Tuesday, November 21, 2017

Post # 623 Bengali Indrajal Comics Vol.21 No.30

                                                                      ডাউনলোড করুন
                                                                স্ক্যান ও এডিট- পিব্যান্ডস
                                                               
কিছুদিন কলকাতায় বাইরে থাকায় ব্লগে ফিরতে দেরি হয়ে গেল, আপনারা যারা ফেসবুকে বা  মেল করে   প্রফ. শঙ্কুর পোস্ট গুলি সম্পর্কে জানতে চাইছেন যে পোস্ট গুলি কেন ডিলিট করা হোল ...সকল বন্ধুদের জানাই যে 'কপি রাইট' সম্মন্ধিতো অসুবিধা থাকায় ও  কিছু বা কয়েকজন মানুষের আপত্তি থাকায়  এগুলি ডিলিট করা হোল... তবে কপিরাইট আইন অনুযায়ী ইন্দ্রজাল দিতে এই মুহূর্তে কোন অসুবিধা নেই , তাছাড়া নারায়ন দেবনাথ,প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়  ময়ুখ চৌধুরী, তুষার চট্টোপাধ্যায়, দিলিপ দাস মৈত্রয়ী মুখোপাধ্যায় ধ্রুব রায় (পোলারিস) ও হারানো বা বন্ধ হয়ে যাওয়া বাংলা কমিকস্‌ পোস্ট করা থেকে ব্লগ সরছে না । কপি রাইট আইন অনুযায়ী অলঙ্করনের সত্ত শিল্পির, আগে প্রকাশকের সঙ্গে শিল্পিদের কোন লিখিত চুক্তি থাকতো না , কিন্তু শিল্পি যদি সেই সংস্থার মাইনা করা কর্মী হন এবং তখন সেইসংস্থার হয়ে কোন অলঙ্করন করেন তার সত্ত হবে কম্পানির , যেমন আনন্দ পাবলিশার্স  থেকে আনন্দমেলায়  প্রকাশিত 'সদাশিব', তার সত্ত শ্রী বিমল দাসের পরিবারের নয় , তাই একমাত্র  আনন্দই পারে এটি আবার প্রকাশ করতে ।
 যাই হোক আজ ইন্দ্রজালে বেতাল ও রিপ কার্বির জোড়া কমিকস্‌ পড়ুন ...। 











9 comments:

  1. indrojal comics sob somay e valo. kintu betal er golper samne kau aste parbe na.

    ReplyDelete
  2. ঐ জন্য আজ ও এতো উন্মাদনা ।

    ReplyDelete
  3. ইন্দ্রানাথবাবু, 30 নম্বর টা নেই!!!

    ReplyDelete
  4. Post 47, comics sl. 41 থেকে কোনোটাই খুলছে না। বিষয়টা একটু দেখবেন plz.

    ReplyDelete