Wednesday, January 17, 2018

Post # 628 Bengali Indrajal Comics Vol.21 No.36

                                                                   ডাউনলোড করুন
                                                বইটির  স্ক্যান ও এডিট করে দিয়েছেন- পিব্যান্ডস 


প্রথম পড়ার পর থেকেই এই কমিকস্‌ টি ভালো লাগে , এক কথায় অসাধারন , 'জেমস বন্ডের' গল্প ও হারমানে, শেষ অবধি এক টানটান রহস্য , পড়লে সকলের ভালোই লাগবে মনে হয় আমার ।  
     















অদ্ভুত কিছু কমিক্স কথাঃ
দাঁড়াও পথিকবর
জন্ম যদি তব বঙ্গে
-তিষ্ঠ ক্ষণকাল
 
তাঁর জন্য কিছুক্ষণ দাঁড়ান যেতেই পারে --- এখানে...।
বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী বলেছিলেন – “আজ পর্যন্ত পিসিয়েলের ( প্রফুল্লচন্দ্র লাহিড়ী ) মতো বিশ্বমনস্কতার পরিচয় এই দেশে কেউ দিতে পারেনি । তাঁর আঁকা কার্টুন আন্তর্জাতিক মান ছুঁয়েছিল ।
সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে ষাটের দশকের প্রথম ভাগে তিনি মার্কিন দেশ সফর করেন ও সেখানকার সেরা ওয়াল্ট ডিজনির সঙ্গে তাঁর সাক্ষাৎকার ঘটে ও ডিজনি তাঁর তৈরিকাফী স্কোপদেখে মুগ্ধ হয়ে যান । মার্কিনদেশ সফর কালে সে দেশের সেরা কাগজগুলি তাঁর কার্টুন ছেপেছে এবং সেখানে কাজে যোগ দেবার আমন্ত্রণ ও জানায় । কোলকাতার প্রতি আনুগত্য ও মমত্ববোধ বজায় রেখে সে অনুরোধ ফিরিয়ে দিয়ে দেশে ফিরে আসেন ।
এই বইটি ১৯৭২ এ প্রথম প্রিন্ট হয় । এ ছাড়াও ছবির কথা’, ‘দধীচির অস্থি’, In search of the truth’ , ছোটোদের জন্য তাঁর সৃষ্ট সচিত্র বই (গ্রাফিক নভের) ।











 









2 comments: