Thursday, June 13, 2024

Post # 1176 Bengali Amarchitra Katha 005

                                                                        ডাউনলোড করুন

 

 বই দিয়েছেন ও স্ক্যান করেছেন ডাঃ আভিজিৎ চন্দ ।

ফোন থেকে স্ক্যান করা হয়ে ছিল এটি , অনেক কষ্টে এডিট করলাম ৩ দিনের পরিশ্রমে। 

অমর চিত্র কথা প্রায় শেষ , আর হয়ত ৪-৫ টি বাকি রইল । আশাকরি ওগুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, এরপর নতুন চমক আসতে  চলেছে এখন বলছি না স্ক্যান এর কাজ শুরু করেছি। 

কপি রাইট ছাড়া বই গুলি দিয়ে থাকি সকালের জন্য এর মধ্যে ও টেলিগ্রাম গ্রুপ করে পিডিএফ চোরের দল অন্যের শেয়ার করা বই দিয়ে লেকচার দিচ্ছে, তার স্ক্রিন শট সামনের পোস্টে দেবো,  আজ আর এক ভিখারির কর্ম পদ্ধতি দেখুন। এর পর ব্লগ যদি নিজের চেনা শোনা বন্ধুদের Access  দেই private  করে দিয়ে  , সকালের পক্ষে ভালো হবে তো ???

আমি জানি এই পোস্ট দেখে এই লোক হলুদ হলুদ দাঁত বের করে হাসবে ,এই সব পরজীবী লোক নির্লজ্জই  হয় সাধারণত। 

এক প্রকার জানোয়ার দের জন্য যারা পুরানো ব্লগার রয়েছেন তাঁরা বেশিরভাগ ব্লগ থেকে দূরে সরে গেছেন , এই প্রকার আধা ভিখারি দের জন্য, এরা কোনোদিন স্ক্যানারে হাত দেয়নি, জীবনে একটা পুরানো কমিকস কিনেছে কিনা সন্দেহ আছে ল্যাপটপ হয়তো কিনতে পারে না, কোনো ক্রমে ফোন থেকে ডাউনলোড করে ফাইল extract করে ফেসবুকে ব্লগ বানিয়ে ফুটেজ খাচ্ছে, এই লোক মনে হয় আমাদের পরিচিত কেউ, আরে ভিখারি ক্ষমতা থাকলে নিজে একটা comics স্ক্যান করে দেখাও, আমার এক ব্লগার বন্ধু তো দেখে বরাহ নন্দন বলে সম্বোধন করছে, এদের দুই কান কাটা, লজ্জা শরম বলে কিছু নেই, উচ্ছিষ্টভোজী নোংরা , গায়ে চুলকানি হওয়া সারমেয়র অধম ভিখারি এরা তবে এই সব তৃতীয় শ্রেণীর comics ভক্ত দের থেকে দূরে থাকুন

 

কি বিরাট অ্যাডমিন দেখলে ভয় কররে

 

 

 

 


























                                                           
 

                                                                 

10 comments:

  1. বরাহ নন্দন এর কমেন্ট এর আশায় থাকলাম,

    ReplyDelete
  2. Shame on these people...doesn't have the basic sense to give the credit to the original digital creator...courtesy boleo kisyu nei

    ReplyDelete
    Replies
    1. সস্তায় নাম কেনার চেষ্টা তে এর কি, আবার বলছে শুনলাম water mark তুলে দিতে পার তো কিন্তু দেয় নি, ক্ষমতা থাকলে একটা বই থেকে ওয়াটার mark তুলুক,32 পাতার বই থেকে তুলতে গেলে যে যে জিনিষ লাগে তা এর কাছে নেই, সাথে সময় যা লাগবে প্রচুর, এই সব লোক তা ও পারবে না।

      Delete
  3. দাদা বই পোস্ট করা বন্ধ করবেন না please

    ReplyDelete
    Replies
    1. না, স্ক্যান এর কাজ চলছে , এই সব 3rd Class চোরের জন্যে আপাততঃ ব্লগ বন্ধ হচ্ছে না।

      Delete
  4. হেঃ হেঃ! গাধাটা জলছাপ সহ পোস্ট দিয়েছে। বাকী গাধারা পড়ার সময় সেটা দেখেও বুঝতে পারছে না।

    ReplyDelete
  5. চোরটা আবার বলছে ও নাকি খুব খাটুনি করে খুঁজে পেতে ডাউনলোড করে আর এডিট করে , কি এডিট করে ? পানু ????

    ReplyDelete
    Replies
    1. এত যখন কমিকস প্রীতি তবে আনন্দ ভাগ করতে হলে স্ক্যানার,ল্যাপটপ, বই কিনে স্ক্যান করে দেখাক , "হাইক" খেতে অন্যের খেটে করা কাজ দিয়ে সস্তায় নাম কেনার চেষ্টা কেনো??? এডিট করে বলছে আবার হা হা হা হা , হুবহু আমার পেজ গুলো দেওয়া, এডিট কাকে বলে জানে? ফটোশপ ছাড়া কি কি software লাগে বলতে পারবে? পা নু এডিটর ই বটে।

      Delete
  6. "ধুলো খেলার" ব্লগের বই ও চুরি করেছে ঐ ব্যক্তি ,

    ReplyDelete