Tuesday, March 23, 2021

Post # 1039 Bengali Amarchitra Katha 206

                                                                          ডাউনলোড করুন 

 

জয়প্রকাশ নারায়ণ (১১ অক্টোবর ১৯০২ - ৮ অক্টোবর ১৯৭৯) জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক (ইংরেজি ভাষায় দি পিপলস লিডার) নামে পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা। তিনি ভারত ছাড়ো আন্দোলনের বীর নামেও পরিচিত এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিরোধী নেতৃত্ব দেওয়ার জন্য তাকে স্মরণ করা হয়, যার পতনের জন্য তিনি "সম্পূর্ণ বিপ্লব" করার আহ্বান জানিয়েছিলেন। তাঁর জীবনী জয়প্রকাশ তার জাতীয়তাবাদী বন্ধু এবং হিন্দি সাহিত্যের বিশিষ্ট লেখক রাম বৃক্ষ বেনিপুরী লিখেছিলেন। ১৯৯৯ সালে  তিনি তার সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন লাভ করেন। অন্যান্য পুরস্কারগুলির মধ্যে রয়েছে ১৯৬৫ সালে পাবলিক সার্ভিসের জন্য ম্যাগসেস পুরস্কার।

আপদকালীন সময় তাঁর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তাকে জেপি মুভমেন্ট বলা হয়।





 

2 comments:

  1. Indrajal comics no. 99, 98, 97, 96, 93, 87, 85, 84, 82, 81, 79, 78, 76, 75, 74, 72, 71, 69, 67, 65, 64, 62, 60, 56, 54, 51 are missing and cannot be downloaded. Please do something....

    ReplyDelete