Friday, October 15, 2021

Post # 1053 Bengali Amarchitra Katha 234

                                                                   ডাউনলোড করুন


 ইন্দ্রজাল কমিকস্‌ ১০৩ -৪২০ লিংক ডাউন করা হলো(২৯৫ বেতালের বিবাহ ডাউনলোড করতে পারবেন ) র‍্যার থেকে পি ডি এফ করা হবে এটি একটি কারন আর শক্তি কমিকস্‌ বই গুলির কপি রিইট নিয়ে প্রকাশ করতে চলেছে , এটি  আর একটি কারন , তবে আপাতত কথা হয়েছে যে বই গুলি ওরা প্রকাশ করবেন কেবল মাত্র সেই গুলির লিংক ডাউন করলেই চলবে। 

এছাড়া খণ্ড ২১ পুরো ডাউন করা আছে ,খণ্ড ২২ এর ১-১৬,১৮ ও ২০-২৯ ও ৫২ ডাউন করা আছে ,এবং খণ্ড ২৩  সম্পূর্ণ রূপে ডাউন করা আছে । বাকি সমস্ত বই ডাউনলোড হবে ।

 

২২ মার্চ রাতের মধ্যে ব্রিটিশ সরকার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিল ভারতের তিন সন্তান ভগত সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়ার। প্রতি রাতের মতো সেই রাতেও ..এই তিন তরুণ স্বপ্ন দেখেছিলেন দেশকে বিটিশ শাসন থেকে মুক্ত করার। এই খবরটি গোটা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেই রাতে শুধুমাত্র এই তিনজনের পরিবার না, সমগ্র দেশবাসীর জন্য স্মরণীয়। কিন্তু কোনও একটি বিশেষ কারণে ২৩ মার্চ তাঁদের নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা আগে তাঁদের ফাঁসি দেওয়া হয়।  ঠিক কী হয়েছিল সেই দিন ?

সেই সময়ের ভারতের ভাইসরয় লর্ড আরউইন মামলাটির জন্য এক বিশেষ ট্রাইব্যুনাল বা বিচারসভার আয়োজন করেছিলেন, যেখানে তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এই তিন শহীদকে ১৯৩১ সালের ২৩ মার্চ লাহোরের সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়। এই মামলায় সুখদেবও দোষী সাব্যস্ত হন। 

জেনে রাখা ভাল, কেন্দ্রীয় পরিষদে বোমা নিক্ষেপের দিন ২৪ মার্চ ঠিক করা হয়েছিল। তার আগেই ভগত সিংয়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে এই দিনটিকে ব্রিটিশদের ভীত হওয়ার দিন হিসাবেও মনে রাখা উচিত। কারণে এই তিনজনকে ১১ ঘন্টা আগে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি মঞ্চে যাওয়ার সময় ভগত সিং, সুখদেব এবং রাজগুরু আনন্দে গান গেয়েছিলেন।

মেরা রং দে
মেরা রং দে বসন্তি চোলা
মেরা রং দে বাসন্তি চোলা 





 

9 comments:

  1. ধন্যবাদ অনেকদিন পর পেলাম... শুভ বিজয়া

    ReplyDelete
  2. ইন্দ্রবাবু, আপনি কি কোবরা হয়ে গেছেন?

    ReplyDelete
    Replies
    1. 'অশ্বত্থামা হতঃ- ইতি গজ'

      Delete