Monday, May 25, 2015

Post # 366 Boka Ginny By Moitrayee Mukhopadhay

                                                                         ডাউনলোড করুন





আমার মনেহয়  মৈত্রেয়ী মুখোপাধ্যায় এর শেষ ও শ্রেষ্ঠ কমিকস্‌ অলংকরণ  বোকা গিন্নীর কাহিনী , প্রকাশ কাল ফাল্গুন ১৩৮৫ থেকে জ্যৈষ্ঠ ১৩৮৭ । ১৩৮৭-৮৮ পর অদ্ভুত ভাবে মৈত্রেয়ী মুখোপাধ্যায় হারিয়ে যান, এর পর ওনার কোন অলংকরণ ও কমিকস্‌ দেখা যায়নি । আশা করি এই কমিকস্‌ টি ও আপনাদের ভালো লাগবে ।


                          




11 comments:

  1. Darun post indra babu kayekta sankha porechilam purota kakhono parini, abar porlam thanks.

    ReplyDelete
    Replies
    1. সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ! দুঃখের ব্যাপার মৈত্রেয়ী মুখোপাধ্যায় এটি শেষ কমিকস্‌, এরকম কিছু কমিকস্‌ আর দিলিপ দাসের আছে , যথা সময় ব্লগে দেবো !

      Delete
  2. আবার একটি দুর্দান্ত পোস্ট। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোটো করবো না, তবে নিজের ভালো-লাগাটা একদম অকৃত্রিম এটুকু বলতেই পারি। তোমার অসাধারন সংগ্রহ এবং অক্লান্ত পরিশ্রম পঞ্চমুখে প্রশংসা করতে হয়।
    একটা অনুরোধ, সুধীন্দ্রনাথ রাহার ২/৩টি কাজ তুমি আগে ব্লগে দিয়েছো, আরও কিছু পাওয়ার আহস করতে পারি কি?

    ReplyDelete
    Replies
    1. @ প্রদীপদা পাঠকদের ব্লগে এসে কমেন্ট করা টা আমার কাছে একটা বড় ব্যাপার, হাজার পাঠক ডা উন লো ড করে কিন্তু সবাই তো সামান্য ধন্যবাদ বা ভালো মন্দ কমেন্ট করেনা ! আপনি প্রথম থেকে পাশে আছেন এটাই বড় কথা ! সুধিন্দ্র নাথ কে নিয়ে এর মধ্যেই পোস্ট পাবেন , অনেক ধন্যবাদ আপনাকে ।

      Delete
    2. খুব সত্যি কথা, কমেন্ট তো আর জোর করে হয়না...ভালো কথাই বলতে হবে তাও না, কিন্তু পাঠকের সামান্য একটা কমেন্টও যে ব্লগারকে কতটা উদ্দীপনা দেয় তা যারা ব্লগে পোস্ট করে তারাই জানে :)

      Delete
    3. সত্যি কথা ব্লগের রা নিঃস্বার্থ ভাবে কাজ করে শুধু পাঠকদের কমেন্ট আশা করি !

      Delete
  3. etar kotha bolchilam...dhonnobad Indra babu.Tushar kanti chatterjee r details deben bolechilen...kobe pabo?

    ReplyDelete
    Replies
    1. আমি আগামি ১-২ টি পোস্টের ভিতর তুষারবাবুর সম্পর্কে জানাবো , ও একটি কমিকস্‌ ও দেবো ।

      Delete
  4. খুব সুন্দর ইন্দ্র । দারুন পোস্ট । এই কমিকস গুলি যে আবার কোনদিন পরতে পাবো ভাবিনি । তোমার জন্যই এসব সম্ভব হচ্ছে । অনেক ভালোবাসা রইল .

    ReplyDelete
    Replies
    1. তোমাদের পাশে থাকাটাই বড় কথা ! আরও একবার ধন্যবাদ জানাই ।

      Delete
  5. darun post apnar..doya kore KALO BAGHER THABA...eta ektu thik korun link kaz kor6e na...amr onek purano smriti.

    ReplyDelete