ডাউনলোড করুন
আজ থাকলো তাদের জন্য পোস্ট যারা কার্টুন এ উৎসাহী,
এটি কোন কমিকস্ বই নয় ! এটি ১৮৭২-২০১৪ অবধি কার্টুনের ক্রমবিন্যাস ! গগনেন্দ্রনাথ
ঠাকুর থেকে অবনীন্দ্রনাথ থাকুর...কুট্টী,চণ্ডী লাহিড়ী থেকে অমল চক্রবর্তী সকলের
কার্টুনের একটি অসামান্য বই। বইটি কার্টুন দলের ২০১৪ অনুষ্ঠানে ১ বার মাত্র প্রকাশিত হয় । ২০১৪ এর ৮-১৬ অগাস্ট 'মায়া আর্ট স্পেস ' এ এই প্রদর্শনীর আয়াজন করা হয়েছিল... আমার সৌভাগ্য প্রথম দুইদিন উপস্তিত থাকতে পেরে ছিলাম।
বিষয় কার্টুন ও বিশ্বদেব গঙ্গোপাধ্যায়
বিশ্বদেব গঙ্গোপাধ্যায়
সম্পর্কে নতুন করে আমার কিছু লেখার নেই !বাংলা কার্টুন ও কমিকস্ সম্পর্কে গবেষণায় ওনার অবদান অতুলনীয়,২০০৬ থেকে চালাচ্ছেন বিষয় কার্টুন পত্রিকা ।কার্টুন ও
কমিকস্ নিয়ে ওনার অনেক বই প্রকাশিত হয়েছে, উল্লেখযোগ্য ‘লালমাটি’ থেকে ওনার “কাফি
খাঁ”(প্রফুল্ল চন্দ্র লাহিড়ী) সামগ্র । কেন্দ্রিয় সরকারি কর্মচারী হলেও গবেষক হিসাবে সকলে যানেন। খোলা মনের লাজুক
স্বভাবের মানুষটি এই কাজ দীর্ঘ ৪০ বছর ধরে করে চলেছেন । ‘লালমাটির’ “ময়ূখ চৌধুরী”
সামগ্রর বই গুলি ওনার বিষয় কার্টুনের অনুপ্রেরণা থেকে তৈরি,এক সময় মনে পড়ে কলেজ
স্ট্রিট এ হন্যে হয়ে “ময়ূখ চৌধুরী” সংখ্যা খুঁজে বেড়িয়েও পাইনি ! ‘নন্দনে’ গত বছর ‘মে’
মাসের ৩১ তারিখ “চারুলতা” সিনেমার ৫০ বছর ‘সেমিনারে’ ওনার সাথে আলাপ হয়।ওনার সাথে সম্পর্ক পারিবারিক সম্পর্কে পরিনত হয় । স্বপ্নের বইগুলি ওনার থেকে হটাৎ পেয়ে যাই। বিষয়
কার্টুনের একটি লিস্ট দিলাম,হয়তো আশাকরি বইগুলি কোনদিন সামাগ্র আকারে প্রকাশিত হবে।
|
সমর দে সংখ্যা
|
১. কুট্টি সংখ্যা
২. ১২৫ বর্ষে যতীদ্র কুমার সেন
৩. শত বর্ষে হার্জ (টিনটিন)
৪. রেবুতী ভূষণ সংখ্যা
৫.সমর দে সংখ্যা
৬। ময়ূখ চৌধুরী সংখ্যা
৭. খালেদ চৌধুরী সংখ্যা
*৮. প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংখ্যা
*এই ফেব্রুয়ারীতে প্রকাশিত হচ্ছে
'শৈল চক্রবর্তী' সংখ্যা অন্য একটি পত্রিকা থেকে বের করেন ।আসাকরে থাকলাম "বি. রায়"(বলাই বন্ধু রায়)এর উপর কোন সংখ্যার ।
|
ময়ূখ চৌধুরী সংখ্যা |
|
কলেজ স্ট্রিট এ বিশ্বদেবদার সঙ্গে |