আজ আমার প্রিয় একটি কমিকস্ পোস্ট করলাম , বেশ মনে আছে ছোটবেলায় আমরা ভাই রা এই গল্পের কুঁড়ে ভালুক টির সংলাপ নিজেদের মধ্যে বলাবলি করতাম। এরপর একদিন কালের নিয়মে আমিও শোলার টুপি পরে বিয়ে করলাম ... তারপর আমার স্ত্রী কে ডায়লগ দিতাম খুসি করার জন্য যে - পৃথিবীর একমাত্র একজনের রান্না থেকেই এমন চমৎকার গন্ধ বেরয় ...ইত্যাদি ইত্যাদি ।।
গল্প শোনার যতো মজা ,গল্প বানানোর মজা তার থেকে কম নয় । আর এই বানানো গল্পটি যখন এক দেশ থেকে অন্য দেশে,এক ভাষা থেকে অন্য ভাষায় উড়ে চলে – তার মজাও কম নয় । একবার সে পোশাক বদলায়,আরেক বার তার মুখের কথায় নতুন বাতাস লাগে । তারপর আবার নতুন কেনা জামা কাপড় পরে এ যেন আরেক নতুন মানুষ .........
Wowww....back to back darun bepar
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Delete