Monday, August 30, 2021

Post # 1049 Bengali Amarchitra Katha 223

                                                                   ডাউনলোড কোরুন 

 

 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এসে গিয়েছে চাঁদমামা #গল্প_সমগ্র, #উপন্যাস_সমগ্র#বেতাল_কথা_সমগ্র বই তিনটির #প্রি_বুকিং লিংক।
#কুড়ি_শতাংশ_বিশেষ_ছাড়ে প্রি বুকিং করা যাবে। প্রি বুকিং করা যাবে শুধুমাত্র https://boichitro.in/ এর মাধ্যমে। সারা ভারতে COD অপসন থাকবে।
লিংক নিচে দেওয়া হল
👇👇👇
বেতাল কথা সমগ্রঃ 
উপন্যাস সমগ্রঃ
 
সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত প্রি বুকিং চলবে। তারপরে অনলাইন সেলার প্রি বুকিং কপি ক্রেতাদের ঠিকানায় পাঠাবে। অক্টোবর মাসের এক তারিখ থেকে কলেজ স্ট্রিটের দেজ পাবলিশিং, দে বুক স্টোর, আদি দে বুক স্টোর, দাস বুক স্টল, অরণ্যমন ইত্যাদি বুক সেলারদের কাউন্টারে এই বইগুলি পাওয়া যাবে। এছাড়া আমাজন, ফ্লিপকার্ট ও অন্যান্য অনলাইন সেলার সাইটে বইগুলি পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের প্রায় সব বড় বইয়ের দোকানেও বইগুলি পাওয়া যাবে।
এছাড়াও থাকছে অফিশিয়াল ই-বুক। সুইফট বুকসে খুব তাড়াতাড়ি তিনটি বই এসে যাবে ই-বুক ফরম্যাটে। গুগল প্লে বুক আর কিন্ডলেও পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই।

 আসুন ফ্যালকন কোলকাতার পেজে...
প্রথম থেকে পরপর পঞ্চান্ন টি গল্পের এক অপূর্ব সম্ভার ।
আসছে এই মাসের শেষেই। পাবেন কিন্ডলে এডিশন ও হার্ড কপি আকারে।
ফ্যালকন বুকসের সঙ্গে যুক্ত থাকুন। চাঁদমামা সম্পর্কিত সমস্ত তথ্য এই পেজে নিয়মিত দিয়ে দেওয়া হবে। এই গ্রুপের পাশাপাশি বইগুলির দাম, সূচিপত্র, প্রকাশকাল, প্রি বুকিং লিংক সব কিছুই পাবেন এই পেজে।

 

 

 

 

 

 

 

  আজ থেকে দেড় হাজার বছর আগের কথা, সমস্ত মধ্য এশিয়া জুড়ে হুনেদের রনদামামা বাজছে... ভারতের মাটিতেও সেই আওয়াজ শোনা গেল । আজকের আফগানিস্তান তখন ছিল ভারতবর্ষের অন্তর্গত । সেই সময় তার নাম ছিল গান্ধার, (মনে করা হয়  মহাভারতের গান্ধারী ছিলেন সেই দেশের মেয়ে )। সেই সময় হুনেরা গায়ের জোরে ঐ রাজ্য দখল করলো । তাদের ইচ্ছা ছিল গোটা ভারতবর্ষকেই দখল করার , কিন্তু মগধের সম্রাট 'স্কন্দগুপ্ত ' মস্ত বাধা হয়ে দাঁড়ালেন , তাঁর কাছে যুদ্ধে হেরে গিয়ে হুনেরা কিছুদিন চুপচাপ থাকতে বাধ্য হলো । 

  'স্কন্দগুপ্তএর' মৃত্যুর পর হুনেরা আবার  'তোরমান' ও তাঁর পুত্র 'মিহির গুলের' নেতৃত্ব  আবার   ভারত জয়ের স্বপ্ন  দেখতে লাগলো ।  বর্তমান উত্তর প্রদেশ রাজপুতনা ,পাঞ্জাব ও কাশ্মীর  - এই বিস্তীর্ণ ভূখণ্ড কে দখল করে ফেল্ল । 

এর পর থেকেই এই বইএর কাহিনী শুরু , কিন্তু এই কাহিনীর শেষ কোথায়  ? ইতিহাস বলে একদিন - হুনেদের ভারত জয়ের স্বপ্ন ফুরলো , নটে গাছ টি মুড়লো  ... এই রকম অনেক কথা  , কিন্তু মিহির গুলেরা কি আজই  এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন  হয়ে  গেছে  ?  নাকি ......





 

5 comments:

  1. দীর্ঘদিন পরে আবার পোস্ট। ধন্যবাদ দাদা।

    ReplyDelete
  2. অনেকদিন পর পরপর দুটো বই 😍!! অনেক অনেক ধন্যবাদ দাদা!!

    ReplyDelete