Monday, March 1, 2021

Post # 1034 Bengali Amarchitra Katha 199

                                                              ডাউনলোড করুন

 

 অমর চিত্রকথার আজকের চিত্র কাহিনী টি বাংলার এক বিহু জনপ্রিয় উপকথা অবলম্বনে রচিত । রেভারেণ্ড লাল বিহারী দে - র বাংলায় উপকথার একটি কাহিনীকে আবার নতুন করে বলা হয়েছে 'চন্দ্রললাট' এ ।

ছোট্ট মেয়েটি থাকতে ঠাকুমা তাঁর ঠাকুমার কাছ থেকে যে গল্প শুনেছিলেন তিনি তা তাঁর নাতি নাতনিদের নিজের মতো করে বলতে ভালবাসতেন । বহু দূর দেশ ভ্রমন কালে কোন পথিক তাঁর যাত্রাপথে কোনও কাহিনী শুনে পরে যখন সেগুলি কারো কাছে বলতেন তখন দরকার মতো স্থান কাল পাত্র অদল বদল করে নেন । এই ভাবে গল্প পৃথিবীর এক প্রান্ত থেকে ছড়িয়ে পড়েছে অন্য প্রান্তে... বলা বাহুল্য ,  আর এই কারনেই ঈশপ ও পঞ্চতন্ত্র প্রনেতা বিষ্ণুশর্মার কাহিনী মধ্যে অনেক রকম মিল দেখতে পাওয়া যায় । 






 

3 comments: