Thursday, October 19, 2017

Post # 615 Library Ghar Rahassa By Subrata Gangyapadhay

                                                       ডাউনলোড করুন

সব বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা ।


কথায় বলে বিপদ কোনদিন একা আসেনা... সঙ্গে দলবল নিয়ে আসে, ১৬ সেপ্টেম্বর মায়ের আকস্মিক মৃত্যুর পর সমস্ত কাজ শেষ হবার পরদিন থেকে ডেঙ্গী তে আক্রান্ত হয়ে আপাতত সম্পূর্ণ বিশ্রামে ।
অনেকদিন পোস্ট করা বন্ধ থাকার পর আজ একটু অন্যরকম কমিকস্‌ দিয়ে শুরু করাযাক,সেই ৪০ বছর আগে থেকেই  আনন্দমেলায়  কিশোর ভারতী ও অন্যান্য পত্রিকায় তে  অলংকরণ করতেন সুব্রত গঙ্গোপাধ্যায় ,( তখন আনন্দমেলায় রথি মহা রথি দের মধ্যে ছিলেন বিমল দাস , সুব্রত গঙ্গোপাধ্যায় ,দেবাশিস দেব ,আনুপ রায়ের মতো ইলাস্‌ট্রেটার এবং  কিশোর ভারতী তে  নারায়ণ দেবনাথ,সূর্য রায় ,সুব্রত গঙ্গোপাধ্যায়,গৌতম করমকার,সুফি(নরেন রায়)  রমরমিয়ে অলংকরণ করছেন  ) ,এই কমিকস্‌ টির অলংকরণ কাল  বৌশাখ ১৩৮৪ (মে ১৯৭৭) থেকে ভাদ্র ১৩৮৪ (সেপ্টেম্বর ১৯৭৭), সম্ভবত কিশোর ভারতী তে এটি তাঁর প্রথম কমিকস্‌ ।তাঁর উল্লেখযোগ্য কমিকস্‌ এর মধ্যে 'পালাবার পথ নেই' (আশ্বিন ১৩৮৪) , 'হুল' (আশ্বিন ১৩৮৭) ,'বিদ্রোহ আজ' (আশ্বিন ১৩৮৫) , 'ঐ আসে ঐ!' (আশ্বিন ১৩৮৬) বিখ্যাত ।      












9 comments:

  1. Dear Boss,

    আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে খুব খুশি হলাম।

    অভিশপ্ত কুলা কু-র তৃতীয় পর্ব কবে পাবো ?

    আপনি আমার আন্তরিক ভালোবাসা নেবেন ।

    শুভ দীপাবলি ।।

    ReplyDelete
    Replies
    1. দীপাবলির শুভেচ্ছা নেবেন । সুব্রত গঙ্গোপাধ্যায়ের আর একটি কমিকস্‌ দিয়েই ৩ পর্ব টি দিচ্ছি ।

      Delete
  2. Dear Boss,
    এই মাত্র আপনার পোস্ট টা দেখলাম, আমি জানতাম না যে আপনার ডেঙ্গি হয়েছিল। আমারও গতবছর হসপিটালে কাটাতে হয়েছিল। এর একমাত্র ওষুধ ORS। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। ভালো থাকবেন।

    ReplyDelete
    Replies
    1. দীপাবলির শুভেচ্ছা ,আপনি ও ভালো থাকবেন ।

      Delete
  3. অন্যরকম এই কমিকসটির জন্য ধন্যবাদ। ভালো থাকুন সর্বদা।

    ReplyDelete
    Replies
    1. দীপাবলির শুভেচ্ছা ও ধন্যবাদ ।

      Delete
  4. Wish your speedy recovery. Get well soo n.

    ReplyDelete