আজ মহাভারতের খণ্ড ৪ থাকছে সকলের জন্য
মহাভারতে ভীমের শৌর্য-বীর্যের অনেক ঘটনা বর্ণিত হয়েছে , এই খণ্ডে পাবেন ভীমের একটি কাহিনী,
পবন দেবের বরে ভীমের জন্ম হয়। পাণ্ডু এবং মাদ্রির মৃত্যুর পর দেবী কুন্তি এবং ভীমসহ তাঁর অন্য ৪ পুত্র সহ হস্তিনাপুরে ছিলেন। শৈশব থেকে ভীম এর সাথে তার জ্যেঠতুতো ভাই কৌরবদের, বিশেষ করে দুর্যোধনের সাথে খুব শত্রুতা ছিল। দু্র্যোধন এবং তার মামা শকুনি মিলে ভীমকে অনেক বার মেরে ফেলতে চেষ্টা করে। একবার তারা ভীমকে বিষ মিশ্রিত খাদ্য খাইয়ে দেয়। এতে ভীম অজ্ঞান হয়ে গেলে, তারা ভীমকে নদীতে ফেলে দেয়। নাগেরা ভীমকে উদ্ধার করে এবং তাকে বিশেষ পানীয় পান করতে দেয়। তা পান করে ভীম আরো বলশালী এবং তার দেহে বিষ প্রতিরোধী শক্তি জন্মে।
Tremendous come back, cobra বাবু... চালিয়ে যান
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Delete