Saturday, October 31, 2020

Post # 1007 Bengali Amarchitra Katha 091

                                                                       ডাউনলোড করুন

 

 ব্লগে নিয়মিত পোস্ট পাচ্ছেন না মাণে এই না যে আমি ব্লগের কোন কাজ করছি না... ইন্দ্রজাল ১ -১০ পোস্ট করে ছিলাম পি ডি এফ করে এবার ১১ -১৬ হাই কয়ালিটি যতোটা সম্ভব করে পি ডি এফ এ করে দেওয়া হোল... আগের পোস্ট এ দিয়েছিলাম নতুন বই গুলি কোন লেবেল এ পাবেন , দয়া করে দেখে নিতে পারেন  । 

আর যারা 'ফোন'  বা 'ট্যাব' ব্যাবহার করছেন তাঁরা ব্লগ এ এসে আগে ''মবাইল ভিসিন'' থেকে ''ওয়েব ভিসন'' করে নিন , ও 'লেবেল' অনুসরন করুন । 

কি ভাবে করবেন ?
ব্লগের ডান দিকে একটি জায়গায় লেবেল লেখা আছে। তার নিচে পর পর নাম লেখা আছে, বাহাদুরের উপর ক্লিক করলে বাহাদুরের সব কমিকস্‌  খুলে যাবে । ঠিক একই রকম ভাবে বেতাল বা ফ্লাশ গর্ডন। আবার খণ্ড ২০ , ২১ বা ২৬ এর উপর ক্লিক করলে ঐ খণ্ডের সব বই খুলে যাবে। বা ১-৫০ উপর ক্লিক করলে সংখ্যা ১ থেকে ৫০ এর সব বই পাবেন। তা ছাড়া নারায়ণ দেবনাথ , ময়ূখ চৌধিরী বা তুষার চট্টপাধ্যায় দিলীপ দাস গৌতম কর্মকার সুব্রত গাঙ্গুলি তো আছেনই ।
খুব ই সহজ, শুধু লেবেল টি অনুসরন করতে হবে। আর একদম নিচে আছে হোম, হোমে এ গিয়ে Older Post এ ক্লিক করলে পর পর পেছতে থাকবেন। 
প্রথম ছোট পাতা টির নিচে "ডাউনলোড করুন" লেখা লিংকে টি ক্লিক করুন । মেইন "মিডিয়া ফায়ার" লিংক খুলে যাবে.. ওখানে Down Load লেখার উপর ক্লিক করুন... ডাউনলোড সম্পন্ন হবে । 

 

 





 

30 comments:

  1. শুভ বিজয়া ইন্দ্রবাবু

    ReplyDelete
    Replies
    1. শুভ বিজয়া,ভালো থাকবেন ।

      Delete
  2. Thank God! Dada at last tomar dekha pelam. I think this is the lengthiest gap between two post.
    Subho bijoya. Dada bhalo theko.

    ReplyDelete
  3. ইন্দ্রনাথ, টারজান বইটি ইংরাজীতে কমিকস আকারে প্রকাশিত হয়েছিল; সেগুলোর PDF কি পাওয়া যাবে?

    ReplyDelete
    Replies
    1. ইংরাজী কমিকস্‌ এর সংগ্রহ একেবারেই নেই। আমি ও পি ডি এফ পাইনি ,

      Delete
  4. দাদা, আপনার জন্য অপেক্ষা করছি।

    ReplyDelete
    Replies
    1. আমি ১৫ ডিসেম্বর অবধি একটু ব্যাস্ত আছি... ১৫ তারিখের পর পোস্ট হচ্ছে ।

      Delete
  5. Dada dhayrjer baadh venge jachchhe.

    ReplyDelete
    Replies
    1. আমি ১৫ ডিসেম্বর অবধি একটু ব্যাস্ত আছি... ১৫ তারিখের পর পোস্ট হচ্ছে ।

      Delete
  6. Replies
    1. আমি ১৫ ডিসেম্বর অবধি একটু ব্যাস্ত আছি... ১৫ তারিখের পর পোস্ট হচ্ছে ।

      Delete
  7. কোথা আছো গুরুদেব আমি জানি না
    তোমার করুনা ছাড়া কিছু চাহি না

    ReplyDelete
    Replies
    1. ২য় ডিগ্রি ব্ল্যাক বেল্টের জন্য প্রস্তুত হচ্ছি... প্র্যাকটিস করতে হচ্ছে খুব...১৫ এর পর পাক্কা ফিরছি ।

      Delete
  8. কি হলো দা?😢😢😢😢

    ReplyDelete
    Replies
    1. আছি, ১৫ তারিখের পর হবে ।

      Delete
    2. Da....Aj to 17 cholchhe😭😭😭😭😭

      Delete
  9. ACK পোষ্ট পরে করলেও অসুবিধা নেই... শুধু ভাল আছেন এইটুকু তো জানান...

    ReplyDelete
    Replies
    1. ২য় ডিগ্রি ব্ল্যাক বেল্টের জন্য প্রস্তুত হচ্ছি... প্র্যাকটিস করতে হচ্ছে খুব...১৫ এর পর পাক্কা ফিরছি ।

      Delete
  10. ওয়েলকাম ভাই ।

    ReplyDelete
  11. Dada, all the best for the Black Belt exam! Nischoi shofol hoben! Ekta request chilo. Jodi haathe ektu shomoye thake to dekhben je goenda Nishith Roy'r "Dakainir Raat" aar "Danober haathe Nishith Roy" - eei duto ektu khuje dekhben please? These two are uploaded but they are only few pages and nor complete. Jodi ektu puro'ta upload korte paaren to khub bhalo lagbe. Just a request and good luck once again.

    ReplyDelete
  12. আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম... আপনি 'বাহাদুর' হয়ে উঠুন

    ReplyDelete
  13. Dada, eto dine to blackbelt hoye gelen...cheers dada! ebar ektu request tuku rakhun! Post no. 233, Danober Haathe Nishit Roy aand post no. 244, Dakinir Raat, eei duto ektu dekhun na jodi puro'ta peye jaan....sudhu 7 pages aache...!!! dekhun na, purota paan kina! request roilo...

    ReplyDelete
  14. Dada 15 tariker por firben bolechile.ki holo?

    ReplyDelete
  15. ২য় ডিগ্রি ব্ল্যাক বেল্ট পরে পূর্ন সাজে আপনার একটা ছবি অবশ্যই পোষ্ট করবেন ।

    ReplyDelete