Saturday, March 22, 2025

Post # 1179 Timboka Murtir Rahasya

                                                                          ডাউনলোড করুন

আগের পোস্টে আপনাদের নতুন বই ও ডাউন থাকা হাই কোয়ালিটি তে ইন্দ্রজাল গুলি বা অনেক পুরানো কমিকস্‌ গুলি আর আপ লোড না করার কারন গুলি বলে ছিলাম , যারা ইন্দ্রজালের ৫ টি ভলুম বেআইনি ভাবে বিক্রি করছে তাদের একজন স্বীকার ও করেছে কোথা থেকে নেওয়া , যে গ্রুপ গুলি থেকে ওরা বিক্রি করছে সেই সব গ্রুপের এক অ্যাডমিন এর থেকে জানতে পারলাম , ওদের দেশে কপিরাইট আইন বলে কিছু নেই । এই কপিরাইট আইনে ব্লগার রা পড়বে না ,কারন পুরানো কমিকস্‌ গুলি সংরক্ষণ করে বিনেপয়সায় দেওয়া হচ্ছে বলে ।  কোন বাণিজ্যিক উদ্দেস্য নেই ।  

এছাড়া ভিবিন্ন টেলিগ্রাম গ্রুপে আমার কুন্তলদার ,ওয়াকারের  বই গুলি ঘোরাফেরা করছে , এদের মধ্যে আবার প্রেসিডেন্ট , সেক্রেটারি আছে ,হাসবো না কাঁদবো জানিনা, তাদের কি দাপট... সবাই গর্ব করে বলছে কার কত জি .বি. পি. ডি .এফ আছে , আবার নিজেদের মধ্যে এই নিয়ে ঝামেলা ও হচ্ছে , বুক ফার্ম এর নতুন কমিকস্‌ দেওয়া হচ্ছে ,লাল মাটির গৌতম কর্মকার সমগ্র দেওয়া হয়েছে ,এবং আমার দেওয়া বাংলা ২৫০ মতো অমর চিত্র কথা ও নাকি চালা চালি করবে  । তাই ইন্দ্রজাল আর আপ করা হবে না । ডায়মন্ড ও নয় , কিছু মানুষের জন্য ডায়মন্ড এর ফ্যান্টম ,চাচা চৌধুরী আর আপলোড হবে না ।

 














 

2 comments:

  1. Khub dukho pelam sune j kichu orbachiner jonno amra Dimond er Phantom, Chacha chowdhuri boi guli r pabo na...

    ReplyDelete
    Replies
    1. এছাড়াও প্রচুর হারিয়ে যাওয়া কমিকস্‌ আছে ,আস্তে আস্তে সব পাবেন , আমি সারা জীবন ধরে দিলেও শেষ হবে না ।

      Delete