Sunday, January 25, 2015

Post # 349 Bhankarer Mukhomukhi by Narayan Debnath

                                              
                                                                         ডাউনলোড করুন                                       



নারায়ণ দেবনাথ ফউণ্ডেসনের সূচনার সঙ্গে সঙ্গে  নারায়ণ বাবুর একটি কমিকস্‌ দিলাম আজ । গোয়েন্দা কৌশিকের তৃতীয়   কমিকস্‌ এটি । 
 লালমাটির নারায়ণ দেবনাথ কমিকস্‌ সামগ্র বা দেব সাহিত্য কুটিরের গোয়েন্দা কৌশিক সামগ্র( ওটি তে তো ৩-৪ পাতা মিসিং রয়েছে ) তে এর একটি পাতা কোন সামগ্র তেই নেই । ভাদ্র ১৩৮৯ সংখ্যা টি আমার কাছে থাকলেও প্রচ্ছদ ছিল না...সন্ধেহ টা তখন ই হোল...  তখন লাল মাটির সামগ্র তে ও দেখলাম যে শ্রাবণ সংখ্যার পর কার্ত্তিক ১৩৯০ এর পাতা টি... মাঝে কর্মী ধর্মঘটের কারনে আশ্বিন- মাঘ অবধি শুকতারা বন্ধ ছিল... ফাল্গুন থেকে আবার শুকতারা বোম্বাই থেকে ছেপে আসতে থাকলো... প্রথম ৮ টি সংখ্যার প্রচ্ছদে থাকলো বাহাদুর বেড়াল... কার্ত্তিক ১৩৯০ থেকে আবার গোয়েন্দা কৌশিকের বাকি পাতাগুলি প্রকাশ পেলো... এই মাঝের এক পাতার ব্যাপার টা মাথায় রয়ে গেল... খুবই ভাগ্যের কথা শেষে মিঃ ওয়াকার-স্বাগত ন্যাশনাল লাইব্রেরী থেকে স্ক্যান করে আনল... আমরা কালার প্রিন্ট করে নিলাম... তাই আপাতত এই কমিকস্‌ টি হোল ১০০ ভাগ সম্পূর্ণ।  
















 দিলিপ দার কাছে ওনার করা কমিকস্‌ সোনা ও রুপাযুগে যুগে বা অন্যান্য দুর্লভ কমিকস্‌ গুলোর হার্ড কপি নেই ! শুনে অবাক হলাম, আমার কাছে ওনার শুকতারার সমস্ত কাজ আছে যেনে আমাকে জড়িয়ে ধরেন দিলিপদা। ওনাকে কথা দিলাম ওনার সমগ্র করবার জন্য যা যা  হার্ড কপির দরকার তা উনি পাবেন ! প্রকাশকদের হেলার পাত্র হতে হবে না।




সস্ত্রীক গৌতমদা ।











আনন্দমেলার আমাদের সেই বিখ্যাত ইলাসট্রেটার দেবাশিষ দেব। মনে পড়ে যায় ওনার পাগলা সাহাবের কবর ,ঝিলের ধারে বাড়ির ইলাসট্রেশন গুলির কথা ।














ঘনাদা গ্যালারীর দুই অ্যাডমিন  হিজি্‌ বিজ্‌ বিজ্‌(সৌরভ দত্ত) ও সায়রী মুখার্জি।









নারায়ণ দেবনাথ ফউণ্ডেসনের স্পন্সার কৌশিক ও দিলিপ দাস ।











বাংলার কমিকস্‌ ও কার্টুন গবেষণার তিন দিকপাল মদ্ধে বিষয় কার্টুন পত্রিকার সম্পাদক বিশ্বদেব গঙ্গোপাধ্যায় ডান পাসে দেবাশিষ সেন ও বাম পাসে দেবাশিষষ গুপ্ত। তিন জনকে এক যায়গায় পাওয়া দুর্লভ ব্যাপার !  বিশ্বদেবদা কে সবসময় পাসে পেয়েছি, ওনার কাছে আমি কৃতজ্ঞ ।










ছবির ডান দিকে কার্টুনিস্ট সুমিত সেনগুপ্ত, কালো জ্যাকেট পরা আপানাদের সকলের প্রিয় মিঃ ওয়াকার, সৌরভ ও জয়ন্ত ব্যানার্জি । 






শ্রীদিলিপ দাস








প্রকাশিত হোল দীপ প্রকাশনী থেকে শান্তনুর নতুন বই ছবিতে মজার গল্প।এর সংগ্রহ ও স্ক্যান বেসিরভাগটাই আমার কর ।