ডাউনলোড করুন
গোয়েন্দা ও গোয়েন্দা গল্প নিয়ে বন্ধু মহাস্থবির এক অসাধারন পোস্ট করে ছিল কয়েক
বছর আগে ,ব্যোমকেশ,ফেলুদা,কিরীটী,পরাশর
বর্মা,জয়ন্ত মানিক,দিপক চ্যাটার্জি, তো ছিলই তা ছাড়া ওঁর পোস্ট দেখে নতুন গোয়েন্দা ‘মেঘনাদকে’ নিয়ে
আগে পোস্ট করেছি । এখন ঘনাদা গ্যালারির বন্ধুরা নতুন ব্লগ ‘মনোরঞ্জন মিউজিয়াম’
এ গোয়েন্দা ‘হুকাকসি’কে নিয়ে পোস্ট করছেন ।
আসুন আজ রাধারমণ রায়ের’ গোয়েন্দা ‘গণেশ হালদেরের’ সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে
দেই... সকলেই জানেন শুকতারা শেষ ৬৮ বছর ধরে আমাদের উপহার দিয়ে আসছে বাংলার সব মনী
মুক্ত , লিখেছেন সব যশস্বী লেখকেরা । রবীন্দ্রনাথ থেকে সুনীল গাঙ্গুলি ...কে না
লিখেছেন ?
রাধারমণ রায়ের সম্বন্ধে খুব একটা বেশি যানা নেই ! তবে ৭০-৯০ দশকের গোড়া অবধি শুকতারায় নিয়মিত লিখতেন । লিখেছেন অসাধারন সব
গোয়েন্দা গল্প, পৌষ ১৩৮২(১৯৭৫) তে প্রথম ‘গণেশ হালদেরের’ গল্প , শেষ গল্প পাওয়া
যায় ফাল্গুন ১৪০১(১৯৯৪) এ। আছে ‘মকর দ্বীপের রহস্য’ ও ‘কালাপানি রহস্য’ দুটি বড় গোয়েন্দা উপন্যাস ।