কথাসরিৎসাগর আনুমানিক খ্রিষ্টীয় একাদশ শতাব্দীতে বিশিষ্ট কাশ্মীরি কবি সোমদেব কর্তৃক রচিত ভারতীয় কিংবদন্তি, রূপকথা ও লোককথার সংকলন। সংস্কৃতে কথাসরিৎসাগর শব্দটির অর্থ গল্পনদীর মহাসমুদ্র। ১২৪টি অধ্যায়বিশিষ্ট মোট ১৮টি গ্রন্থে বিভক্ত কথাসরিৎসাগর-এ গদ্যাংশ ছাড়াও রয়েছে ২১ হাজারেরও বেশি শ্লোক।
গল্পের মধ্য থেকে বেরিয়ে আসছে আর-একটি গল্প। তা থেকে আরও একটি _এরকমভাবে গল্পের প্রবাহ সৃষ্টি করেছে অসংখ্য তরঙ্গের যারা মিলেমিশে তৈরি করেছে কথাসাহিত্যের এক অতলান্ত সমুদ্র যা বহু ক্ষেত্রেই আদি ও বীভৎসরসে সিঞ্চিত। এতৎসত্ত্বেও গৃহী পাঠকের জন্য এখানে উপস্থিত হিতকথা, নীতিবাক্য ও শাস্ত্রীয় উপদেশ।
খুব ভাল লাগলো, দীর্ঘ সময় পর ACK পড়তে পেরে, ভাল থাকবেন ইন্দ্রবাবু
ReplyDeleteধন্যবাদ
Deleteআপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো। আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করি। আপনি সুস্থ শরীরে আবার ব্লগে জমিয়ে দিন – এটুকুই চাই
Deleteধন্যবাদ দাদা। অনেকদিন পর আবার আপনার নিকট থেকে কমিকস পেলাম।
ReplyDeleteদীর্ঘ আড়াই মাস অসুস্থ ছিলাম ।
Deleteঅনেক দিন আগে যখন আনন্দমেলা ছোট আকারে প্রকাশিত হত, তখন একটা লেখা ধারাবাহিক ভাবে প্রকাশিত হত। সেই লেখা আমি গোগ্রাসে পড়তাম। সেটি হল পি কে ব্যানার্জীর "উইং থেকে গোল"... পুরো লেখাটা যদি একত্রে প্রকাশ করা সম্ভব হয় তাহলে পিকে-র সময়ের ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠবে। আর একটা লেখা ছিল চুনী গোস্বামীর "খেলতে খেলতে"।
ReplyDeleteসিং ব্রাদারহুড অরণ্যদেবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প। এটি ছিল লি ফকের লেখা প্রথম গল্প ।এটি কি বাংলায় পাওয়া যাবে? খুব ভালো হয় যদি এটি পাওয়া যায়।
ReplyDelete