Monday, April 6, 2020

Post # 892 Bidhu Daroga By Shirshendu Mukhopadhyay

                                                                          ডাউনলোড করুন




 'সুযোগ বন্দ্যোপাধ্যায়ের' একটি কমিকস্‌ থাকছে আজ... অনেকে বলেন যে 'সুযোগ' নাকি অনেকটা  টিনটিনের স্টাইলে অলংকরণ করেন, তবে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতাল ঘর, গোঁসাই বাগানের ভূত, পাগলা সাহেবের কবর ইত্যাদি গল্পের থেকে করা গ্রাফিক নভেল গুলি আমার কিন্তু ভালো লাগেনি... ঐ গল্প গুলি পড়ার পর মনের মধ্যে যে ছবি তৈরি হয় তার সাথে গ্রাফিক নভেলের বিস্তর ফারাক... যেমন  গোঁসাই বাগানের যে বর্ণনা দেওয়া আছে গল্পে তার সাথে তেমন মিল নেই গ্রাফিক নভেলে, এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত। তবে 'সুযোগের' অলংকরণ এক কোথায় ভালো লাগবে সকলের ।



6 comments:

  1. সুযোগ বন্দ্যোপাধ্যায় তার অলংকরণে কমেডিকে প্রাধান্য দেন যা কাহিনীকে উপভোগ্য করে তোলে। আর শীর্ষেন্দু নিয়ে নতুন কিছু বলার নেই। তিনি কালজয়ী সাহিত্যিক।

    ReplyDelete
  2. সুযোগ বন্দ্যোপাধ্যায় এর 'রেডি স্টেডি গো' নামে একটি কমিকস্ আনন্দমেলায় ২০১৩-১৪ সাল এর দিকে ধারাবাহিক বের হত। সেটা বই আকারে বের হয়নি। কোথাও পিডিএফও পাইনি। আপনার কাছে কি সেটি আছে?

    ReplyDelete