয়েন সাং নামে জানি) ৬২৯ খ্রিস্টাব্দে বৌদ্ধশাস্ত্র সংগ্রহ ও তীর্থ যাত্রার জন্য ভারত বর্ষের উদ্দেশ্যে যাত্রা করেন ও ৬৪৫ খ্রিষ্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন , তাঁর এই যাত্রা চীনের জনমানসে এক বিস্ময়ের সৃষ্টি করে ছিল । অনেকের ধারনা হোল যে, কোন অলৌকিক শক্তির সাহায্য ছাড়া তাঁর পক্ষে এই মহৎ কাজ সম্পন্ন করা ছিল অসাদ্ধ ।
তাই ঔপন্যাসিক "উ ছেং এন" (১৫০০-১৫৮২) তাঁর এই উপন্যাসে বহু অলৌকিক কাহিনীর অবতারনা করেছেন এবং সৃষ্টি করেছেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক বানর চরিত্র । তাঁর উপন্যাসে "বানর সুন উখোং"ই হোল প্রধান নায়ক । সে আজও বিপুল চীনা জনগণের কাছে আদৃত ও বন্দিত । "সুন উখোং"দৈব ক্ষমতার অধিকারী, সে এক নির্ভীক বীর , তাঁর বুদ্ধি ও রসিকতার তুলনা নেই । সে এক বীর চরিত্র বলে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে । "বানর রাজ সুন উখোং"এর কাহিনী মোট ৩৪ টি পর্বে চীন দেশ থেকে আমাদের মাতৃ ভাষা বাংলায় প্রকাশিত হয়েছিল, বই গুলির অঙ্গসজ্জা ও অলঙ্করন আমাদের মুগ্ধ করবে ।