Tuesday, January 30, 2024

Post # 1174 Bengali Amarchitra Katha 737

                                                                     ডাউনলোড করুন

 জামশেদজি নসরওয়ানজি টাটা, দেশ-এর বিখ্যাত শিল্পপতি, 03 মার্চ, 1839-এ দক্ষিণ গুজরাটের একটি ছোট শহর নাভসারিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা-মা'র নাম ছিল নাসরওয়ানজি টাটা এবং জীবনবাই। শহরটি তখন বরোদা রাজ্যের অংশ ছিল। জামশেদজি টাটার বাবা, নাসরওয়ানজি টাটা, পার্সি পুরোহিত পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। পরিবারটি 25 প্রজন্ম ধরে পুরোহিত হিসাবে কাজ করে এসেছে। কিন্তু পরবর্তীতে তারা ব্যবসা করার সিদ্ধান্ত নেয় এবং বোম্বেতে চলে আসে।তিনি একজন ছোট ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন এবং সফল হন। 1852 সালে, জামশেদজির বয়স যখন মাত্র 13 বছর, তাঁর বাবা তাঁকে বোম্বে ডেকে এনে একটি স্থানীয় স্কুলে ভর্তি করেন। জামশেদজি টাটা 29 বছর বয়স পর্যন্ত তার বাবার ব্যবসায় কাজেই যুক্ত ছিলেন এবং তারপরে 1868 সালে 21,000 টাকা মূলধন নিয়ে একটি ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তথ্য অনুযায়ী, খুব ধনী হওয়া সত্ত্বেও টাটা খুব সাধারণ মানুষ ছিলেন। মুম্বাইতে তার বাড়ি, এসপ্ল্যানেড হাউস, তার দূরের আত্মীয়সহ পরিবারের সকল সদস্যের জন্য সবসময় অবারিত দ্বার ছিল।তিনি সন্তানদের সাথে নম্র আচরণ করতেন। কিন্তু তিনি কখনই সন্তানদের সময় বা অর্থ অপচয় করতে দেননি। তিনি পার্সি নীতিতে 'হুমতা' অর্থাৎ ভালো চিন্তা, 'হুক্তা', ভালো কথা এবং 'হুওয়ারশতা' অর্থাৎ সৎকর্মে বিশ্বাস করতেন। সম্পদ থাকা সত্ত্বেও এবং উচ্চ সমাজের সঙ্গে তাল মিলিয়ে, তিনি কখনও মদ বা অন্য নেশা করেননি।জওহরলাল নেহেরু তাঁকে 'আধুনিক ভারতের অন্যতম প্রতিষ্ঠাতা' বলে আখ্যায়িত করেছেন। তাঁর একাধিক ব্যবসা থাকলেও, তিনি লৌহ ইস্পাত শিল্পের জন্য ভারতে নিজেকে অমর করে রেখেছেন। তাঁর হাতেই গড়ে উঠেছিল আজকের জামশেদপুর শহর। টাটা আয়রন ও স্টিল গড়ে তুলেছিলেন তিনি।প্রচন্ড খাটুনিতে 1900 সালেই অসুস্থ হয়ে পড়েছিলেন টাটা। জার্মানিতে একটি বাণিজ্যিক সফরে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 1904 সালের মৃত্যু হয় তাঁর।




 

2 comments:

  1. ধন্যবাদ কোবরাবাবু, দীর্ঘদিন পর আবার পোষ্ট পেলাম... কিন্তু ডাউনলোড করার optionটা কি বন্ধ করা আছে ? মানে, ডাউনলোড বাটনে ক্লিক করলেও কিছু হচ্ছে না

    ReplyDelete
    Replies
    1. ইন্দ্রজাল কমিকস এর কিছু লিংক ছাড়া বাকি লিংক সন্দর কাজ করছে ।

      Delete