Friday, March 25, 2022

Post # 1075 Bengali Amarchitra Katha 263

                                                                      ডাউনলোড করুন

অন্ধ্রপ্রদেশের সবথেকে জনপ্রিয় উপকথা ''বালনাগাম্মা''-র অনুসরণে এই অমরচিত্রকথাটি  লুইস,এম, ফারনাণ্ডেস কর্তৃক সম্পাদিত।

রূপকথার গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ...তাই হয়ত এই গল্প গুলি চির সজীব, জিবন্ত হয়ে আছে এখনো, গল্প শুনতেও ভালবাসে সকলে , বিশেষ করে ছোটরা... ছোট্ট মেয়েটি থাকতে ঠাকুমা তাঁর ঠাকুমার কাছ থেকে যে গল্প শুনেছিলেন তিনি তা তাঁর নাতি নাতনিদের নিজের মতো করে বলতে ভালবাসতেন । বহু দূর দেশ ভ্রমন কালে কোন পথিক তাঁর যাত্রাপথে কোনও কাহিনী শুনে পরে যখন সেগুলি কারো কাছে বলতেন তখন দরকার মতো স্থান কাল পাত্র অদল বদল করে নেন । এই ভাবে গল্প পৃথিবীর এক প্রান্ত থেকে ছড়িয়ে পড়েছে অন্য প্রান্তে... বলা বাহুল্য , আর এই কারনেই ঈশপ ও পঞ্চতন্ত্র প্রনেতা বিষ্ণুশর্মার কাহিনী মধ্যে অনেক রকম মিল দেখতে পাওয়া যায় ।





 

2 comments:

  1. InComico is one of the best ways to enjoy comics without having to pay for them. There are no subscription fees, ads or popups. Just browse through thousands of free comics and enjoy! Visit Here - incomico.fun

    ReplyDelete